For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ATK Mohun Bagan: বাগানকে বিদায় এই বিদেশি তারকার, আইএসএল-এর হাইপ্রোফাইল ক্লাবের চুক্তি পত্রে করে দিয়েছেন সই

এটিকে মোহনবাগানের সঙ্গে সম্পর্ক শেষের পথে ডেভিড উইলিয়ামসের, আইএসএল-এর হাইপ্রোফাইল ক্লাবের সই তারকার

Google Oneindia Bengali News

এএফসি কাপে গ্রুপে দ্বিতীয় ম্যাচে প্রিয় দল মাস্ট উইন ম্যাচে নামার আগে খারাপ খবর এটিকে মোহনবাগান সমর্থকদের জন্য। দীর্ঘ তিন বছরের সম্পর্ক ছেদ করে ডেভিড উইলিয়ামস বিদায় জানাচ্ছেন কলকাতার দলটিকে। আসন্ন মরসুমে মুম্বই সিটি এফসি'র জার্সি পরে খেলতে দেখা যাবে মেলবোর্ন সিটি, ওয়েলিংটন ফনিক্সের প্রাক্তন তারকাকে। মুম্বই সিটি এফসির পাঠানো চুক্তিপত্রে তিনি সই করে দিয়েছেন।

এটিকে মোহনবাগানের সঙ্গে সম্পর্ক শেষের পথে ডেভিড উইলিয়ামসের, আইএসএল-এর হাইপ্রোফাইল ক্লাবের সই তারকার

২০১৯ আইএসএল-এর আগে এটিকে সই করায় উইলিয়ামসকে। প্রথম মরসুম এটিকের হয়ে খেলার পর পরবর্তী মরসুম থেকে এটিকের সঙ্গে মোহনবাগানের গাঁঠবন্ধনের ফলে তৈরি হওয়া এটিকে মোহনবাগানের হয়ে খেলেন ডেভিড উইলিয়ামস। প্রথম দুই বছর ভাল গেলেও তৃতীয় বছর অর্থাৎ ২০২১-২২ মরসুম থেকেই এটিকে মোহনবাগান ম্যানেজমেন্টের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে ডেভিড উইলিয়ামসের। উইলিয়ামস গত আইএসএল-এ একাধিক ম্যাচেই প্রথম একাদশে জায়গা পাননি। একটা সময়ে উইলিয়ামসের পরিবর্তন খোঁজাও শুরু করে দিয়েছিল এটিকেএমবি। তবে, এত কিছুর মধ্যেও শেষ পর্যন্ত সবুজ-মেরুনেই রয়ে যান অস্ট্রেলীয় স্ট্রাইকার। এএফসি কাপের যোগ্যর্ত অর্জনকারী পর্বের ম্যাচে আবহনী ঢাকা'র বিরুদ্ধে হ্যাটট্রিক করেন তিনি।

এটিকে মোহনবাগানের সঙ্গে সম্পর্ক শেষের পথে ডেভিড উইলিয়ামসের, আইএসএল-এর হাইপ্রোফাইল ক্লাবের সই তারকার

এএফসি কাপে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে এটিকে মোহনবাগানের হয়ে গোকুলাম কেরলের বিরুদ্ধে মাঠে নেমেছিলেন উইলিয়ামস। তবে, সেই ম্যাচে কোনও গোল পাননি তিনি, ৪-২ গোলে আই লিগ জয়ী দলের কাছে পরাস্ত হয়েছিল আইএসএল-ের এই দল। ৩১ মে পর্যন্ত উইলিয়ামসের সঙ্গে চুক্তি রয়েছে এটিকে মোহনবাগানের। কলকাতার এই প্রধান যদি এএফসি'র পরবর্তী রাউন্ডের ওঠে সেখানে উইলিয়ামসের সার্ভিস পাবে না তারা। গ্রুপ পর্বের ম্যাচ শেষ হলেই কলকাতা ছাড়তে পারেন অস্ট্রেলিয়ার এই বিধ্বংসী স্ট্রাইকার।

English summary
David Williams signs for Mumbai city FC from ATK Mohun Bagan. Mumbai City FC offered two years deal to Australian striker.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X