ক্রোয়েশিয়া হারলেও বিশ্ববাসীর হৃদয় জিতে নিয়েছেন ক্রোয়েশিয়ার মহিলা প্রেসিডেন্ট
প্রথমবারের জন্য বিশ্বকাপের ফাইনালে পৌঁছে জিততে পারেনি ক্রোয়েশিয়া। রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে লুকা মদ্রিচের দলকে। তবে. চ্যাম্পিয়ন হতে না পরলেই গোটা বিশ্বকাপে ক্রোয়েশিয়ার খেলা এবং ক্রোট ফুটবলারদের পারফরম্যান্স হৃদয় জিতে নিয়েছে অংখ্য ফুটবলপ্রেমীর।

ক্রোয়েশিয়ার ফুটবলারদের পাশাপাশি আরও একটি মানুষ জিতে নিয়েছেন ফুটবল অনুরাগীদের হৃদয়। শুধু ফুটবল অনুরাগীদেরই নয়, তিনি জিতে নিয়েছেন বিশ্ববাসীর মন। অনুমানটা ঠিকই করেছেন, কথা হচ্ছে ক্রোয়েশিয়ার প্রথম মহিলা প্রেসিডেন্ট কোলিন্দা গ্রাবার কিতারোভিচের সম্পর্কেই। ফুটবলের প্রতি তাঁর ভালবাসা এবং দলের ফুটবলারদের প্রতিনিয়ত সমর্থন, দেখে গিয়েছে গোটা বিশ্বকাপ জুড়ে। প্রেসিডেন্ট হয়েও ক্রোট সমর্থকদের সঙ্গে বিমানে ইকোনমি ক্লসেই রাশিয়ায় খেলা দেখেতে এসেছেন তিনি। ক্রোয়েশিয়ার জার্সি পরেই গোটা টুর্নামেন্টে ক্রোট ফুটবলারদের সমর্থন করতে দেখা যায় কিতারোভিচকে। ফাইনালেও এর ব্যতিক্রম ছিল না।
ম্যাচের শেষেও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে যে ভাবে নিজের দলের ফুটবলারদের বুকে জড়িয়ে গায়ে মাথায় হাত বুলিয়ে তিনি নিজেরে ভালবাসা এবং স্নেহ উজাড় করে দিয়েছেন তা খুশি করেছে গোটা বিশ্বকে।
শুধু ক্রোয়েশিয়ার ফুটবলারদেরই নয়, বিজয়ী দল ফ্রান্সের ফুটবলারদেরও একই ভাবে নিজের ভালবাসা উজাড় করে দেন ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট।
১৯৬৮ সালের ২৯ এপ্রিল অবিভক্ত য়ুগস্লভিয়ার রিজেকায় জন্মগ্রহন করেন কিতারোভিচ। প্রথমে নিউ মেক্সিকোতে লস অ্যালামোস হাই স্কুলে পড়ার পর, তিনি তাঁর পরা চালান ওয়াশিংটন ডিসি এবং হাভার্ডে। পরে নিজের দেশে ফিরে সমপন্ন করেন ডক্টরেট ডিগ্রি।
বিভিন্ন ভাষাতেও পারদর্শী ক্রোয়েশিয়ার এই মহিলা প্রেসিডেন্ট। ক্রোয়েশিয়ান, ইংরাজি, স্প্যানিশ এবং পর্তুগিজ ভাষায় লাগাতার কথা চালাতে পারেন তিনি। পাশাপাশি বুঝতে পারেন জার্মান ফ্রেঞ্চ এবং ইতালিয়ান ভাষা।
<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr"><a href="https://twitter.com/hashtag/FRACRO?src=hash&ref_src=twsrc%5Etfw">#FRACRO</a> Photo of the day.... President of Croatia Kolinda Grabar-Kitarovic and President of France Emmanuel Macron after Croatia's first goal. real sport spirit. <a href="https://t.co/4x4tEmwrv6">pic.twitter.com/4x4tEmwrv6</a></p>— Krishna Mohan Tiwari (@tiwarikrishna05) <a href="https://twitter.com/tiwarikrishna05/status/1018540685694291968?ref_src=twsrc%5Etfw">July 15, 2018</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script> <blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">find yourself someone who looks at you like Kolinda Grabar-Kitarović looks at Luka Modric😍 <a href="https://t.co/M8j4J29hts">pic.twitter.com/M8j4J29hts</a></p>— Ea-nasir (@LeonardEctric1) <a href="https://twitter.com/LeonardEctric1/status/1018550200930095106?ref_src=twsrc%5Etfw">July 15, 2018</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>বিশ্বকাপ ফাইনাল শুরু হওয়ার আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ক্রোয়েশিয়ার একটি জার্সি উপহার দেন ক্রোট প্রেসিডেন্ট। সেই জার্সির পিছনে লেখা ছিল পুতিনের নাম।
ফাইনালেরে আগে ক্রোয়েশিয়ার দুরন্ত পারফরম্যান্সের কারণে ক্রোট প্রেসিডেন্টকে পুতিন বলেন, 'আমি নিশ্চিত আমরা আজ দারুণ একটা ম্যাচ দেখতে চলেছি।'
<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="et" dir="ltr">🥈 <a href="https://twitter.com/hashtag/WorldCup?src=hash&ref_src=twsrc%5Etfw">#WorldCup</a> silver medallist. <a href="https://twitter.com/hashtag/Croatia?src=hash&ref_src=twsrc%5Etfw">#Croatia</a> 🔥<a href="https://twitter.com/hashtag/BeProud?src=hash&ref_src=twsrc%5Etfw">#BeProud</a> <a href="https://twitter.com/hashtag/Family?src=hash&ref_src=twsrc%5Etfw">#Family</a> <a href="https://twitter.com/hashtag/WorldCupFinal?src=hash&ref_src=twsrc%5Etfw">#WorldCupFinal</a> <a href="https://twitter.com/hashtag/FlamingPride?src=hash&ref_src=twsrc%5Etfw">#FlamingPride</a> <a href="https://twitter.com/hashtag/Vatreni?src=hash&ref_src=twsrc%5Etfw">#Vatreni</a> <a href="https://t.co/1BsXIM6rn1">pic.twitter.com/1BsXIM6rn1</a></p>— HNS | CFF (@HNS_CFF) <a href="https://twitter.com/HNS_CFF/status/1018566844196753409?ref_src=twsrc%5Etfw">July 15, 2018</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>পাশাপাশি রুশ প্রেসিডেন্টকে সুষ্ঠভাবে বিশ্বকাপ আয়োজন করার জন্য ধন্যবাদ জানান কিতারোভিচ।