For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হার-জিতের ঊর্ধ্বে উঠে রেকর্ড বুকে নাম লেখাল রাশিয়া-ক্রোয়েশিয়া ম্যাচ

ক্রোয়েশিয়া টাইব্রেকারে ৪-৩ গোলে রাশিয়ার বিরুদ্ধে জিতে সেমি ফাইনালে পৌঁছে গেল। তবে জেতা হারার ঊর্ধ্বে উঠে এই ম্যাচ ইতিহাসের পাতায় চলে গেল।

  • |
Google Oneindia Bengali News

ক্রোয়েশিয়া টাইব্রেকারে ৪-৩ গোলে রাশিয়ার বিরুদ্ধে জিতে সেমি ফাইনালে পৌঁছে গেল। সেমিতে তাঁদের খেলতে হবে ইংল্যান্ডের বিরুদ্ধে। ১২০ মিনিটের মধ্যে ২-২ ফল হওয়ায় পেনাল্টিতে যায় ম্যাচ। সেখান থেকে ক্রোয়েশিয়া ম্যাচ জেতে।

রেকর্ড বুকে নাম লেখাল রাশিয়া-ক্রোয়েশিয়া ম্যাচ

তবে জেতা হারার ঊর্ধ্বে উঠে এই ম্যাচ ইতিহাসের পাতায় চলে গেল। কারণ দুই দলই নক আউটের পরপর দুটি ম্যাচ পেনাল্টিতে শেষ করল। যা বিশ্বকাপ ইতিহাসে আগে কোনওদিনও হয়নি। অর্থাৎ পরপর দুটি পেনাল্টি ম্যাচ খেলা দল একে অপরের মুখোমিখি হয়নি।

রাশিয়া শেষ ষোলোর ম্যাচে স্পেনকে ৪-৩ গোলে হারিয়ে শেষ আটে ওঠে। নির্ধারিত সময়ের পরে অতিরিক্ত সময়েও খেলা ১-১ ছিল। আকিনফিভ দারুণ গোলকিপিং করে দলকে কোয়ার্টার ফাইনালে তোলেন।

এদিকে ক্রোয়েশিয়া শেষ ১৬-র ম্যাচে ডেনমার্ককে ৩-২ গোলে হারায়। ১২০ মিনিটের পর খেলা ১-১ ছিল। পরে গোলকিপার সুবাসিচ দারুণ সেভ করে দলকে উতরে দেন।

এদিনও দুই দলের গোলকিপারই দারুণ ফর্মে ছিলেন। তবে শেষ অবধি ক্রোয়েশিয়ার সুবাসিচ শেষ হাসি হাসেন। রাশিয়া বিশ্বকাপে রেকর্ডের তালিকায় এটি নয়া সংযোজন হল।

English summary
This is the first World Cup match to go to a penalty shootout in which each team had advanced from the previous round on penalties
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X