For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সৌদি আরবে হোটেল ছেড়ে বিলাসবহুল ম্যানশন ঠিকানা হতে চলেছে রোনাল্ডোর

সৌদি আরবে হোটেল ছেড়ে বিলাসবহুল ম্যানশন ঠিকানা হতে চলেছে রোনাল্ডোর

Google Oneindia Bengali News

মোটা অঙ্কের বিনিময়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ইউরোপীয় ফুটবলকে বিদায় জানিয়ে এশিয়ায় পা রেখেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সৌদি আরবের ক্লাব আল নাসেরে সঙ্গে ৪০০ মিলিয়ন ডলারের বিনিময়ে আড়াই বছরের চুক্তিতে সই করেছেন পর্তুগিজ মহাতারকা। রোনাল্ডো মাপের ফুটবলার অতীতে কখনও এশিয়ার ক্লাব ফুটবলে খেলেননি।

সৌদি আরবে হোটেল ছেড়ে বিলাসবহুল ম্যানশন ঠিকানা হতে চলেছে রোনাল্ডোর

রোনাল্ডোর মধ্যপ্রাচ্যে সই নজর কেড়েছে ফুটবল বিশ্বের। সৌদিতে পা দেওয়ার পর থেকে এত দিন উচ্চ বিলাসবহুল হোটেলেই রাত কাটছিল বোনাল্ডোর। অবশেষে আল নাসেরে খেলার জন্য তাঁকে দেওয়া হল বিলাসবহুল এক বাড়ি। রিয়াদে রয়েছে রোনাল্ডোর বাড়ি। তার কিছু ছবি ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। চোখ কপালে তোলার মতো রেসিডেন্সিটি রোনাল্ডোর।

ডেইলি মেলের খবর অনুযায়ী রোনাল্ডো ফোর সেশন হোটেল'স কিংডম সুইটে থাকবেন। দুটি ফ্লোর মিলিয়ে তৈরি হয়েছে এটি এবং এখান থেকে পুরো শহরের প্যানোরমিক ভিউ দেখা যায়। ফোর সেশন হোটেলে বর্তমানে পালস সুইটে রয়েছেন রোনাল্ডো। এটি তিন হাজার ফুটের বেশি এলাকা জুড়ে বিস্তৃত। এটির মূল্য ভারতীয় মুদ্রায় আড়াই কোটি টাকারও বেশি। এই লাক্সারি হোটেলে সেটেল হওয়ার পর এই কাপেল শহরেরই একটি ম্যানসনে আগামী কিছু দিনের মধ্যে শিফট করবে এমনটাও খবর জানা গিয়েছে।

রোনাল্ডোর নতুন ক্লাব আল নাসের-কে সৌদিতে সমর্থকেরা ভালবেসে ডাকেন আল আলামি যার অর্থ 'দ্য গ্লোবাল ক্লাব।' ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে সই করাতে পারাকে কোনও ট্রফি জয়ের থেকেও বড় বলে উল্লেখ করেছেন এই ক্লাবের সভাপতি মুসালি আলমুয়াম্মার। তিনি মনে করে রোনাল্ডোর সই আল নাসের এবং সৌদি আরবের চিত্র গোটা বিশ্বের সামনে বদলে দেবে এবং ক্লাব ও দেশের ফুটবলের উপর বিস্তর প্রভাব ফেলবে।

বিশ্বের তাবড় তাবড় ক্লাবকে না করে বিশ্ব ফুটবলের ইতিহাসে অন্যতম অবাক করা ট্রান্সফারকে বাস্তবের রূপ দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছিল ৪০০ মিনিলয়ন ডলারের চুক্তিতে আল নাসেরে এসেছেন রোনাল্ডো। তবে, ক্লাবের সভাপতি টাকার অঙ্কটা পরিষ্কার করেননি। তবে, এই অঙ্কটা বছরে ২০০ মিলিয়ন ডলার বা তার কাছাকাছি তা একাধিক সংবাদমাধ্যমেই প্রকাশিত হয়েছে। ক্লাবের সভাপতি আলমুয়ারি বলেছেন, "ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড় ও ফলে এটা স্বাভাবিক যে ওর খরচ বা বেতল সর্বোচ্চ হবে। এটা এমন কিছুই যেটা ওর সত্যিই প্রাপ্য, ফলে যে টাকাটা ও নেবে সেটা ও ডিজার্ভ করে।"

জোড়া লাল কার্ডের ম্যাচে শীর্ষ স্থান ধরে রাখল বার্সেলোনা, চেলসিকে খড়কুটোর মতো উড়িয়ে দিল সিটিজোড়া লাল কার্ডের ম্যাচে শীর্ষ স্থান ধরে রাখল বার্সেলোনা, চেলসিকে খড়কুটোর মতো উড়িয়ে দিল সিটি

English summary
Cristiano Ronaldo will reside in luxurious residence in Saudi Arabia
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X