For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Cristiano Ronaldo: ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে কালই কি মাঠে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো? মিলল উত্তর

  • |
Google Oneindia Bengali News

জল্পনার অবসান। কালই ইংলিশ প্রিমিয়ার লিগে নিউক্যাসল ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে কেরিয়ারের দ্বিতীয় অধ্যায় শুরু করতে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আজ এ কথা জানিয়ে দিয়েছেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে সিআর সেভেনের একদা সতীর্থ তথা ম্যান ইউয়ের ম্যানেজার ওলে গানার সলশেয়ার।

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে কালই কি মাঠে রোনাল্ডো?

আজ প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে কোনও ধোঁয়াশা না রেখে সলশেয়ার জানিয়েছেন, জুভেন্তাসের হয়ে প্রি সিজন ভালো কাটিয়েছেন রোনাল্ডো। জাতীয় দলের হয়ে গত সপ্তাহও তাঁর ভালো গিয়েছে। এখানে আসার পরও অনুশীলন করেছেন। ফলে কাল নিশ্চিতভাবেই তিনি ম্যাচে নামবেন। যদিও সলশেয়ারের কথায় এটা স্পষ্ট হয়নি, প্রথম থেকেই সিআর সেভেন মাঠে থাকবেন কিনা। সূত্রের খবর, রোনাল্ডো রেড ডেভিলসদের হয়ে প্রথম থেকেই মাঠে নামতে আগ্রহী। কিন্তু গোটাটাই নির্ভর করছে ম্যান ইউ বসের উপর।

রোনাল্ডো যখন ২০০৩ থেকে ২০০৯ অবধি ম্যান ইউয়ের হয়ে খেলেছেন তখন সলশেয়ার ছিলেন সিআর সেভেন সতীর্থ। সলশেয়ার বলেন, কখন তাঁকে খেলাব কিংবা কখন খেলাব না সেটা যে আমার সিদ্ধান্ত তা রোনাল্ডোও জানেন। একজন ফুটবলার সব সময়ই বেশি সময় খেলতে চান, এটাই স্বাভাবিক। আমার কাজই হল তাঁকে ম্যানেজ করা এবং তাঁর থেকে সেরাটা বের করে আনা। আমিও চাই রোনাল্ডোর সেরা খেলাটাই বেরিয়ে আসুক এবং তা নিশ্চিত করতে আমাদের পারস্পরিক ভাব বিনিময়ও চলতে থাকবে। রোনাল্ডোকে এটা বলার দরকার নেই কী করতে হবে। কেন না, সব সময়ই রোনাল্ডো নিজের সেরাটা দিতে মুখিয়ে থাকতেন এবং এখনও থাকেন। এটা ঠিক ১৮, ১৯ বা ২০ বছর বয়সে তিনি যেমন খেলতেন, এখন সেটা থাকবে না। কিন্তু রোনাল্ডোর সাফল্য ছিনিয়ে নেওয়ার পালা এখনও শেষ হয়নি। অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গে এখনও তাঁর মধ্যে অনেক কিছুই অবশিষ্ট রয়েছে।

কয়েক দিন আগেও বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে পর্তুগালের হয়ে গোল করে আন্তর্জাতিক ফুটবলে পুরুষদের মধ্যে সর্বাধিক গোলদাতা হয়েছেন রোনাল্ডো। মঙ্গলবার থেকে রেড ডেভিলদের হয়ে অনুশীলন করছেন। চেনা ছন্দেই রয়েছেন। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড বনাম নিউক্যাসল ইউনাইটেড ম্যাচের যাবতীয় আকর্ষণের কেন্দ্রবিন্দুতে যে সিআর সেভেনই তা বলার অপেক্ষা রাখে না। রোনাল্ডো নিজেও জানিয়ে দিয়েছেন, আগামী কয়েক মরশুম তিনি ম্যান ইউয়ের অনেক সাফল্যের শরিক হতে চান। দলকে জেতাতেই এসেছেন এবং সেই দক্ষতা অবশিষ্ট রয়েছে। আপাতত তাঁর রেড ডেভিলসের হয়ে কেরিয়ারের দ্বিতীয় অধ্যায় শুরুর প্রহর গোনার পালা চলছে।

এরই মধ্যে জুভেন্তাসের ডিরেক্টর ফেদেরিকো চেরুবিনি জানিয়েছেন, রোনাল্ডোকে নেওয়ার জন্য কোনও ট্রান্সফার ফি দিতে রাজি হয়নি ম্যাঞ্চেস্টার সিটি। কিন্তু ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ঐতিহ্যশালী ক্লাব হিসেবে যেটা করার দরকার সেটাই করেছে। সে কারণেই ২৭ মিলিয়ন মার্কিন ডলার অর্থমূল্যে সিআর সেভেনকে নিতে পেরেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। রোনাল্ডোর অবদানের কথা স্বীকার করলেও তিনি যখন ক্লাব ছাড়তে চেয়েছিলেন তখন ধরে রাখতে চায়নি জুভেন্তাস। রোনাল্ডোর মতো ফুটবলারের বিকল্প যে হয় না সেটাও মেনে নিয়েছে তুরিনের ক্লাবটি।

English summary
Cristiano Ronaldo Will Have A Role To Play In The Premier League Game Against Newcastle On Saturday. Manchester United Manager Ole Gunnar Solskjaer Has Confirmed This Saying He'll Definitely Be On The Pitch At Some Point.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X