For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রোনাল্ডো ফের পরিত্রাতা! ইপিএলে ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের নাটকীয় জয়

Google Oneindia Bengali News

ইংলিশ প্রিমিয়ার লিগে পিছিয়ে পড়েও ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিরুদ্ধে নাটকীয় জয় ছিনিয়ে নিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। এই জয়ের ফলে ৫ ম্যাচে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা লিভারপুলের মতো ম্যান ইউয়ের ঝুলিতেও ১৩ পয়েন্ট, তবে গোলপার্থক্যে দ্বিতীয় স্থানে ওলে গানার সলশেয়ারের দল। আজ লন্ডন স্টেডিয়ামেও ফুটবলপ্রেমীরা সাক্ষী থাকলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর গোলের।

ইপিএলে ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের জয়

এটি ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কাছে ছিল অ্যাওয়ে ম্যাচ। ৩৭ মিনিটের মাথায় ওয়েস্ট হ্যাম ইউনাইটেড এগিয়ে যায় সেড বেনরাহমার গোলে। যদিও ৫ মিনিট পরেই রেড ডেভিলরা সমতা ফেরায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর গোলের সুবাদে। বিরতিতে খেলার ফল ছিল ১-১। ৮৯ মিনিটের মাথায় নিজের পুরানো দলের বিরুদ্ধে গোল করে ম্যান ইউকে এগিয়ে দেন জেসি লিনগার্ড।

ইনজুরি টাইমে ম্যাচের ৯৩ মিনিটের মাথায় ভার প্রযুক্তির সাহায্যে পেনাল্টি পায় ওয়েস্ট হ্যাম। বেঞ্চ থেকে নেমে পেনাল্টি নিতে যান মার্ক নোবেল। কিন্তু দারুণভাবে পেনাল্টি রুখে রেড ডেভিলদের তিন পয়েন্ট নিশ্চিত করেন দাভিদ দে হেয়া।

চ্যাম্পিয়ন্স লিগে সুইৎজারল্যান্ডে ইয়ং বয়েজের কাছে পরাস্ত হওয়ার পর ম্যান ইউয়ের পারফরম্যান্স সমালোচনার মুখে পড়েছিল। যদিও এদিনের জয়ে সলশেয়ারের দল কিছুটা স্বস্তি পেল। ওল্ড ট্র্যাফোর্ডের বাইরে ইংলিশ প্রিমিয়ার লিগে এই নিয়ে ২৯টি ম্যাচে অপরাজেয় রেড ডেভিলরা। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে খেলতে নেমে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যেমন গোলের মধ্যে রয়েছেন, তেমনই বিপক্ষ পর্তুগালের অধিনায়ককে এই ম্যাচে যেভাবে বাধা দিয়েছে তাতে বেশ কয়েকটি পেনাল্টির দাবিও উঠেছিল। তবে তা নাকচ করে দেন রেফারি। বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরিও করেছিলেন সিআর সেভেন। ভাগ্য সুপ্রসন্ন থাকলে তা জালে জড়াতেও পারত। তবে এদিনের গোলের সুবাদে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে প্রত্যাবর্তনের পর তিন ম্যাচে চারটি গোল করে ফেললেন রোনাল্ডো। তার মধ্যে তিনটিই ইপিএলের ম্যাচে।

ম্যান ইউয়ের জয়সূচক গোলটি করেন লিনগার্ড। তবে তিন পয়েন্ট নিশ্চিত করেন দাভিদ দে হেয়া, অনবদ্য দক্ষতায় পেনাল্টি রুখে দিয়ে। ২০১৬ সালের এপ্রিলের পর এই প্রথম তিনি কোনও স্পট কিক বাঁচালেন। নোবেলের শট রুখে দেওয়ার আগে পর্যন্ত তিনি পেনাল্টিতে ৪০টি গোল হজম করেছেন। ইংল্যান্ডের প্রাক্তন ফুটবলার মাইকেল আওয়েন বলেন, শেষ ৫ মিনিট এই ম্যাচে যা খেলা হয়েছে এতটা উত্তেজনা, টকিং পয়েন্টস শেষ কবে দেখেছি মনে করতে পারছি না। অবিশ্বাস্য। তবে রোনাল্ডোকে ১টি বা ২টি পেনাল্টি থেকে নিশ্চিতভাবে বঞ্চিত করা হয়েছে। নোবেলকে শুধু পেনাল্টি মারার জন্য নামানোর সিদ্ধান্ত মানতে পারছেন না গ্যারি লিনেকার। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের নাটকীয় জয়ে উচ্ছ্বসিত গ্যারি নেভিল।

English summary
Cristiano Ronaldo Scores Again As Manchester United Came From Behind To Beat West Ham United In The EPL. David de Gea Saves Injury Time Penalty To Secure Dramatic Win.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X