For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'সৌদির ক্লাবে কি যাচ্ছেন?', উত্তরে যা বললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

'সৌদির ক্লাবে কি যাচ্ছে?', উত্তরে যা বললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

Google Oneindia Bengali News

বেশ কিছু দিন ধরেই ট্রান্সফার মার্কেটে একটা খবর ঘোরা ফেরা করছে এবং তা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ঘিরে। বিভিন্ন সংবাদমাধ্যম দাবি করেছে সৌদির ক্লাব আল নাসেরের সঙ্গে কথা অনেক দূর এগিয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। কিন্তু এই খবরের সত্যটা নিয়ে প্রশ্ন ছিল এ বার এই বিষয়ে মুখ খুললেন সিআর ৭ স্বয়ং।

বিশ্বকাপের মাঝেই ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে সম্পর্ক ছেদ করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো:

বিশ্বকাপের মাঝেই ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে সম্পর্ক ছেদ করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো:

বিশ্বকাপের আগেই ব্রিটিশ সাংবাদিক পিয়ের্স মরগ্যানকে দেওয়া সাক্ষাৎকারে ম্যাচেস্টার ইউনাইটেডের মধ্যের কঙ্কালসার চেহারাটা সামনে নিয়ে এসেছিলেন রোনাল্ডো। তিনি জানিয়েছিলেন, ক্লাবের কিছু লোক রয়েছেন যাঁরা চান না তিনি থাকুক দলে এবং তাঁরা তাঁকে ক্লাব থেকে বের করার চেষ্টা করছেন। ম্যান ইউ-এর বর্তমান প্রশাসনের তুলোধোনা করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিনি জানিয়েছিলেন, ক্লাবের বর্তমান মালিকপক্ষ গ্লেজার্স পরিবার ক্লাবকে নিয়ে উদাসীন। পাশাপাশি ৩৭ বছর বয়সী নক্ষত্র জানিয়েছিলেন, ম্যানচেস্টার ইউনাইটেডের বর্তমান প্রশিক্ষক এরিক টেন হাগের প্রতি কোনও সম্মান নেই তাঁর। রোনাল্ডো বলেছিলেন, "যে আমায় সম্মান করে না তাঁর জন্য আমার মনে কোনও সম্মান নেই।" এর পরই বিশ্বকাপের মাঝে খবর আসে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং ম্যানচেস্টার ইউনাইটেড পারস্পারিক সিদ্ধান্তে চুক্তি ছেদ করছেন।

রোনাল্ডোর জন্য ঝাঁপায় আল নাসের:

রোনাল্ডোর জন্য ঝাঁপায় আল নাসের:

রোনাল্ডো ফ্রি এজেন্ট হওয়ার পর আল নাসের ঝাঁপায় পর্তুগিজ মহা তারকাকে সই করানো জন্য। রোনাল্ডোকে দুই বছরের চুক্তিতে ৪০০ মিলিয়ন ইউরো অফার করেছে তারা। অর্থাৎ প্রতি বছর ২০০ মিলিয়ন ইউরো পাবেন রোনাল্ডো এই ক্লাবে খেললে। যদিও এক বিখ্যাত সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী রোনাল্ডো আল নাসেরের অফারে খুশি এবং তিনি ওই ক্লাবকে মৌখিক সম্মতিও দিয়েছেন। পাশাপাশি অনেকে দাবি করেছে সই এখনও না হলেও দুই পক্ষের মধ্যে কথাবার্তা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। উল্লেখ্য ট্রান্সফারের একের পর এক ব্রেকিং আপডেট দেওয়ার ক্ষেত্রে পরিচিত ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন এখনও পর্যন্ত কোনও সই করেননি রোনাল্ডো।

সৌদির ক্লাবে সই করার গুজব প্রসঙ্গে মুখ খুললেন রোনাল্ডো:

সৌদির ক্লাবে সই করার গুজব প্রসঙ্গে মুখ খুললেন রোনাল্ডো:

একাধিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সৌদি আরবের ক্লাব আল নাসেরে তাঁর সই করা নিয়ে বা ক্লাবের সঙ্গে তাঁর আলোচনা হওয়া নিয়ে যে খবর বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হচ্ছে তা মিথ্যা জানিয়ে দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের পর রোনাল্ডোকে জিজ্ঞাসা করা হয়েছিল আল নাসের সম্পর্কে যে খবর আসছে তা কি সত্যি? জবাবে রোনাল্ডো বলেন, "না, একেবারেই সত্যি নয়-- সত্যি নয়।"

রোনাল্ডোর জন্য ঝাঁপিয়েছে ইউরোপ এবং আমেরিকার ক্লাব:

রোনাল্ডোর জন্য ঝাঁপিয়েছে ইউরোপ এবং আমেরিকার ক্লাব:

রোনাল্ডোর জন্য ঝাঁপিয়েছে এমএলএস-এর একটি ক্লাব এমনটাও খবর রয়েছে। এ ছাড়া ইউরোপীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী বেশ কিছু ইউরোপের ক্লাব রোনাল্ডোকে দলে নেওয়ার প্রসঙ্গে নিজেদের ইচ্ছা প্রকাশ করেছে। তবে, রোনাল্ডোকে সই করানোর খবরচটাই তাদের মূল চিন্তার বিষয়।

FIFA World Cup 2022: পর্তুগাল কোচের সমালোচনা বান্ধবী জর্জিনার, ড্যামেজ কন্ট্রোলে রোনাল্ডোFIFA World Cup 2022: পর্তুগাল কোচের সমালোচনা বান্ধবী জর্জিনার, ড্যামেজ কন্ট্রোলে রোনাল্ডো

English summary
Cristiano Ronaldo reacts on Saudi Club Al Nassr transfer rumours
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X