For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'রকিং' রোনাল্ডো, টপকে গেলেন পেলেকে, বিশ্বকাপের যোগ্যতা অর্জনপর্বের ম্যাচে নজির

দুরন্ত ফর্মে ছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে তাঁর ঝাঁঝে জ্বলে গেল ফারাও আইল্যান্ড

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

ইউরোপের বি -বিভাগে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো পর্তুগালের জার্সি গায়ে নামলেন। টেবলের দু'নম্বরে থাকা পর্তুগাল এদিন ফারাও আইল্যান্ডকে নিয়ে কার্যত ছেলে খেলা করল। ৫-১ গোলে ম্যাচ জিতলেন সিআর সেভেনরা , পাশাপাশি বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে সেরে নিলেন হ্যাটট্রিক।

পেলেকে টপকালেন রোনাল্ডো

দুরন্ত ফর্মে থাকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে আটকাতে কার্যত ব্যর্থ মিনোস ফারাও আইল্যান্ড। একা সি আর সেভেনই দলটাকে শেষ করে দিলেন এদিনের ম্যাচে। করলেন হ্যাটট্রিক। চার বারের ব্যালন ডি আর জেতা রোনাল্ডো এই সপ্তাহের আগে সবচেয়ে বেশি গোলের তালিকায় পেলের থেকে দুটি গোল পিছিয়ে ছিলেন। এদিন হ্যাটট্রিক করে পেলেকে টপকে নিজের নামের পাশে ৭৮ গোল করে নিলেন রোনাল্ডো। এরপর ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সামনে রইলেন অ্যালি ডেই (১০৯), পুসকাস(৮৪),কামামোতো(৮০), গডফ্রে চিতালু (৭৯)।

পেলেকে টপকালেন রোনাল্ডো

পাশাপাশি ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জনপর্বে সবচেয়ে বেশি গোলের লড়াইতে ১৯৯৮ সালে মিজাতোভিচের ১৪ টি গোলের নজিরকেও ছুঁয়ে ফেললেন পর্তুগিজ রাজপুত্র।

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">HAT-TRICK <a href="https://twitter.com/Cristiano">@Cristiano</a> Ronaldo! Goal 14 of the campaign - equalling Predrag Mijatović's record from 1998 <a href="https://twitter.com/FIFAWorldCup">@FIFAWorldCup</a> qualifying! <a href="https://t.co/2zmAVNzh7T">pic.twitter.com/2zmAVNzh7T</a></p>— European Qualifiers (@EuroQualifiers) <a href="https://twitter.com/EuroQualifiers/status/903349603487055875">August 31, 2017</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

এদিনের ম্যাচে ৩মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন সি আর সেভেন। ২৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করতে কোনও ভুল করেননি তিনি। যদিও প্রথমার্ধে একটি গোল করে ফারাও আইল্যান্ড ব্যবধান কমানোর চেষ্টা করে। কিন্তু দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে থাকা পর্তুগালের সামেন খড়কুটোর মত উড়ে যান তারা। ৫৮ মিনিটে রোনাল্ডোর ক্রস নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দেন কার্ভালো। ৬৪ মিনিটে নিজের হ্যাটট্রিক সেরে নেন সিআর সেভেন। ম্যাচের ৮৪ মিনিটে নেলসন অলিভেইরার গোলে ফারাও আইল্যান্ডের কফিনে শেষ পেরেকটি পোঁতা হয়ে যায়।

English summary
Cristiano Ronaldo passes Pele in World cup qualifiaction match
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X