ফুটবল সম্রাট পেলেকে টপকে নতুন নজির ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর
জয় দিয়ে বছর শুরু ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। ২০২০ সালে শেষ ম্যাচে ফিওরেন্তিনার কাছে রোনাল্ডোর জুভেন্তাস ০-৩ গোলে ম্যাচ হেরে বসেছিল। এবার উদিনেসের বিরুদ্ধে ৪-১ গোলের বড় জয় দিয়ে বছর শুরু করল জুভেন্তাস। ম্যাচে জোড়া গোল রোনাল্ডোর।

রোনাল্ডোর জোড় গোল
দুই অর্ধে রোনাল্ডো দুটি গোল করেন। জুভেন্তাসের জার্সিতে বাকি দুই গোল ফেডেরিকো ও দিবালার। এই জয়ের পর ১৪ ম্যাচে জুভেন্তাসের সংগ্রহ ২৭ পয়েন্ট। যদিও এসি মিলান এখনও রোনাল্ডোদের থেকে কিছুটা এগিয়ে।। তারা ১৫ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে।

পেলের রেকর্ড ছাপালেন রোনাল্ডো
ম্যাচে জোড়া গোল করার সুবাদে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ব্রাজিলের কিংবদন্তি পেলের রেকর্ডকে ছাপিয়ে গেলেন। পেলের সর্বাধিক গোলের রেকর্ড রবিবার ভেঙে দিলেন রোনাল্ডো।

পেলের গোল সংখ্যা
কিংবদন্তি পেলে ১৯৫৬ থেকে ১৯৭৭ সালের মধ্যে নিজের কেরিয়ারে স্যান্টোস, কসমস এবং ব্রাজিলের হয়ে ৭৫৭ টি গোল করেছিলেন।
রবিবারে জোড়া গোল মিলিয়ে সিআর সেভেন ৭৫৮ টি গোল করে ফেললেন।

দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা রোনাল্ডো
ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের রেকর্ডকে টপকে ক্লাব এবং দেশের হয়ে সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। রবিবারের ম্যাচে রোনাল্ডো ৭৫৭তম ও ৭৫৮তম গোলটি করেন। রোনাল্ডোর সামনে রয়েছেন অস্ট্রিয়ার ফুটবলার জোসেফ বিকান। ক্লাব ও দেশের হয়ে তাঁর ৭৫৯ টি গোল রয়েছে। ক্লাব ও দেশের হয়ে ৭৪২ টি গোল করে লিওনেল মেসি তালিকায় চার নম্বরে রয়েছেন।

আইএসএলের দক্ষিণ ভারতীয় ডার্বিতে মুখোমুখি চেন্নাই ও হায়দরাবাদ, কার পাল্লা ভারী?