For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বার্সাকে পিছনে ফেলে ৩৩তম লা লিগা খেতাব জয় রিয়াল মাদ্রিদের

চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে পিছনে ফেলে ৩৩তম স্প্যানিশ লা লিগা খেতাব জিতল রিয়াল মাদ্রিদ। ক্রিশ্চিয়ানো রোনাল্দোর দল ২-০ গোলে মালাগাকে হারিয়ে দেয়। রোনাল্দো নিজে গোল করে দলকে জেতান।

  • |
Google Oneindia Bengali News

চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে পিছনে ফেলে ৩৩তম স্প্যানিশ লা লিগা খেতাব জিতল রিয়াল মাদ্রিদ। ক্রিশ্চিয়ানো রোনাল্দোর দল ২-০ গোলে মালাগাকে হারিয়ে দেয়। রোনাল্দো নিজে গোল করে দলকে জেতান।

এই মরশুমে লা লিগায় রোনাল্দোর এটি ৪০তম গোল। এবং একইসঙ্গে পাঁচ বছর পরে রিয়াল মাদ্রিদ লা লিগা খেতাব জিতল।

বার্সাকে পিছনে ফেলে ৩৩তম লা লিগা খেতাব জয় রিয়াল মাদ্রিদের

লিগের শেষে ৩৮ ম্যাচ খেলে বার্সেলোনার পয়েন্ট ৯০। এদিকে রিয়াল তিন পয়েন্ট এগিয়ে ৯৩-এ শেষ করে খেতাব জয়ী হয়েছে। খেতাব জেতার পরে রিয়াল কোচ জিনেদিন জিদান টিমের সকলকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, পেশাদার জীবনের অন্যতম আনন্দের দিন এই লা লিগা খেতাব জয়।

লা লিগা খেতাব জিততে গেলে মালাগার বিরুদ্ধে ড্র করলেই চলত। তবে রিয়াল অসাধারণ খেলে ২-০ গোলে জয়লাভ করে।

লিগে দ্বিতীয় হলেও বার্সেলোনাও দারুণ ছন্দেই লিগ শেষ করল। শেষ ৬টি ম্যাচেই মেসি, সুয়ারেজরা জয় পেয়েছে। ফলে লুই এনরিকের দল খুব খারাপ করেছে তা বলা যাবে না।

প্রসঙ্গত ২০১২ সালে শেষবার লা লিগা খেতাব জিতেছিল রিয়া মাদ্রিদ। তারপরে চারবার লিগে অসাধারণ পারফরম্যান্স করলেও বার্সা বা অন্য প্রতিপক্ষরা খেতাব নিয়ে গিয়েছিল। তবে গত একবছর ধরে রিয়াল মাদ্রিদ ও সর্বোপরি ক্রিশ্চিয়ানো রোনাল্দো যে ফর্ম ধরে রেখেছেন তাতে এবছর খেতাব না পেলে সেটাই হতো চরম বিস্ময়ের।

English summary
Cristiano Ronaldo leads Real Madrid to 33rd La Liga title
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X