For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রোনাল্ডোকে নিয়ে বড় মন্তব্য ম্যান ইউ কোচের, ইউরোপা লিগে জয়ে ফিরল হোসে মোরিনহোর দল

রোনাল্ডোকে নিয়ে বড় মন্তব্য ম্যান ইউ কোচের, ইউরোপা লিগে জয়ে ফিরল হোসে মোরিনহোর দল

Google Oneindia Bengali News

ক্রিস্টিয়ানো রোনাল্ডো সম্পূর্ণ ফিট হয়ে স্কোয়াডে থাকলেও কোনও অজানা কারণে তাঁকে খেলাচ্ছিলেন না ম্যানচেস্টার ইউনাইটেডের ডাচ এরিক টেন হাগ। প্রিমিয়ার লিগে রোনাল্ডোকে সে ভাবে দেখা যায়নি ম্যান ইউ-এর জার্সি পরে খেলতে। ইউরোপা লিগের ম্যাচেই তাঁকে নামিয়ে দেওয়া হচ্ছিল পরীক্ষা মুখে। অবশেষে মরসুমের প্রথম গোলের দেখা রোনাল্ডো পেয়েছেন ইউরোপা লিগের ম্যাচে শেরিফ টিরাসপোলের বিরুদ্ধে। পেনাল্টি থেকে গোল করেন তিনি।

দায়বদ্ধ রোনাল্ডো:

দায়বদ্ধ রোনাল্ডো:

এর আগে সাত ম্যাচ খেলেও গোলের দেখা পাননি পর্তুগিজ মহাতারকা। তবে, প্রি-সিজনে অংশ না নেওয়া রোনাল্ডো ধীরে ধীরে ফিট হয়ে উঠছেন দেখে বেশ সন্তুষ্ট ম্যানচেস্টার ইউনাইটেডের নয়া বস। ম্যাচের শেষে তিনি বলেছেন, "এমনটা প্রত্যাশিত যখন কেই প্রি-সিজন মিস করে এবং বেশি গোল করার থেকেও তাঁকে বেশি পরিশ্রম করতে হবে নিজের ফিটনেস সেই স্তরে নিয়ে আসার জন্য। এখন আপনারা দেখতেই পাচ্ছেন উনি অনেকটাই এসে গিয়েছেন সেই ফিটনেসের স্তরে। আমার মনে হয় দলের প্রতি রোনাল্ডো পুরোপুরি দায়বদ্ধ এবং নিজের লক্ষ্যের কাছেও।"

ম্যানচেস্টারে মন নেই রোনাল্ডোর:

ম্যানচেস্টারে মন নেই রোনাল্ডোর:

উল্লেখ্য, এ বারের প্রিমিয়ার লিগে মাত্র একটি ম্যাচই শুরু থেকে খেলেছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। তাঁকে অধিকাংশ সময়ই ব্যবহার করা হয়েছে পরিবর্ত ফুটবলার হিসেবে। তবে, রোনাল্ডোর প্রথম গোলের পর টেন হাগের উপর চাপ বাড়লো বিশ্বের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ নক্ষত্রকে প্রথম একাদশে খেলানোর। এমনিতেই রোনাল্ডো ম্যান ইউতে থাকতে চাননি মরসুমের প্রথম থেকে। প্রাক মরসুমে তাঁর এজেন্ট বহু ক্লাবের সঙ্গে কথা বলেছিলেন। রোনাল্ডো নিজে বিষয়টা নিয়ে দেখছিলেন। কিন্তু পর্তুগিজ মহাতারকাকে কেনার জন্য যে পরিমান অর্থের প্রয়োজন তা বহু দলের কাছেই নেই এবং অনেকেই তাঁর জন্য ঝাঁপাতে পারেনি এই একটা কারণে। শীতকালীন ট্রান্সফার উইন্ডো না খোলা পর্যন্ত ইংল্যান্ডেই এখন কাটাতে হবে রোনাল্ডোকে।

আট ম্যাচের মাথায় প্রথম গোল:

আট ম্যাচের মাথায় প্রথম গোল:

রোনাল্ডোকে বরাবরাই ব্যবহার করা হচ্ছিল পরিবর্ত হিসেবে ফলে প্রথম থেকে খেলার সুযোগ না পাওয়ার ফলে ভয়ঙ্কর হয়ে উঠতে পারছিলেন না সিআর ৭। প্রিমিয়ার লিগে মাত্র একটি ম্যাচই শুরু থেকে খেলেছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। তাঁকে অধিকাংশ সময়ই ব্যবহার করা হয়েছে পরিবর্ত ফুটবলার হিসেবে। ইউরোপা লিগে দু'টি ম্যাচে শুরু করেন যার মধ্যে দ্বিতীয় ম্যাচেই গোল পান তিনি। নতুন মরসুমে আট ম্যাচের মাথায় এটি রোনাল্ডোর প্রথম গোল।

ইউরোপা লিগে জয় হোসে মোরিনহোর রোমার:

ইউরোপা লিগে জয় হোসে মোরিনহোর রোমার:

শুক্রবার ইউরোপা লিগে দারুণ ভাবে প্রত্যাবর্তন ঘটালো রোমা। জোসে মোরিনহোর দল স্টাডিও অলিম্পিকো স্টেডিয়ামে ৩-০ গোলে পরাজিত করল ফিনল্যান্ডের দল এইচজেকে হেলসিঙ্কিকে। ম্যাচের দ্বিতীয়ার্ধে তিনটি গোল পায় রোমা। ৪৭ মিনিটে লোরেঞ্জো পেলিগ্রিনির পাস থেকে রোমাকে এগিয়ে দেন পাওলো ডিবালা। ৪৯ মিনিটে পেলিগ্রিনি নিজে দ্বিতীয় গোলটি করেন দলের হয়ে। ৬৮ মিনিটে নিকোলো জানিওলোর পাস থেকে আন্দ্রে বেলোত্তি শেষ গোলটি করেন ম্যাচের। এই জয়ের ফলে নিজেের গ্রুপে দ্বিতীয় স্থানে উঠে এল রোমা।

ATK Mohun Bagan: জুয়ান ফেরান্দোর বিকল্পের খোঁজ শুরু এটিকে মোহনবাগানে, নজরে হাইপ্রোফাইল ব্রিটিশ কোচATK Mohun Bagan: জুয়ান ফেরান্দোর বিকল্পের খোঁজ শুরু এটিকে মোহনবাগানে, নজরে হাইপ্রোফাইল ব্রিটিশ কোচ

English summary
Cristiano Ronaldo is committed to the team, said Man Utd coach Erik Ten Hag. Jose Mourinho's Roma get back to the winning track in Europa League with 3-0 win over HJK.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X