For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Cristiano Ronaldo: পুত্রশোক বুকে চেপে মাঠে ফিরতে চলেছেন পর্তুগিজ মহাতারকা

Cristiano Ronaldo: পুত্র শোক কাটিয়ে মাঠে ফিরতে চলেছেন পর্তুগিজ মহাতারকা

Google Oneindia Bengali News

সন্তান হারানোর কষ্ট কখনও ভোলা যায় না। সারা জীবন সেই দুঃখ তাড়িয়ে বেড়ায়। তবে, জীবনে তো চলতেই হয়। এগিয়ে যেতে হয় সময়ের সঙ্গে। লিভারপুলের বিরুদ্ধে সন্তাহ হারা রোনাল্ডো মাঠে নামতে পারেননি। তবে, সেই শোক বুকে চেপেই পেশাদারিত্বের তাগিদে মাঠে ফিরছেন পর্তুগালের কিংবদন্তি।

Cristiano Ronaldo: পুত্রশোক বুকে চেপে মাঠে ফিরতে চলেছেন পর্তুগিজ মহাতারকা

শনিবার আর্সেনালের বিপক্ষে ম্যাচ দিয়ে ফিরতে চলেছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। পর্তুগিজ তারকার মাঠে ফেরার বিষয়টি শুক্রবার নিশ্চিত করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের অন্তবর্তীকালীন কোচ।

গত সোমবার নবজাতক যমজ সন্তানের মধ্যে ছেলেকে হারানোর দুঃসংবাদের কথা সামাজিত যোগ্যাযোগ মাধ্যমে জানান রোনাল্ডো। পর দিন ম্যাচ ছিল ম্যান ইউ'র লিভারপুলের বিরুদ্ধে। ওই মানসিক স্থিতি নিয়ে মাঠে নামা সম্ভব ছিল না সদ্য সন্তান হারা বাবার। তিনি ছিলেন না সাদিও মানে-মহম্মদ সালাহদের বিরুদ্ধে। ম্যাচটিতে ০-৪ গোলে পরাজিত হয়েছিল রেড ডেভিলসরা।

এই মুহূর্তে প্রিমিয়ার লিগে ৩৩ ম্যাচে ১৫ জয় ও ৯ ড্রয়ে ৫৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে ইংলিশ ফুটবলের ঐতিহ্যশালী এই ক্লাব। এক ম্যাচ কম খেলে ৫৭ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রয়েছে এই ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিপক্ষ আর্সেনালের।

Cristiano Ronaldo: পুত্রশোক বুকে চেপে মাঠে ফিরতে চলেছেন পর্তুগিজ মহাতারকা

ম্যাচের আগের দিন প্রাক ম্যাচ সংবাদ সম্মেলনে সি আর সেভেন-এর অনুশীলনে ফেরার কথা জানান কোচ। তাঁর কথায়, "ক্রিস্টিয়ানো আমাদের সঙ্গে অনুশীলন করেছে এবং সে ম্যাচ খেলতে প্রস্তুত।"

লন্ডনের ক্লাবটির বিপক্ষে পর্তুগিজ মহাতারকার রেকর্ডও বেশ চমকপ্রদ। সব প্রতিযোগিতা মিলিয়ে আর্সেনালের বিরুদ্ধে শেষ সাত ম্যাচে ৬ গোল করেছেন ৩৭ বছর বয়সী এই ফরোয়ার্ড। আর্সেনালের ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ক্রিস্টিয়ানো শেষ ম্যাচটি খেলেছিলেন ২০০৯ সালে। ওই ম্যাচে স্যার অ্যালেক্স ফার্গুসনের দলের হয়ে জোড়া গোল করেছিলেন তিনি।

লিগ টেবলে ম্যানচেস্টার ইউনাইটেডের যা অবস্থা তাতে প্রথম চারে শেষ করে পরবর্তী মরসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলতে হলে এই ম্যাচে জয় প্রয়োজন তাদের। কারণ লিগ যত শেষের দিকে আসবে ততই নিচের দিকের দলগুলি মরিয়া হয়ে উঠবে অবনমন বাঁচানোর জন্য। সেক্ষেত্রে তাঁদের মরিয়া লড়াই অনেক হাইপ্রোফাইল দলকেই বিপাকে ফেলবে। বৃহস্পতিবার নতুন কোচের নাম ঘোষণা করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। মরসুম শেষে ম্যান ইউ-এর দায়িত্ব নেবেন বর্তমানে অ্যাজাক্সের কোচ এরিক টেন হাগ। ২০২৫ সাল পর্যন্ত এই ডাক কোচের সঙ্গে চুক্তি করেছে ম্যানচেস্টারের ক্লাবটি। পরবর্তী এই চুক্তির মেয়াদ বাড়ানোর সুযোগও রয়েছে।

English summary
Cristiano Ronaldo is back in training and can play against Arsenal. Manchester United interim coach ralf rangnick informs that in pre match press conference.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X