For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অবসর প্রসঙ্গে মুখ খুললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, জানিয়ে দিলেন বল পায়ে আর কত দিন সবুজ মাঠে দেখা যাবে তাঁকে

অবসর প্রসঙ্গে মুখ খুললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, জানিয়ে দিলেন বল পায়ে আর কত দিন সবুজ মাঠে দেখা যাবে তাঁকে

Google Oneindia Bengali News

ফুটবলপ্রেমীদের মনে বড় প্রশ্ন আর কত দিন সবুজ ঘাসে বল পায়ে খেলতে দেখা যাবে বিশ্ব ফুটবলের সর্বকালের অন্যতম সেরা নক্ষত্র ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। সি আর ৭-এর এখন বয়স ৩৭। আগামী বছর ৩৮-এ পা রাখবেন। শরীর এখনও ২৪ বছরের যুবকের মতো রাখলেও বয়সের একটা ভার তো রয়েছেই, তার প্রভাব অল্প হলেও পড়বে। অনেকেই মনে করছেন কাতারে হতে চলা আসন্ন ফিফা বিশ্বকাপ ২০২২-এর পরই হয়তো বুট জোড়া তুলে রাখবেন কিংবদন্তি ফুটবলার। তবে, সেই সমস্ত জল্পনা নিজেই উড়িয়ে দিলেন পর্তুগিজ মহাতারকা।

অবসর প্রসঙ্গে মুখ খুললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, জানিয়ে দিলেন বল পায়ে আর কত দিন সবুজ মাঠে দেখা যাবে তাঁকে

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জানিয়ে দিয়েছেন ২০২৪ ইউরো কাপে খেলতে চান তিনি। পর্তুগিজ ফুটবল ফেডারেশন আয়োজিত কুইনাস দে উরো নামক অনুষ্ঠানে বিষয়টি নিয়ে খোলাখুলি কথা বলেছেন রোনাল্ডো। স্পষ্ট করেছেন তার ভবিষ্যৎ পরিকল্পনা। পাঁচ বারের ব্যালন ডি'ওর জয়ী রোনাল্ডো বলেছেনস "এখনও শেষ হয়নি আমার সফর। ক্রিশকে আরও কিছু দিন আপনাদের সহ্য করতে হবে।" ওই অনুষ্ঠানে ক্রিশ্চিয়ানো জানিয়েছেন তিনি ২০২৪ ইউরো কাপে অংশ নিতে চান।

২০১৬ সালে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ইউরো কাপ চ্যাম্পিয়ন করে পর্তুগালকে। ফ্রান্সকে ফাইনালে হারিয়ে দেশের হয়ে খেতাব জিতেছিলেন তিনি। পর্তুগালের জার্সিতে এখনও পর্যন্ত ১৮৯ টি ম্যাচ খেলে ১১৭টি গোল করেছেন ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদের কিংবদন্তি। ফিফা বিশ্বকাপ ২০২২ রোনাল্ডোর কেরিয়ারে দশম ফিফা টুর্নামেন্ট হতে চলেছে যেখানে দেশের জার্সিতে প্রতিনিধিত্ব করবেন তিনি।

২০২১ সালের সেপ্টেম্বর মাসেই তিনি আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতার নজির গড়েন। ইরানের আলি দায়ির করা ১০৯টি গোলের নজিরকে টপকে যান তিনি। ক্লাব পর্যায়েও ইতিমধ্যেই ৬৯৯টি গোল করে ফেলেছেন তিনি। আর একটি গোল করলে ক্লাব পর্যায়ে ৭০০টি গোল করার নজির গড়বেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

ঝুলন গোস্বামী বিদায়ী ম্যাচের আগে জানালেন আক্ষেপের কথা, মহিলাদের আইপিএলে খেলবেন? ঝুলন গোস্বামী বিদায়ী ম্যাচের আগে জানালেন আক্ষেপের কথা, মহিলাদের আইপিএলে খেলবেন?

English summary
Cristiano Ronaldo has revealed he wants to represent Portugal at Euro 2024. FIFA World Cup 2022 is going to be his 10th FIFA tournament for Portugal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X