For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অবাক করা ড্র পর্তুগালের, গোল বাতিলে ক্ষিপ্ত রোনাল্ডোর আচরণ নিয়ে প্রশ্ন

Google Oneindia Bengali News

বিশ্বকাপের যোগ্যতা অর্জনের ম্যাচে ড্র করে মাঠ ছাড়ার সময় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আচরণ নিয়ে প্রশ্ন উঠল। জোড়া গোলে এগিয়ে থেকেও শেষে ড্র করেই সন্তুষ্ট থাকতে হয় পর্তুগালকে। শেষ লগ্নে গোল বাতিলে ক্ষিপ্ত রোনাল্ডো অধিনায়কের আর্মব্যান্ড মাটিতে ছুড়ে ফেলে সাজঘরে যান। তাঁর এই আচরণ অবাক করেছে ক্রীড়ামহলকে।

এগিয়ে থেকেও ড্র

এগিয়ে থেকেও ড্র

২০২১-২২ বিশ্বকাপের যোগ্যতা অর্জনের ম্যাচে ভারতীয় সময় অনুযায়ী আজ সার্বিয়ার বিরুদ্ধে খেলতে নেমেছিল পর্তুগাল। ১১ ও ৩৬ মিনিটে গোল করে পর্তুগালকে এগিয়ে দেন দিয়োগো জোটা। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকলেও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দল দ্বিতীয়ার্ধে দুই গোল হজম করে। ৪৬ মিনিটে আলেকজান্ডার মিত্রোভিচ ও ৬০ মিনিটে ফিলিপ কস্তিচের গোলের সুবাদে ম্যাচে সমতা ফেরায় সার্বিয়া।

গোল বাতিলে ক্ষিপ্ত

গোল বাতিলে ক্ষিপ্ত

দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে রোনাল্ডোর গোল বাতিলেই শুরু বিতর্ক। রোনাল্ডোর গোলমুখী শট পরাস্ত করেছিল মার্কো মিত্রোভিচকে। জয়সূচক গোল করেছেন ভেবে সেলিব্রেশন শুরু করে দেন সিআর সেভেন। যদিও নাটকীয়ভাবে সার্বিয়ার ডিফেন্ডার স্তেফান মিত্রোভিচ বল ক্লিয়ার করে দেন। বল গোললাইন অতিক্রম করেছে বলে রিপ্লেতে স্পষ্ট দেখা গেলেও সহকারী রেফারির সিদ্ধান্তে গোল বাতিল করেন রেফারি। বিশ্বকাপের যোগ্যতা অর্জনের ম্যাচে গোললাইন টেকনোলজি বা ভার-এর সাহায্য নেওয়া যাচ্ছে না। তবে নিশ্চিত গোল বাতিলে রোনাল্ডো তীব্র প্রতিবাদ জানান। রেফারি ড্যানি মাকেলি রোনাল্ডোকে এ জন্য সতর্কিতও করেন। চূড়ান্ত বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই রোনাল্ডো অধিনায়কের আর্মব্যান্ড মাটিতে ছুড়ে ফেলে সোজা সাজঘরের দিকে হাঁটা দেন।

প্রশ্নের মুখে সিআর সেভেন

প্রশ্নের মুখে সিআর সেভেন

দেশের অধিনায়ক এভাবে অধিনায়কের আর্মব্যান্ড কীভাবে ছুড়ে ফেলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। রোনাল্ডোর এই আচরণ নিয়ে অনেকেই ক্ষুব্ধ। তবে রোনাল্ডো পরে কৃতকর্মের যুক্তি দিতে গিয়ে বলেছেন, আমার ফুটবল জীবনে দেশকে নেতৃত্ব দেওয়া অত্যন্ত গৌরবের বিষয়। আমি দেশের জন্য সব কিছু উজাড় করে দিয়েছি এবং ভবিষ্যতেও দেবো। কিন্তু কিছু কঠিন সময় আসে। আমার মনে হয়, (গোল বাতিলের ঘটনায়) আমার দেশের ক্ষতি হয়েছে। মঙ্গলবার লুক্সেমবার্গের বিরুদ্ধে খেলার আগে রোনাল্ডো আরও বলেন, মাথা তুলে দাঁড়িয়ে পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। কাম অন পর্তুগাল!

অন্য ম্যাচে

অন্য ম্যাচে

বিশ্বকাপের যোগ্যতা অর্জনের অন্য ম্যাচে স্লোভেনিয়াকে ২-১ গোলে হারিয়েছে রাশিয়া। চেক রিপাবলিকের বিরুদ্ধে ড্র করেছে বেলজিয়াম। ম্যাচের ফল ১-১। লুক্সেমবার্গ আয়ারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে অঘটন ঘটিয়েছে। লাটভিয়াকে ২-০ গোলে হারিয়েছে নেদারল্যান্ডস। বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বের খেলায় প্রথম মহিলা রেফারি হিসেবে এই ম্যাচটি পরিচালনা করেছেন স্তেফানি ফ্রাপার্ট। স্লোভাকিয়া-মাল্টা ম্যাচ ২-২ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়েছে।

English summary
Portugal Was Held By Serbia In World Cup qualifying match. Furious Cristiano Ronaldo Tore Off His Armband After His Goal Was Being Denied.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X