For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইতালিতে করোনার জের, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ছেড়ে দিতে পারে জুভেন্তাস

ইতালিতে করোনার জের, জুভেন্তাস ছাড়তে পারেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

  • |
Google Oneindia Bengali News

করোনা গ্রাসে বিশ্ব ৷ শুক্রবার বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ১৭ লক্ষের কাছে পৌঁছে গিয়েছে। সবচেয়ে আশঙ্কার বিশ্বে মৃত্যুর সংখ্যা বাড়তে বাড়তে ১ লক্ষ ছাড়াল। ভাইরাসের সংক্রমণের কারণে দীর্ঘ লকডাউনে প্রতিটি দেশের অর্থনীতিতেই ধস নেমেছে। বন্ধ খেলার দুনিয়া। ফলে খেলার জগতও বিপুল ক্ষতির মুখে পড়েছে।

ইউরোপে স্থগিত ফুটবল লিগ

ইউরোপে স্থগিত ফুটবল লিগ

চিন ছাড়িয়ে ইউরোপ যখন করোনা এপিসেন্টারে পরিণত হয়, তখন থেকেই ইউরোপে জনপ্রিয় ফুটবল লিগগুলি বন্ধ রয়েছে। স্পেনের লা-লিগা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ। জার্মানি-ইতিলার লিগগুলি দীর্ঘায়িত করে পরের পর সম্পূর্ণ করা হতে পারে। ব্রিটেনের ইংলিশ প্রিমিয়র লিগেও তালা পড়েছে। নতুন করে এবছর শুরুর সম্ভবনা কম।

বন্ধ আন্তর্জাতিক টুর্নামেন্ট

বন্ধ আন্তর্জাতিক টুর্নামেন্ট

করোনার ভয়ালে গ্রাসে ফুটবলের দুই মেগা টুর্নামেন্ট ইউরো কাপ ২০২০ ও কোপা আমেরিকা ২০২০ স্থগিত হয়ে ২০২১ সালে হবে।

ইতালির ফুটবলে বড় প্রভাব পড়তে চলেছে

ইতালির ফুটবলে বড় প্রভাব পড়তে চলেছে

ইউরোপের দেশগুলির মধ্য করোনার কারণে ইতালি সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে। ফলে পরবর্তী সময়ে এই ধাক্কা কাটিয়ে ইতালি স্বাভাবিক ছন্দে ফিরলেও সেদেশে ফুটবল আর্থিক ধাক্কা সামাল দিতে পারবে না বলে মনে করছে বিশেষজ্ঞ মহল ৷ করোনার জেরে ইতিমধ্যেই জুভেন্তাস ফুটবলারদের বেতনে কাটছাঁট হয়েছে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বেতনও ছাঁটা হয়েছে। সেক্ষেত্রে পরের মরসুমে রোনাল্ডোর মত স্টার ফুটবলারকে দলে রাখার মতো অর্থ যোগানো সমস্যায় পড়তে পারে জুভেন্তাস। ফলে জুভেন্তাসের সঙ্গে রোনাল্ডোর মধুর সম্পর্কে ছেদ পড়তে পারে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে রোনাল্ডোকে জলের দরে বিক্রি করে দিতে পারেন জুভে।

গৃহবন্দি রোনাল্ডো

ইতালিত ভাইরাসের সংক্রমণ ব্যাপক আকার নেওয়ার আগেই রোনাল্ডোদের বাড়ি ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। ক্রিশ্চিয়ানো এই মুহূর্তে পরিবারের সঙ্গে পর্তুগালে গৃহবন্দি রয়েছেন।

জুভেন্তাস কত অর্থে যোগ দিয়েছিলেন রোনাল্ডো

উল্লেখ্য ২০১৮ সালে ১০০ মিলিয়ন ইউরোর বদলে রোনাল্ডো জুভেন্তাসে যোগ দিয়েছিলেন ৷

English summary
Cristiano Ronaldo could reportedly leave Juventus after due to Covid-19 crisis
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X