For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনায় আক্রান্ত আর্সেনালের ম্যানেজার আর্টেটা, স্থগিত অস্ট্রেলিয় জিপি

করোনায় আক্রান্ত আর্সেনালের ম্যানেজার আর্টেটা, বাতিল অস্ট্রেলিয় জিপি

  • |
Google Oneindia Bengali News

প্রিমিয়ার লিগ চলাকালীনই করোনা ভাইরাসে আক্রান্ত হলেন আর্সেনালের ম্যানেজার মিকেল আর্টেটা। অন্যদিকে করোনার জেরে বন্ধ করে দেওয়া হয়েছে ফর্মুলা ওয়ান গ্রাঁ পিক্স। সব মিলিয়ে মারণ ভাইরাসে বিধ্বস্ত বিশ্ব ক্রীড়া ক্ষেত্র।

আক্রান্ত আর্টেটা

আক্রান্ত আর্টেটা

আর্সেনাল ফুটবল দলের ম্যানেজার মিকেল আর্টেটা শরীরে করোনা ভাইরাস মিলেছে। বৃহস্পতিবার আর্টেটা নিজেই একথা জানিয়েছেন। বলেছেন, বিষয়টি খুবই হতাশাজনক। তিনি এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে চান বলেও জানিয়েছেন আর্সেনালের ম্যানেজার।

দলের প্রতিক্রিয়া

দলের প্রতিক্রিয়া

এই খবরে রীতিমতো আঁতকে উঠেছে গোটা আর্সেনাল। দলের চিফ এগজিকিউটিভ পল বার্বার সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন। এই দুঃসময়ে ফ্যানদের সমর্থনও চেয়েছেন পল বার্বার। আর্সেনালের ফুটবল হেড রাউল সানলেহি জানিয়েছেন, ম্যানেজার মিকেল আর্টেটার বিষয়টি নিয়ে তিনি বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলছেন। কীভাবে এমন ঘটনা ঘটল, তাও খতিয়ে দেখা হচ্ছে।

বৈঠকে প্রিমিয়ার লিগ

বৈঠকে প্রিমিয়ার লিগ

এমন কঠিন পরিস্থিতিতে প্রিমিয়ার লিগ আয়োজন করা সম্ভব কিনা, তা ঠিক করতে আজ বৈঠকে বসছে কর্তপক্ষ। সেক্ষেত্র বিশ্বের অন্যতম প্রাচীন ফুটবল লিগ কিছুদিনের জন্য স্থগিতও করে দেওয়া হতে পারে বলে খবর। কিংবা ফাঁকা মাঠে খেলা হতে পারে বলেও খবর পাওয়া যাচ্ছে।

বন্ধ অস্ট্রেলিয় গ্রাঁ পিক্স

বন্ধ অস্ট্রেলিয় গ্রাঁ পিক্স

ফর্মুলা ওয়ান অস্ট্রেলিয় গ্রাঁ পিক্সের ম্যাকলারেন দলের এক সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আরও নয় জনের রক্তের নমুনা নেওয়া হয়েছে। ফলাফল এখনও আসেনি। এই কঠিন পরিস্থিতিতে ফর্মুলা ওয়ান অস্ট্রেলিয় গ্রাঁ পিক্সে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে কর্তপক্ষ।

English summary
Coronavirus find in Arsenal manager Mikel Arteta's body
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X