For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টিভিতে বা ইন্টারনেটে নয়, মাঠে এসে ফুটবল ম্যাচ দেখল ২৫০০ দর্শক

টিভিতে বা ইন্টারনেটে নয়, মাঠে এসে ফুটবল ম্যাচ দেখল ২৫০০ দর্শক

  • |
Google Oneindia Bengali News

করোনা পরবর্তী সময়ে ফুটবল মাঠে বল গড়ালেও দূরত্ববিধি ও ভাইরাস নিয়ে সাবধানতকার কারণে এতদিন পর্যন্ত ফুটবল মাঠে দর্শকদের প্রবেশে অনুমতি পাওয়া যায়নি। ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের একটি ম্যাচ বাদ দিলে এখনও পর্যন্ত সব ধরনের খেলাতেই মাঠে দর্শক প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। সেই বাধাই এবার ধাপে ধাপে উঠতে চলেছে।

টিভি বা ইন্টারনেটে নয়, মাঠে এসে খেলা দেখার সুযোগ

টিভি বা ইন্টারনেটে নয়, মাঠে এসে খেলা দেখার সুযোগ

এবার আর টিভিতে বা ইন্টারনেটে খেলা দেখা নয়, মাঠে এসে দর্শকরা খেলা দেখার সুযোগ পেতে চলেছেন। এর আগে জার্মানিতে বুন্দেশলিগা দিয়ে কোভিড পরবর্তী ফুটবল শুরুর দিন থেকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল, সব ম্যাচেই দর্শকদের প্রবেশে বাধা ছিল।

গ্যালারিতে বসে চিৎকার করলেন সমর্থকরা

গ্যালারিতে বসে চিৎকার করলেন সমর্থকরা

শনিবার চেলসি-ব্রাইটন ম্যাচে গ্যালারিতে বসে ম্যাচ দেখলেন সমর্থকরা। করোনাকালে অবিশ্বাস্য মনে হলেও এমনটাই ঘটেছে। এর আগে করোনা পরবর্তী সব ম্যাচে কার্ডবোর্ড দর্শক রেখে ও ফ্যানেদের রেকর্ড করা আওয়াজ শুনিয়ে ম্যাচ আয়োজন করা হয়েছে।

অক্টোবরের মধ্যে দর্শকদের মাঠে ফেরানোর ভাবনা

অক্টোবরের মধ্যে দর্শকদের মাঠে ফেরানোর ভাবনা

অক্টোবরের মধ্য়ে দর্শকদের মাঠে ফেরানো নিয়ে এফ-এর টার্গেট রয়েছে। সেই কারণেই টেস্ট ইভেন্ট হিসেবে প্রাক মরসুম প্রস্তুতিতে চেলসি বনাম ব্রাইটন ম্যাচটিতে দর্শকদের মাঠে প্রবেশে অনুমতি দেওয়া হয়।

দূরত্ব বিধি মেনেই গ্যালারিতে দর্শকদের উপস্থিতি

দূরত্ব বিধি মেনেই গ্যালারিতে দর্শকদের উপস্থিতি

দূরত্ব বিধি মেনে গ্যালারিতে প্রায় ২৫০০ হাজার দর্শক খেলা দেখেছেন। প্রিয় দলের গোল দেখার পর সিটে বলেই দূরত্ব বিধি মেনে ফ্যানেরা সেলিব্রেটও করেন। এভাবেই ফ্যানেদের সামনে পেয়ে ফুটবলাররা যেমন প্রাণ ফিরে পেলেন, ঠিক তেমনি গ্যালারিতে বসে ফুটবল দেখার সুযোগে সমর্থকরাও সন্তুষ্টি পেলেন।

 সিপিএল ২০২০: পঞ্চম জয়ের খোঁজে জুকস, প্রতিপক্ষ কারা? ভারতীয় সময় কখন ম্যাচ দেখবেন জেনে নিন সিপিএল ২০২০: পঞ্চম জয়ের খোঁজে জুকস, প্রতিপক্ষ কারা? ভারতীয় সময় কখন ম্যাচ দেখবেন জেনে নিন

English summary
Corona In Football: Premier League fans returns, 2500 supporters watch Brighton vs Chelsea match
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X