For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের ফুটবল দুনিয়ায় করোনার থাবা, এবার ফিফার ঘরে কোভিড সংকট

ফের ফুটবল দুনিয়ায় করোনার থাবা, এবার ফিফার ঘরে কোভিড সংকট

  • |
Google Oneindia Bengali News

ফের ফুটবলদুনিয়ায় করোনা থাবা। চলতি সপ্তাহে ব্রাজিলের বিশ্বকাপ জয়ী প্রাক্তন ফুটবলার রোনাল্ডিনহো করোনা ভাইরাসে আক্রান্ত হন। ফুটবল ফ্যানেদের কাছে সেই খবরের রেশ কাটতে না কাটতে বিশ্বফুটবলে ফের কোভিড সংক্রমিত হওয়ার খবর। এবার ফিফার ঘরে ভাইরাস সংকট।

ফিফার ঘরে করোনা থাবা

ফিফার ঘরে করোনা থাবা

এবার করোনা ভাইরাসে আক্রান্ত হলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। ফুটবলের আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থার তরফে এখবর জানানো হয়েছে।

আপাতত আইসোলেশন, এখনই হাসপাতালে ভর্তি নয়

আপাতত আইসোলেশন, এখনই হাসপাতালে ভর্তি নয়

ফিফার পক্ষ থেকে জানানো হয়, ৫০ বছর বয়সী ইনফান্তিনোর হালকা উপসর্গ রয়েছে। শরীরে সামান্য উপসর্গ থাকার কারণে এখনই ইনফান্তিনোকে তাই হাসপাতালে ভর্তি করানো হয়নি। আপাতত তিনি সেল্ফ আইসোলেশনে রয়েছেন। অন্ততপক্ষে ১০ দিন তিনি কোয়ারান্টাইনে থাকবেন।

সচেতন থেকেও সংক্রমণের গ্রাসে রোনাল্ডো থেকে রোনাল্ডিনহো

সচেতন থেকেও সংক্রমণের গ্রাসে রোনাল্ডো থেকে রোনাল্ডিনহো

প্রসঙ্গত আন্তর্জাতিক ফুটবলমহলে এটাই প্রথম করোনা হানা নয়, চলতি মাসেই ফুটবল গ্রহের বর্তমান ও প্রাক্তন দুই মহাতারকা পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও ব্রাজিলের রোনাল্ডিনহো কোভিড ১৯ ভাইরাসে সংক্রমিত হয়েছেন। বর্তমান ফুটবল তারকাদের মধ্য়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ছাড়া পল পোগবা, ইব্রাহিমোভিচের মতো তারকা ফুটবলাররাও করোনা সংক্রমিত হয়েছেন।

ইউরোপে করোনার দ্বিতীয় ঢেউ

ইউরোপে করোনার দ্বিতীয় ঢেউ

প্রসঙ্গত ইউরোপের বিভিন্ন দেশে এখন করোনার দ্বিতীয় ঢেউ দেখা দিচ্ছে। ফিফার হেডকোয়ার্টার ইউরোপের শহর সুইজারল্যান্ডে গত শুক্রবার থেকে ২৩ হাজারেরও বেশি মানুষের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। তাঁদের মধ্য়ে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো একজন।

আইপিএলে কেকেআর ও সিএসকে-র লড়াই হাড্ডাহাড্ডি হয়েছে যে যে ক্রিকেটারের দৌলতেআইপিএলে কেকেআর ও সিএসকে-র লড়াই হাড্ডাহাড্ডি হয়েছে যে যে ক্রিকেটারের দৌলতে

English summary
Corona in Football: FIFA president Gianni Infantino tests positive for coronavirus
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X