For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার কারণে ম্যারাথন লকডাউন! বিশেষভাবে সক্ষম মোহনবাগান সমর্থককে সাহায্য

করোনার কারণে ম্যারাথন লকডাউন! বিশেষভাবে সক্ষম মোহনবাগান সমর্থককে সাহায্য

  • |
Google Oneindia Bengali News

করোনার জেরে দেশে লকডাউন দীর্ঘায়িত হয়েছে। ৩ মে পর্যন্ত দ্বিতীয় দফার লকডাউন ছিল। যা এখন দীর্ঘায়িত হয়ে ১৭ মে পর্যন্ত করা হয়েছে। দেশে আক্রান্তের সংখ্যা প্রায় ৫০ হাজারে পৌঁছনোয় আগামী দিনে এই লকডাউনের মেয়াদ আরও বাড়তে পারে। সেক্ষেত্রে রুটি-রুজি বন্ধের কারণে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের নাভিশ্বাস ওঠার অবস্থা।

বিশেষভাবে সক্ষম এক মোহনবাগান সমর্থককে সাহায্য

বিশেষভাবে সক্ষম এক মোহনবাগান সমর্থককে সাহায্য

দীর্ঘ লকডাউনের কারণে দৈনন্দিন খাদ্য সামগ্রী জোগাড়েও অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে অনেককেই। এই পরিস্থিতিতে এবার বিশেষভাবে সক্ষম এক মোহনবাগান সমর্থককে সাহায্যের হাত বাড়িয়ে দিল বাগুইহাটি বইমেলা কমিটি।

ময়দানের পরিচিত মুখ

ময়দানের পরিচিত মুখ

করোনা সংক্রমণ আটকাতে ম্যারাথন লকডাউন চলছে ভারতে। ২৫ মার্চ থেকে দেশে লকডাউন শুরু হয়েছে। এই অবস্থায় বিশেষ ভাবে সক্ষম এক মোহনবাগান সমর্থক করোনা লকডাউনে খাবার সংগ্রহে বেশ সমস্যায় পড়তে হয়েছিল। ময়দানের পরিচিত মুখ কমলেশ উপাধ্যায়। ক্লাবের খেলা থাকলে প্রতিকূলতাকে হার মানিয়ে খেলা দেখতে আসেন কমলেশ।

ম্যারাথন লকডাউনে সমস্যায় পড়েছিলেন

ম্যারাথন লকডাউনে সমস্যায় পড়েছিলেন

কিন্তু এই লকডাউনের প্রতিকূল পরিস্থিতিতে অসুবিধেয় পড়েছিলেন।লকডাউন সীমিত দোকানে খাবার মিলছে, সেই সঙ্গে আর্থিক সংস্যাও রয়েছে। তাঁর পাশে এবার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বাগুইআটি বইমেলা কমিটি।

বাগান সমর্থকের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়

বাগান সমর্থকের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়

মোহনবাগানের কার্যকরী কমিটির সদস্য সোমেশ্বর বাগুই বাগুইহাটি বইমেলা কমিটির তরফ থেকে কমলেশ উপাধ্যায়ের হাত খাদ্যসাগ্রহী তুলে দেন।

English summary
Corona crisis in sports: mohun bagan official helped a handicap green and maroon supporter during lockdown
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X