For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা পরবর্তী ফুটবলে কেন সান্তিয়াগো বার্নাব্যুতে নামবে না রিয়াল মাদ্রিদ

করোনা পরবর্তী ফুটবলে কেন সান্তিয়াগো বার্নাব্যুতে নামবে না রিয়াল মাদ্রিদ

  • |
Google Oneindia Bengali News

করোনায় বিশ্ব জুড়ে থরহরি কম্প পরিস্থিতি। স্পেনে চলতি সপ্তাহে ১১ জুন ফুটবল মাঠে বল গড়াতে চলেছে। মাঠে ফুটবল ফিরলেও রিয়াল মাদ্রিদ কিন্তু এই মরসুমের বাকি ম্যাচ সান্তিয়াগো বার্নাব্যুতে খেলবে না।

রিয়ালের নতুন মাঠ

রিয়ালের নতুন মাঠ

লা-লিগায় রিয়াল মাদ্রিদের বাকি থাকা ১১ ম্যাচের ছয়টি ম্যাচ বেল-বেঞ্জেমারার নিজেদের ঘরের মাঠে খেলতে চলেছে। তবে এবার সান্তিয়াগো বার্নাব্যু না, নতুন একটি মাঠকে হোম স্টেডিয়াম করে খেলবে স্প্যানিশ জায়ান্টরা।

মাঠ সংস্কার

মাঠ সংস্কার

করোনার মাঝে ফুটবলে ছুটির কারণে রিয়াল মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যুর নতুন স্টেডিয়াম তৈরির কাজ চলছিল। গত আড়াই মাসে কোনও খেলা না থাকায় প্রায় ৫০ শতাংশ কাজ বেশি হয়েছে। পরবর্তী সময় নবরূপে আসছে চলেছে সান্তিয়াগো বার্নাব্যু।

ব়্যামোসের অবসরের উপযুক্ত ক্ষেত্র

ব়্যামোসের অবসরের উপযুক্ত ক্ষেত্র

২০০৫ সাল থেকে ২০২০! দীর্ঘ সময় রিয়াল মাদ্রিদের দুর্গ সামলেছেন সার্জিও ব়্যামোস। অধিনায়ক হিসেবে দলকে টানা তিনবার চ্যাম্পিয়ন্স লিগ দিয়েছেন। বার্নাব্যুর নতুন স্টেডিয়ামে সেই ব়্যামোসের অবসর হতে পারে।

২০২১ সালে সম্ভবত ব়্যামোসের অবসর

২০২১ সালে সম্ভবত ব়্যামোসের অবসর

২০২১ সাল পেরিয়ে ব়্যামোসের সঙ্গে রিয়াল মাদ্রিদের চুক্তি নবীকরণ হওয়ার সম্ভাবনা কম। ব়্যামোসের বয়স ৩৪। তাঁর ভাই জানিয়েছেন, নতুন সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে বুটজোড়া তুলে রাখার জন্য ব়্যামোসের সেরা সময় হতে পারে।

১৯৯২-এর স্মৃতি উস্কে সৌরভের নিয়মনিষ্ঠা সংক্রান্ত বিতর্ক নিয়ে সরব প্রাক্তন ভারত অধিনায়ক১৯৯২-এর স্মৃতি উস্কে সৌরভের নিয়মনিষ্ঠা সংক্রান্ত বিতর্ক নিয়ে সরব প্রাক্তন ভারত অধিনায়ক

English summary
Construction work at Santiago Bernabeu, real madrid will play post Corona Football in other stadium
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X