For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Euro 2020 : রোনাল্ডোর জন্য একদিনে কোকাকোলার ক্ষতি ৩৩ হাজার কোটি টাকা

Euro 2020 : রোনাল্ডোর জন্য একদিনে কোকাকোলার ক্ষতি ৩৩ হাজার কোটি টাকা

  • |
Google Oneindia Bengali News

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর এক সাংবাদিক বৈঠকের জন্য কোকাকোলার (Coca Cola) ক্ষতি হল ৩৩ হাজার কোটি টাকা। হাঙ্গেরির বিরুদ্ধে ম্যাচ শুরুর আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সামনে রাখা ওই সংস্থার পরিচিত ও জনপ্রিয় নরম পানীয়ের দুটি বোতল সরিয়ে দেন পর্তুগিজ তারকা। পরিবর্তে জলের বোতল সামনে রেখে রোনাল্ডো যে বার্তা দেন, তাতেই একদিন কোকাকোলার অত পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে বলে জানানো হয়েছে।

Euro 2020 : রোনাল্ডোর জন্য একদিনে কোকাকোলার ক্ষতি ৩৩ হাজার কোটি টাকা

মঙ্গলবার বুদাপেস্টে ইউরো কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে হাঙ্গেরিকে ৩-০ গোলে হারিয়ে দেয় পর্তুগাল। দুটি গোল করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সেই ম্যাচ শুরুর আগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন সিআর সেভেন। সেখানেই নিজের সামনে কোকাকোলার দুটি বোতল রাখা দেখে তিনি বিরক্ত হন। ফলে রোনাল্ডো ওই বোতল দুটির স্থান পরিবর্তন করেন। পরিবর্তে জলের বোতল হাতে তুলে তিনি বলেন 'Agua', পর্তুগিজ ভাষায় যার অর্থ জল। কারও বুঝতে অসুবিধা হয়নি যে নরম পানীয় ছেড়ে তিনি সবাইকে জল খাওয়ার পরামর্শ দিচ্ছেন। তিনি নিজেও যে সফট ড্রিংকস খান না, তা আগেই জানিয়েছিলেন ইউরো কাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর এই আচরণে কোকাকোলার শেয়ার এক ধাক্কায় ১.৬ শতাংশ পড়ে গিয়েছে বলে এক সংবাদমাধ্যমের তরফে জানানো হয়েছে। ২৮২ বিলিয়ন মার্কিন ডলারের নরম পানীয়ের সংস্থা এক ধাক্কায় নেমে ২৩৮ বিলিয়নে পৌঁছে গিয়েছে। তাতে যে ওই সংস্থা মোটেই সন্তুষ্ট নয়, তা তারা উয়েফাকে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে বলে খবর। রোনাল্ডোর ওই সাংবাদিক বৈঠকটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নেটিজেনদের একাংশ ফুটবলারের চিন্তা ভাবনার প্রশংসা করেছে। অন্য অংশের মতে কোনও কিছু না ভেবেই এই কাজ করেছেন সিআর সেভেন। ফলে এই ক্ষতির জন্য সিআর সেভেনকে কাঠগড়ায় তোলা উচিত নয়।

ইউরো কাপ ২০২০-এর সরকারি স্পনসর হল কোকাকোলা। ২০১৯ সালের ইউরোপীয় ফুটবল নিয়ামক সংস্থা উয়েফার সঙ্গে নন অ্যালকোহলিক পানীয় সংস্থা চুক্তিবদ্ধ হয়। ফলে বিশ্বের অন্যতম জনপ্রিয় টুর্নামেন্টে নিজেদের ব্র্যান্ডকে তুলে ধরার মোক্ষম সুযোগ পেয়েছে কোকাকোলা। কিন্তু ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আচরণে তাদের মসৃণ পথচলা ধাক্কা খেল বলে মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা।

English summary
Coca Cola loss $4 Billion for Cristiano Ronaldo's pre match press conference
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X