For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ব্রাজিল থেকে চ্যাম্পিয়ন্স লিগ, ফুটবল মাঠে ঢুঁসো ফের আলোচনার কেন্দ্রে! দেখুন ভিডিও

  • |
Google Oneindia Bengali News

ফের ফুটবল মাঠে ঢুঁসো মারার ঘটনা। এমনকী স্টেডিয়ামের টানেলেও। গণ্ডগোল চলাকালীন ফুটবলারের চুল ধরেও টেনে দিলেন প্রতিপক্ষ দলের ফুটবলার। ব্রাজিলের স্থানীয় ফুটবল ম্যাচ থেকে শুরু করে এই ধরনের অপ্রীতিকর ঘটনা দেখা গেল চ্যাম্পিয়ন্স লিগেও। এমনকী কড়া পদক্ষেপের পথেই হাঁটতে চলেছে উয়েফা।

ব্রাজিলে গত রবিবার ক্যাম্পেওনাতো ক্যাপিক্সাভার ম্যাচ চলছিল দেপোর্তিভো ফেরোভিয়ারিয়া ও নোভা ভেন্সিয়ার মধ্যে। সেই ম্যাচেই মহিলা সহকারী রেফারিকে ঢুঁসো মেরে বিতর্কে দেপোর্তিভোর ম্যানেজার রাফায়েল সোরিয়ানো। খেলার বিরতির বাঁশি বাজার সময় রেফারির সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে মাঠের ভিতর ঢুকে পড়েন তিনি। সে কারণে তাঁকে প্রথমে হলুদ কার্ড দেখানো হয়। উত্তপ্ত বাক্যবিনিময় চলাকালীন পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন মহিলা সহকারী রেফারি মার্সিয়েলি নেত্তো। সোরিয়ানো তাঁকে আচমকাই ঢুঁসো মেরে বসেন। নাকে আঘাত লাগায় ঘটনার আকস্মিকতায় ওই মহিলা সহকারী রেফারি নাকে হাত দিয়ে কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন। সোরিয়ানোকে সঙ্গে সঙ্গে লাল কার্ড দেখানো হয়। সোরিয়ানোকে ছাঁটাইও করে দেয় ওই ক্লাব। রেফারির কাছে ক্ষমাও চাওয়া হয়েছে ক্লাবের তরফে।

ফুটবল মাঠে ঢুঁসো ফের আলোচনার কেন্দ্রে! দেখুন ভিডিও

গতকাল চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি সাক্ষাতে আতলেতোকো মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির ম্যাচ গোলশূন্যভাবে শেষ হয়। গোলপার্থক্যে পরের রাউন্ডে পৌঁছে যায় ম্যান সিটি। এই ম্যাচ শেষ হতেই দুই দলের খেলোয়াড়রা মাঠেই গণ্ডগোলের মধ্যে জড়়িয়ে পড়েন। যার রেশ পৌঁছায় টানেল দিয়ে সাজঘরে ফেরার সময়ও। যার জেরে স্প্যানিশ চ্যাম্পিয়নদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করতে পারে উয়েফা। সেন্টার ব্যাক ফিলিপ দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ফিল ফডেনের দিকে তেড়ে যান স্তেফান সাভিচ। দুই দলের ফুটবলার ও সাপোর্ট স্টাফরা গণ্ডগোলে জড়িয়ে পড়েন। টিভি রিপ্লেতে দেখা গিয়েছে সাভিচ রাহিম স্টার্লিংকে মাথা দিয়ে ঢুঁসো মারতে যান। যা লাল কার্ড দেখার মতো অপরাধ। এমনকী জ্যাক গ্রিলিশের চুল ধরেও টানেন তিনি। তবুও হলুদ কার্ড দেখে পার পান সাভিচ।

এরপর ড্রেসিংরুমে ফেরার সময় টানেলেও তিনি গ্রিলিশের সঙ্গে ঝামেলায় জড়ান। ঢুঁসো মারার চেষ্টা বা চুল ধরে টানার বিষয়টি রেফারি বা ভিডিও সহকারী রেফারির দৃষ্টি এড়িয়ে গেলেও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই পরিস্থিতিতে উয়েফা রেফারির রিপোর্টের অপেক্ষায় থেকে পরবর্তী পদক্ষেপ স্থির করতে চলেছে। ফুটবল মাঠে অনভিপ্রেত এই ঘটনা মনে করাচ্ছে জিনেদিন জিদানের ঢুঁসোকেও।

English summary
Coach Headbutts Lineswoman In Brazil During A Soccer Match. Atletico Madrid And Man City Players Clashed On And Off The Field During Champions League Quarter Final.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X