For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিনোদ রাইয়ের বোমা, সুপ্রিম নির্দেশ মানছে না বোর্ড

কমিটি অফ অ্যাডমিনিসট্রেটর বেজায় অখুশি। নিজেদের চতুর্থ রিপোর্টে বিসিসিআইয়ের অসহযোগিতা নিয়ে মুখ খুলেছেন তাঁরা। 

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

বেজায় চটেছেন বিনোদ রাই। কমিটি অফ অ্যাডমিনিসট্রেটরের প্রধান বিনোদ রাই নিজের সাম্প্রতিক রিপোর্টে নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন। এই নিয়ে নিজেদের চতুর্থ রিপোর্ট দিল কমিটি অফ অ্যাডমিনিসট্রেটর বা সিওএ। ১৪ জুলাই সুপ্রিম কোর্টে জমা পড়বে সেই রিপোর্ট।[আরও পড়ুন:সৌরভকে নিয়ে মুখ খুললেন রবি শাস্ত্রী, কী বললেন তিনি]

লোধা কমিশনের প্রস্তাব অনুসারে সুপ্রিম কোর্ট নিজেদের নির্দেশনামায় বেশ কিছু পদাধিকারীর অপসারণের নির্দেশ দিয়েছিল। বিনোদ রাই নিজের রিপোর্টে ক্ষোভ প্রকাশ করে বলেছেন সর্বোচ্চ আদালতের নির্দেশ সঠিকভাবে মানছে না বিসিসিআই। ২ জানুয়ারি জানিয়ে দেওয়া হয়েছিল যাঁরা নতুন নিয়মে পদ হারিয়েছেন তাঁদের সঙ্গে কোনওভাবেই যোগাযোগ রাখতে পারবে না বিসিসিআইয়ের অধীনস্থ কোনও রাজ্য সংস্থাও। কিন্তু পদ ছেড়ে দিলেও সেইসব রাজ্য সংস্থার সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন অপসৃত পদাধিকারীরা। এমনকি বিশেষ সাধারণ সভায় তাঁরা উপস্থিতও থাকছেন। ফলে সুপ্রিম কোর্টের নির্দেশে তাঁরা সরাসরি যেটা করতে পারবেন না সেটাই ঘুরিয়ে করছেন। নিজেদের মত করে পরোক্ষ ভাবে সংস্থাকেও চালানোর চেষ্টা করছেন। এমনটাই দাবি বিনোদ রাইয়ের।

বিনোদ রাইয়ের বোমা, সুপ্রিম নির্দেশ মানছে না বোর্ড

এরই উদাহরণ হিসেবে এন শ্রীনিবাসনের উল্লেখ করেছেন সিওএ প্রধান বিনোদ রাই। ২৬ জুনে বোর্ডের বিশেষ সাধারণ সভায় হাজির ছিলেন এন শ্রীনিবাসন। পেরাম্বালুর ডিস্ট্রক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশানের মুখপাত্র হিসেবে হাজির ছিলেন তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশানের প্রাক্তন প্রেসিডেন্ট। এরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে সুপ্রিম কোর্টের নির্দেশ বিরোধী কাজ করে চলেছে এটাও অভিযোগ বিনোদ রাইয়ের।

সরাসরিভাবে বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ অনিরুদ্ধ চৌধুরির বিরুদ্ধেও মুখ খুলেছেন বিনোদ রাই। তাঁর সাফ বক্তব্য, 'সব কিছু জেনেও অনিরুদ্ধ চৌধুরি পুরোপুরি বোবা- কালার মত বসে আছেন। সুপ্রিম কোর্ট যে পরিবর্তনের কথা বলছে তা বাস্তবায়িত করার সাহস তাঁর নেই।'

English summary
COA is not happy with BCCI official for not following sc order
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X