For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ক্লাব বিশ্বকাপ জিতে রেকর্ড করল রিয়াল মাদ্রিদ! সোলারিকে প্রথম ট্রফি দিলেন মদ্রিচ


 লুকা মদ্রিচের দুর্দান্ত গোলে আল-আইনকে পরাজিত করে প্রথম ক্লাব হিসেবে রিয়াল মাদ্রিদ পর পর তিন বছর ক্লাব বিশ্বকাপ জিতল।

  • |
Google Oneindia Bengali News

কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার দিন কয়েকের মধ্যেই প্রথম ট্রফিটি জিতে নিলেন সান্তিয়াগো সোলারি। শনিবার আবু ধাবিতে স্থানীয় আল আইন ক্লাবকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়ে এই নিয়ে পর পর তিনবার বিশ্বকাপ জিতে রেকর্ড করলো রিয়াল মাদ্রিদ। সেই সঙ্গে মোট চারবার এই ট্রফি জিতে ছাপিয়ে গেল চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকেও।

২০১৮ সালটা দুর্দান্ত গেল লুকা মদ্রিচের। বিশ্বকাপে সোনার বল, ব্যালন ডি'ওর, ফিফার বর্ষসেরা ফুটবলার জেতার পর, ক্লাব বিশ্বকাপের ফাইনালে একটি দুর্দান্ত গোল এল তাঁর পা থেকে। ২৫ গজ দূর থেকে পোস্টের বাঁকোনা দিয়ে জমি ঘেসা শটে গোল করেই রিয়াল মাদ্রিদের গোলের খাতা খুলে দিয়েছিলেন তিনি। হাকি গোল গুলি করেছেন লোরেন্তে, রামোস ও ইয়াহিয়া নাদের। আল আইনের একি গোল অফসাইডের জন্য বাতিল হয়। তাদের স্বান্ত্বনা গোলটি আসে সুকাসা শিওতানির হেড থেকে।

নিশ্চিন্ত সোলারি

নিশ্চিন্ত সোলারি

ট্রফি জিতলেও এই ম্য়াচেও সোলারির দল বেশ কিছু ভুল করেছে। তাদের রক্ষণে তো বেশ কিছু ফাঁক ফোকর দেখা গিয়েছে। আরও শক্ত প্রতিদ্বন্দ্বীর সামনে পড়লে তা আরও উন্মুক্ত হয়ে পড়বে। তবে এই ট্রফি অন্তত কিছুদিন নিশ্চিন্ত রাখবে সান্তিয়াগো সোলারিকে।

ফর্মের তুঙ্গে মদ্রিচ

ফর্মের তুঙ্গে মদ্রিচ

রোনাল্ডো-মেসি সর্বকালের সেরা ফুটবলারদের তালিকায় থাকতে পারেন, কিন্তু ২০১৮ সালটা লুকা মদ্রিচের। তিনি যাই স্পর্শ করছেন, তাতেই সোনা ফলছে। ক্লাব বিশ্বকাপের ফাইনালেও শুধু ওই একটি গোল করাই নয়, রামোসের গোলটিও এসেছে তাঁর মাপা ক্রসেই। এছাড়া তাঁর আরও একটি গোলমুখি ভলি কোনওক্রমে বাঁচান আল আইন গোলরক্ষক।

চিন্তায় রাখলেন বেঞ্জিমা

চিন্তায় রাখলেন বেঞ্জিমা

রোনাল্ডোর অনুপস্থিতিতে রিয়াল মাদ্রিদে গোল করার জন্য আরও বেশি সক্রিয় ভূমিকা নেবেন বেঞ্জিমা, এমনটাই আশা করা হয়েছিল। কিন্তু, শনিবারের ফাইনালেও ভাস্কেজের ক্রস থেকে যেভাবে গোল মিস করলেন, তাতে সোলারি চিন্তায় পড়বেন। লা লিগায় এই মরসুমে ৬ টি গোল করতে পেরেছএন বেঞ্জিমা। এদিনের ম্য়াচে মদ্রিচের গোলের সময় তিনিই ফাঁকায় বল বাড়িয়েছিলেন ঠিকই, কিন্তু রিয়াল তাঁকে রেখেছে গোল করার জন্য, করানোর জন্য নয়।

English summary
Luka Modric's wonderful goal helped Real Madrid to beat Al Ain to become the first team to win the Club World Cup three years in a row.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X