For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বকাপের আগে মেসিকে বেনজির আক্রমণ, জার্সি এবং ছবি জ্বালিয়ে দেওয়ার হুমকি

ইজরায়েলের বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচে অংশ নিলে মেসির জার্সি এবং ছবি জ্বালানোর বার্তা সমর্থকদের উদ্দেশ্যে দিলেন প্যালেস্তাইন ফুটবল অ্যাসোসিয়েশানের প্রধান জিব্রিল রাজৌব।

Google Oneindia Bengali News

১৬ জুন আইসল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করছে আর্জেন্টিনা। তার ঠিক এক সপ্তাহ আগে ইজরায়েলের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা জর্জে সাম্পাওলির দলের। আর এই ফ্রেন্ডিল ম্যাচকে কেন্দ্র করেই তৈরি হয়েছে বিতর্ক। ম্যাচটি হওয়ার কথা ৯ জুন জেরুজালেমের টেডি স্টেডিয়ামে। কিন্তু এই ম্যাচে মেসিকে আসতে বারণ করলেন প্যালেস্তাইন ফুটবল অ্যাসোসিয়েশানের প্রধান জিব্রিল রাজৌব।
তিনি মেসির উদ্দেশ্যা বার্তা দিয়ে বলেন, 'মেসি ভালবাসা এবং শান্তির প্রতীক। মেসিকে বলতে চাই এই ম্যাচ খেলতে ইজরায়েলে আসবেন না। আমি আশাকরি আর্জেন্টিনার ফুটবল প্রশাসন বিষয়টিকে বিবেচনা করে দেখবে।'

বিশ্বকাপের আগে মেসিকে বেনজির আক্রমণ, জার্সি এবং ছবি জ্বালিয়ে দেওয়ার হুমকি

কিন্তু একান্তই যদি মেসি খেলেন ইজরায়েলে, সেই বিষয়েও হুঙ্কার ছেড়ে রেখেছেন প্যালেস্তাইন ফুটবল অ্যাসোসিয়েশানের প্রধান। তিনি সমগ্র আরব এবং মুসলিম সমর্থকদের উদ্দেশ্য জানান যদি মেসি ইজরায়েলের বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচে অংশ নেয়, তাহলে যেন জ্বালালিয়ে দেওয়া হয় বার্সেলোনা সুপারস্টারের জার্সি এবং পোস্টার বা ছবি। তিনি বলেন, 'মেসি একটা বড় চরিত্র, তাই আমরা ব্যক্তিগতভাবে ওকেই নিশানা করছি। আমাদের বার্তা সকলের উদ্দেশ্যে যে মেসি খেললে যেন তাঁর জার্সি এবং ছবি জ্বালানো হয়। তবে আমরা আশা করি মেসি আসবে না এই ম্যাচে।'

কিন্তু কী কারণে হঠাৎ এই বার্তা রাজৌবের? কেনই বা ম্যাচে মেসি উপস্থিত থাকলে তাঁর জার্সি এবং ছবি জ্বালানোর বার্তা দিলেন প্যালেস্তাইন ফুটবল অ্যাসোসিয়েশানের প্রধান?
এরও ব্যখ্যা নিজের মতো করেই দিয়েছেন রাজৌব। তিনি বলেন, 'ফিফা ক্রমতালিকায় ৯৮ নম্বর স্থানে থাকা ইজরায়েল এই ম্যাচটিকে কেন্দ্র করে রাজনৈতিক সুবিধা তোলার চেষ্টা করছে। এবং ফ্রেন্ডলি ম্যাচ হলেও রাজনৈতিক অস্ত্র হিসেবেই এই ম্যাচকে ব্যবহার করতে চায় ইজরায়েল।'
এখন দেখার শেষ পর্যন্ত প্যালেস্তাইনের হুঙ্কারে কী সিদ্ধান্ত নেন মেসি!

English summary
Chief of Palestinian football federation called on sports fans to burn photos and T-shirts of Lionel Messi, if he attends a friendly match between Argentina and Israel.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X