For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বেঙ্গালুরু এফসিকে হারিয়ে আইএসএলের শীর্ষে মুম্বই সিটি এফসি, ফের পেনাল্টি মিস সুনীলের

  • |
Google Oneindia Bengali News

সুনীল ছেত্রীর পেনাল্টি মিসের খেসারত দিয়ে আইএসএলে গতবারের চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসির কাছে পরাস্ত বেঙ্গালুরু এফসি। প্রথমার্ধ ১-১ গোল থাকার পর দ্বিতীয়ার্ধে সুনীল ছেত্রীর দল আরও দুটি গোল হজম করল। এই জয়ের সুবাদে ৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে লিগশীর্ষে পৌঁছে গেল মুম্বই সিটি এফসি। চার ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানেই রইল বেঙ্গালুরু এফসি।

বেঙ্গালুরু এফসিকে হারিয়ে আইএসএলের শীর্ষে মুম্বই সিটি এফসি, ফের পেনাল্টি মিস সুনীলের

এদিনের ম্যাচের প্রথমার্ধই ছিল বেশি জমজমাট। দুই দলই গোলের জন্য শুরু থেকেই মরিয়া ছিল। ৮ মিনিটের মাথায় মুর্তাদা ফলের সঙ্গে বল দখলের লড়াইয়ে গিয়ে অ্যালান কোস্টার হাতে বল লাগলে পেনাল্টি পায় মুম্বই সিটি এফসি। ইগর আঙ্গুলো ৯ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে মুম্বই সিটি এফসিকে এগিয়ে দেন। ২০ মিনিটে ক্লেইটন সিলভা সেট পিস থেকে গোল করে বেঙ্গালুরু এফসিকে সমতায় ফেরান। দুই দলই হাই প্রেসিং ফুটবল খেলতে থাকায় একাধিক গোলের সুযোগ তৈরি হয়েছিল। তবে সুবর্ণ সুযোগটি নষ্ট করেন বেঙ্গালুরু অধিনায়ক সুনীল ছেত্রী। মন্দার দেশাই বক্সে এডমান্ড লালরিনডিকাকে অবৈধভাবে বাধা দিলে পেনাল্টি পায় বেঙ্গালুরু। কিন্তু চলতি আইএসএলে দ্বিতীয়বার পেনাল্টি মিস করলেন ছেত্রী। ডান হাত দিয়ে বিশ্বমানের সেভ করেন মহম্মদ নওয়াজ। প্রথমার্ধে খেলার ফল ছিল ১-১।

বেঙ্গালুরু এফসিকে হারিয়ে আইএসএলের শীর্ষে মুম্বই সিটি এফসি, ফের পেনাল্টি মিস সুনীলের

দ্বিতীয়ার্ধেও বেশ কিছু সুযোগ তৈরি করেও কাজে লাগাতে ব্যর্থ হয় বেঙ্গালুরু। ৫৪ মিনিটে মুম্বই সিটি এফসিকে এগিয়ে দেন মুর্তাদা ফল। অ্যালান কোস্টার ভুলে ফ্রি কিক আদায় করে নিয়েছিল মুম্বই। আহমেদ জাহোউর ক্রসে মাথা ছুঁইয়ে ৫৪ মিনিটে গোল করেন ফল। সুনীল ছেত্রীরা গোল শোধের মরিয়া লড়াই চালালেও কাজের কাজ করতে পারেননি। এর মধ্যে সুনীল হলুদ কার্ডও দেখেন। খেলা যতই শেষের দিকে এগোতে থাকে ততই ম্যাচ থেকে হারিয়ে যেতে থাকে বেঙ্গালুরু। আর এরই ফাঁকে বেঙ্গালুরু এফসিকে ম্যাচ থেকেই ছিটকে দেন সুপার সাব ইগর কাতাতাউ, ৮৫ মিনিটের মাথায় মুম্বই সিটির তৃতীয় গোলটি করেন তিনি।

গতবারের চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি এফসি গোয়াকে ৩-০ গোলে হারিয়ে আইএসএল অভিযান শুরু করে। তবে পরবর্তী ম্যাচে মুম্বইকে ৩-১ গোলে হারিয়ে দেয় হায়দরাবাদ এফসি। যদিও এটিকে মোহনবাগানের বিরুদ্ধে ৫-১ গোলে হারিয়ে ফের জয়ের সরণিতে ফেরে মুম্বই সিটি এফসি। অন্যদিকে, নর্থইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে ৪-২ গোলে জয় দিয়ে এবারের আইএসএল অভিযান শুরু করেছিল বেঙ্গালুরু এফসি। যদিও পরের ম্যাচেই ওডিশা এফসির কাছে ১-৩ গোলে হেরে যান সুনীল ছেত্রীরা। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ৮০ মিনিটে আশিক কুরুনিয়ানের গোলে বেঙ্গালুরু এফসি এগিয়ে গেলেও তিনিই আত্মঘাতী গোল করায় ১ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় বেঙ্গালুরুকে।

English summary
Mumbai City Beat Bengaluru FC By 3-1 To Claim The Top Spot Of ISL Points Table. BFC Captain Sunil Chhetri Misses Penalty For The Second Time In The Ongoing ISL.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X