For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শেষ পর্যন্ত ধরে রাখা গেল না, সৌরভহীন ইস্টবেঙ্গল

শেষ পর্যন্ত ধরে রাখা গেল না, সৌরভহীন ইস্টবেঙ্গল

Google Oneindia Bengali News

দুই বছরের চুক্তিতে চেন্নাইয়িন এফসি'তে সই করলেন ২০২০-২১ এবং ২০২১-২২ আইএসএল-এ ইস্টবেঙ্গলের জার্সিতে খেলা সৌরভ দাস। মরসুম শেষে চেন্নাইয়িনের টার্গেটে ছিলেন সৌরভ। অবশেষে পাকাপাকি ভাবে তাঁকে সই করিয়ে নিল দুই বারের আইএসএল চ্যাম্পিয়নরা। সৌরভের মতোই চেন্নাইয়িন ইতিমধ্যে সই করিয়েছে গত আইএসএল-এ ইস্টবেঙ্গলের একমাত্র উজ্জ্বল নক্ষত্র মহম্মদ রফিককে।

শেষ পর্যন্ত ধরে রাখা গেল না, সৌরভহীন ইস্টবেঙ্গল

আসন্ন আইএসএল-এ দল গঠনের ক্ষেত্রে বাংলার ফুটবলারদের উপর প্রধান ভরসা রাখছে চেন্নাইয়িন। অভিষেক বচ্ছন- ভিটা দানির দল এখনও পর্যন্ত ১১জন বাঙালি ফুটবলারকে সই করিয়েছেন। এই সংখ্যাটা আরও বাড়বে। চেন্নাইয়িন অধিনায়ক অনিরুদ্ধ থাপা এবং মনিপুরের জিতেশ্বর সিং-এর সঙ্গে সৌরভ দাস মাঝমাঠে থাকলে চেন্নাইয়িনের মিডফিল্ড যে ঝড় তুলবে তা বলাই বাহুল্য।

ভারতীয় ফুটবলের দুই প্রধান ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের পাশাপাশি সৌরভ খেলেছেন মুম্বই সিটি এফসি'র হয়েও। সৌরভকে নিশ্চিত করার পর চেন্নাইয়িন এফসি'র অন্যতম কর্ণধার ভিটা দানি বলেছেন, "পরিশ্রমী এবং লড়াকু মিডফিল্ডার সৌরভ দাসকে চেন্নাইয়িন এফসি'তে স্বাগত জানাতে পেরে আমরা খুশি। এখনও পর্যন্ত যেই তিন ক্লাবে ও খেলেছে, সেখানে ওর খেলা মুদ্ধ করেছে।"
গত মরসুমে আইএসএল-এ ইস্টবেঙ্গলের হয়ে ১৮টি ম্যাচ খেলেছেন সৌরভ দাস। আইএসএল-এর অন্যতম সফল ক্লাবের চুক্তিপত্রে সই করার পর সৌরভ বলেছেন, "চেন্নাইয়িন এফসি'র পরিবারে যুক্ত হতে পেরে আমি খুশি। দুই বার আইএসএল জিতেছে এই ক্লাব। সমর্থকদের সামনে খেলার জন্য এবং ক্লাবের হয়ে ট্রফি জয়ের জন্য মুখিয়ে রয়েছে। ম্যানেজমেন্টের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাতে চাই আমার প্রতি ভরসা রাখার জন্য।"

শেষ পর্যন্ত ধরে রাখা গেল না, সৌরভহীন ইস্টবেঙ্গল

টাটা ফুটবল অ্যাকাডেমির এই গ্র্যাজুয়েটের পেশাদার ফুটবল কেরিয়ার শুরু হয় ২০১৬ সালে মোহনবাগানের জার্সিতে। মোহনবাগানের হয়ে ১৬টি ম্যাচে প্রতিনিধিত্ব করেছিলেন সৌরভ এবং ২০১৭ এএফসি কাপের ম্যাচে মোহনবাগানের হয়ে খেলেন তিনি। ২০১৯-২০ আইএসএল-এ সৌরভকে সই করায় মুম্বই সিটি এফসি। দুই মরসুমে মুম্বইয়ের দলটির হয়ে মোট আটটি ম্যাচে মাঠে নামেন তিনি।

আফগানিস্তান ম্যাচের আগে আত্মবিশ্বাসী স্টিম্যাচ, আরও ভাল খেলা যেত, রাখঢাক না করে সরাসরি জানালেন সুনীলআফগানিস্তান ম্যাচের আগে আত্মবিশ্বাসী স্টিম্যাচ, আরও ভাল খেলা যেত, রাখঢাক না করে সরাসরি জানালেন সুনীল

English summary
Chennaiyin FC have signed Sourav Das on a two-year deal. Sourav Das has previously featured for three of India’s top football clubs—Mumbai City, East Bengal and Mohun Bagan.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X