
আইএসএল-এর জন্য দল ঘোষণা করল দুই বারের চ্যাম্পিয়নরা
আসন্ন আইএসএল ২০২২-২৩-এর জন্য ৩৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করল দুই বারের চ্যাম্পিয়ন দল চেন্নাইয়িন এফসি। এই মরসুমে চেন্নাইয়িন এফসির কোচের দায়িত্ব রয়েছে থমাস বারডারিকের হাতে। আইএসএল-এ নামার আগে ডুরান্ড কাপে অংশ নেওয়ার ফলে প্রতিটা ফুটবলারের দক্ষতা পরখ করার সুযোগ পেয়েছিলেন থমাস এবং তার উপর ভিত্তি করে এই দল।

চেন্নাইয়িন এফসি'তে সই তারকা ডাচ মিডফিল্ডারের:
নতুন মরসুমে ক্লাবের সপ্তম বিদেশি হিসেবে চেন্নাইয়িন এফসি সই করাল নেদারল্যান্ডসের উইঙ্গার নাসির আল খায়াতিকে। রাফায়েল ক্রিভেলারোর পরিবর্তন হিসেবে এই ফুটবলারকে সই করানো হয়েছে। মিডফিল্ডের চালিকা শক্তি এখনও তাঁর হাতেই থাকবে এটা প্রত্যাশিত। নেদারল্যান্ডসের প্রথম ডিভিশনে এই একই পজিশনে খেলেছেন নাসির আল খায়াতি।

চেন্নাইয়ের সাত বিদেশি:
নেদারল্যান্ডসের নাসির আল খায়াতি, সেনেগালের সহ অধিনায়ক ফালু দিয়াগনে, ইরানি ডিফেন্ডার ভাফা হাখামেনেসি, জার্মান মিডফিল্ডার জুলিয়াস ডুকার , ঘানার অ্যাটাকার কাওয়ামি কারিকারি, ক্রোয়েশিয়ার পিটার স্লিসকোভিচ। ডুরান্ড কাপে যে পাঁচটি ম্যাচ চেন্নাইয়িন এফসি খেলেছে সেই পাঁচটি ম্যাচের মধ্যে স্কোরশিটে নাম তুলেছেন পিটার, জুলিয়াস, ভাফা, কারিকারি। চেন্নাইয়িনের হয়ে ডুরান্ড কাপে সর্বোচ্চ গোলদাতা ছিলেন পিটার। তিন গোল করেছিলেন তিনি। অনিরুদ্ধ থাপা দু'টি গোল করেন এবং তিনটি অ্যাসিস্ট করেন।

ডুরান্ড কাপে না খেললেও আইএসএল-এর দলে রয়েছে এঁরা:
ডুরান্ড কাপের জন্য না খেলানো হলেও আইএসএল-এর জন্য চেন্নাইয়িন এফসি'র ৩৫-সদস্যের দলে রয়েছেন মহম্মদ রফিক, আলেক্সজান্ডার রোমারিও জেসুরাজ, সৌরভ দাস এবং ভিন্সি ব্যারেটো। ১০ অক্টোবর যুবভারতী ক্রীড়াঙ্গণে এটিকে মোহনবাগানের ম্যাচ দিয়ে আইএসএল অভিযান শুরু করবে চেন্নাইয়িন এফসি। ১৪ অক্টোবর মেরিনা এরিনায় বেঙ্গালুরু এফসি'র বিরুদ্ধে প্রথম হোম ম্যাচ খেলবে দলটি।

চেন্নাইয়িন: এফসি'র ৩৫-সদস্যের দল:
গোলরক্ষক: দেবজিৎ মজুমদার, শমীক মিত্র, দেভাংশদেবাস, লভপ্রীত সিং
ডিফেন্ডার: নারায়ণ দাস, আকাশ সাংওয়ান, ভাফা হাকামানেসি, ফেলাউ ডিয়াগনে, মুরমুখ সিং, মহম্মদ সাজিদ ধুত, অজিত কুমার, মনোতোষ চাকলাদার, মহম্মদ আকিব
মিডফিল্ডার: নাসির আল খায়াতি, জিতেশ্বর সিং, অনিরুদ্ধ থাপা, এডউইন ভন্সপল, জুলিয়াস ডুকার, সজল বাগ, ক্রিস হোয়াইট, মহম্মদ রফিক, সৌরভ দাস, সুহেল পাশা
ফরওয়ার্ড: নিনথোই মিতেই, ভিন্সি ব্যারেটো, রহিম আলি, রোমারিও জেসুরাজ, পিটার স্লিসকোভিচ, কাওয়ামে কারিকারি, প্রশান্ত কারুথাদাথকুনি, জোকসন ধাস, সেনথামিজ, জবি জাস্টিন, গুলাব সিং, মহম্মদ লিয়াকাথ