৮ ম্যাচে ৫ হার! হেড কোচ ল্যামপার্ডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল চেলসি
প্রিমিয়ার লিগে শেষ আট ম্যাচের মধ্যে পাঁচটিতে হেরে বসে থাকা চেলসি কড়া পদক্ষেপটি নিয়েই ফেলল। দলের হেড কোচের পদ থেকে ফ্র্যাঙ্ক ল্যামপার্ডকে অবশেষে সরিয়েই দেওয়া হল। সোমবার সোশ্যাল মিডিয়ায় রীতিমতো বিবৃতি জারি করে নিজেদের পদক্ষেপের কথা জানিয়েছে ব্রিটিশ ক্লাব।

সোমবার নিজেদের টুইটার অ্যাকাউন্টে এই বিবৃতি জারি করেছে চেলসি। জানিয়েছে, হেড কোচ ফ্যাঙ্ক ল্যামপার্ডকে তারা নিজেদের থেকে আলাদা করেছে। বুকে পাথর রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানাতে ভোলেনি ব্রিটিশ ক্লাব। উল্লেখ্য কোচিং কেরিয়ার শুরু করার আগে চেলসিতেই দীর্ঘদিন দাপিয়ে ফুটবল খেলেছেন ল্যামপার্ড। চেলসি তথা ইংল্যান্ডের কিংবদন্তি মিডফিল্ডার অবশ্য কোচ হিসেবে যে পুরোপুরি ব্যর্থ, তা জানান দেয় পরিসংখ্যান।
Chelsea Football Club has today parted company with Head Coach Frank Lampard.
— Chelsea FC (@ChelseaFC) January 25, 2021
চলতি প্রিমিয়ার লিগ তালিকার নবম স্থানে অবস্থান করছে চেলসি। ১৯ ম্যাচ খেলে ২৯ পয়েন্ট অর্জন করেছে ফ্যাঙ্ক ল্যামপার্ডের দল। টুর্নামেন্টে শেষ আট ম্যাচের মধ্যে পাঁচটিতে হেরেছে নীল ব্রিগেড। ৩৩টি গোল করার পাশাপাশি ২৩ বার পরাস্তও হয়েছেন চেলসির গোলরক্ষক। সবমিলিয়ে দলের এবারের পারফরম্যান্সে হতাশই হয়েছেন সমর্থকরা। সেই চাপেই যে দলের হেড কোচ পদ থেকে ফ্যাঙ্ক ল্য়ামপার্ডকে সরিয়ে দেওয়া হয়েছে, তা কার্যত বুঝিয়ে দিয়েছে চেলসি।
১৯ ম্যাচ খেলে ৪০ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগ তালিকার শীর্ষ স্থানে অবস্থান করছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ১৮ ম্যাচ খেলে ৩৮ পয়েন্টে দাঁড়িয়ে থাকা ম্যাঞ্চেস্টার সিটি তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে। তৃতীয় স্থানে রয়েছে লেস্টার সিটি। চলতি প্রিমিয়ার লিগে এখনও পর্যন্ত ১৯ ম্যাচ খেলে ৩৮ পয়েন্ট অর্জন করেছে ব্রিটিশ ক্লাব। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিভারপুল ১৯ ম্যাচ খেলে ৩৪ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগ তালিকার চতুর্থ স্থানে অবস্থান করছে। পঞ্চম স্থানে থাকা টটেনহ্যাম হটস্পারের পয়েন্ট ৩৩। ১৮টি ম্যাচ খেলেছেন হ্যারি কেনরা।

মোদীকে খোঁচা, কেন্দ্রের বিজেপি সরকারের পতনের ছক কষতে রাস্তায় স্বয়ং 'চাণক্য'