For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

FA Cup:প্যালেসকে হারিয়ে ফের এফএ কাপ ফাইনালে চেলসি, এ বার কি কাটবে ঘরোয়া ট্রফি খরা, উত্তরের অপেক্ষায় গোটা লন্ডন

প্যালেসকে হারিয়ে ফের এফএ কাপ ফাইনালে চেলসি, এ বার কি কাটবে ঘরোয়া ট্রফি খরা, উত্তরের অপেক্ষায় গোটা লন্ডন

Google Oneindia Bengali News

এফএ কাপের ফাইনালে জায়গা করে নিল চেলসি। প্রত্যাশা মতোই থমস টুচেলের দল ক্রিস্টাল প্যালেসকে ২-০ গোলে হারিয়ে লিভারপুলের সঙ্গে ফাইনালের দ্বৈরথ নিশ্চিত করে। রুবেন লোফটাস চিক এবং মেসন মাউন্টের জোড়া গোলে ম্যাচটি জেতে চেলসি।

FA Cup:প্যালেসকে হারিয়ে ফের এফএ কাপ ফাইনালে চেলসি, এ বার কি কাটবে ঘরোয়া ট্রফি খরা, উত্তরের অপেক্ষায় গোটা লন্ডন

চেলসির থেকে শক্তিতে পিছিয়ে থাকলেও সেমিফাইনালে নিজেদের সীমিত ক্ষমতার মধ্যে পরিকল্পনা মাফিক ফুটবল খেলে ক্রিস্টাল প্যালেস। মূলত ডিফেন্সিভ খেললেও প্রতিআক্রমণের সুযোগ হাতছাড়া করেননি ইবেরেচি ইজে-উইলফ্রাইড জাহা। তবে, আক্রমণভাগের ব্যর্থতায় প্রতিআক্রমণ নির্ভর ফুটবলের সুযোগ নিতে পারেনি ক্রিস্ট্য়াল। তবে, প্রথমার্ধে তারা গোল করতে দেয়নি চেলসিকেও। ক্রিস্ট্যাল প্যালেসের জালে বল জড়াতে পারেনি চেলসি প্রথমার্ধে।

তবে, দ্বিতীয়ার্ধের প্রতিরোধ দীর্ঘ স্থায়ী হয়নি ক্রিস্টালের। টিমো ওয়ার্নার, কাই হার্ভটজরা ব্যর্থ হলেও মেসন মাউন্ট এবং রুবেন লুফটাস- চিকের জোড়া গোলে অভিষ্ট লক্ষ্যে সফল হয় নীল জার্সিধারীরা। ম্যাচে ৬৫ মিনিটে রুবেন লুফটাস- চিক প্রথম গোল করে এগিয়ে দেন চেলসিকে। ম্যাচের অন্তিম কোয়ার্টারের প্রথম মিনিটে দ্বিতীয় গোলটি পায় চেলসি। টিমো ওয়ার্নারের পাস থেকে ক্রিস্টালের বিরুদ্ধে চেলসিতে ২-০ গোলে এগিয়ে দেন মেসন মাউিট। তবে, এ দিন গোল সংখ্যা আরও বাড়াতে পারত চেলসি যদি না দু'টি গোল করার মতো সোনার সুযোগ টুচেলের দল মিস না করতো। অন্য দিকে, গোলের সুযোগ পেয়েছিল ক্রিস্টাল প্যালেসও। কিন্তু সেই সুযোগ হাতছাড়া করে তারা।

FA Cup:প্যালেসকে হারিয়ে ফের এফএ কাপ ফাইনালে চেলসি, এ বার কি কাটবে ঘরোয়া ট্রফি খরা, উত্তরের অপেক্ষায় গোটা লন্ডন

শেষ ছয় বছরে এই নিয়ে পঞ্চম বার এফএ কাপের ফাইনালে পৌঁছলো চেলসি পাশাপাশি এই নিয়ে পর পর তিন বার তারা ফাইনালের টিকিট জোগার করলো। ২০২০ এফএ কাপ ফাইনালে আর্সেনালের কাছে এবং ২০২১ এফএ কাপ ফাইনালে লেস্টার সিটির কাছে পরাজিত হয় চেলসি। চ্যাম্পিয়ন্স লিগ, ফিফা ক্লাব বিশ্বকাপ, উয়েফা সুপার কাপের মতো আন্তর্জাতিক ট্রফি চেলসি এনে দিলেও কোনও ঘরোয়া ট্রফি এখনও জেতেননি টুচেল। ১৪ মে এফএ কাপ ফাইনালে খেতাবি লড়াইয়ে মুখোমুখি হবে দুই হেভিওয়েট লিভারপুল এবং চেলসি।

English summary
Chelsea beat Crystal Palace in FA Cup semi-final by 2-0 goals. Consecutive three times Chelsea reach the Final after winning this against Crystal Palace.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X