চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ সিক্সটিনে চেলসি ও বায়ার্নের জয়, হার আটলেটিকো মাদ্রিদের
চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ সিক্সটিনের প্রথম লেগে দুর্দান্ত জয় হাসিল করল বায়ার্ন মিউনিখ। হাড্ডাহাড্ডি ম্যাচে দুর্দান্ত জয় পেল চেলসিও। হেরে গিয়ে টুর্নামেন্টের শেষ আটে পৌঁছনোর আশা কঠিন করে ফেলল আটলেটিকো মাদ্রিদ। হার হজম করতে হয়েছে লাজিও-কেও। সবমিলিয়ে টানটান উত্তেজনায় ভর করে চলছে চ্যাম্পিয়ন্স লিগ।

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬-এর প্রথম লেগে আটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে খেলতে নেমেছিল চেলসি। ম্যাচের প্রথমার্ধে হাড্ডাহাড্ডি লড়াই হলেও কোনও দল গোল পায়নি। দ্বিতীয়ার্ধে দুই দলই আক্রমণে ঝাঁঝ বাড়ায়। শেষে ঘরের মাঠ ন্যাশনাল এরিনাতে ৬৮ মিনিটের মাথায় গোল করে চেলসিকে এগিয়ে দেন অলিভিয়ের জিরুদ। ম্যাচের অবশিষ্ট সময়ে সেই গোল আর শোধ দিতে পারেনি আটলেটিকো মাদ্রিদ।
অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ সিক্সটিনের প্রথম লেগে লাজিও-র বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলতে নেমেছিল বায়ার্ন মিউনিখ। ম্যাচে প্রথম থেকেই প্রাধান্য কায়েম করে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। প্রতিপক্ষের গোলমুখে একের পর এক আক্রমণ তুলে আনতে থাকেন ডেভিড মুলার, রবার্ট লেভানডস্কিরা। ৯ মিনিটে গোল করে জার্মান ক্লাবকে এগিয়ে দেন পোলিশ স্ট্রাইকার। ২৪ মিনিটে বায়ার্নের হয়ে গোলের ব্যবধান বাড়ান জামাল মুসিয়ালা। জার্মান ক্লাব ৩ গোল এগিয়ে যায় ৪২ মিনিটে। গোলটি করেন লেরয় সানে।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা চালায় লাজিও। ৪৯ মিনিটের মাথায় এক গোল শোধও দিয়ে দেন সিরি এ খেলা দলের জোয়াকিন কোরেয়া। তবে ৪৭ মিনিটে ফ্রান্সেসকো আকেরবির আত্মঘাতী গোলে ৪-১ গোলের ব্যবধানে ম্যাচ জেতে বায়ার্ন মিউনিখ।