উদয় হল টিনএজ তারকার! ঘরের মাঠে জয় পেল রোমা, গুরুত্বপূর্ণ গোল এল পোর্তোর ঝুলিতে
বুধবার (১৩ ফেব্রুয়ারি) উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ-১৬'র প্রথম লেগের ম্যাচে এএস রোমার ঘরের মাঠে দু-দুটি গোল করলেন তাদের নয়া টিনএজ সেনসেশন নিকোলো জানিওলো। ফলে ২-১ গোলে জয় পেল রোমের ক্লাবটি। তবে রোম থেকে এফসি পোর্তো নিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ ১টি অ্যাওয়ে গোল। দ্বিতীয় লেগে এই মোকাবিলার ভবিষ্যত নির্ধারণে এই গোল বড় ভূমিকা নিতে পারে।

এদিন এই ইতালিয় ও পর্তুগিজ ক্লাবের মোকাবিলা মোটেই চ্যাম্পিয়ন্স লিগ সূলভ হয়নি। ম্য়াচের ৭০ মিনিট পর্যন্ত প্রায় ঘুমপাড়ানি ফুটবল হয়। এরপরই হঠাত যেন জেগে ওঠে দুই দলই। প্রাণ ফিরে পায় ম্য়াচ।
এডিন জেকোর পাস থেকে ডান পায়ের শটে পোর্তোর তিন কাঠির নিচে থাকা প্রবাদ প্রতীম ইকের ক্যাসিয়াসকে পরাস্ত করেন জানিওলো। দ্বিতীয় গোলটি আসে এর ঠিক ৬ মিনিট পরই। এক্ষেত্রেও জড়িত ছিলেন জেকো-জানিওলো। জেকোর ডাইভিং হেড পোস্টে লেগে ফিরে আসে। ফিরতি বলে বল গোলে ঠেলেন জানিওলো।
<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">😮 Remember the name!<br><br>🇮🇹 Nicolò Zaniolo = youngest Italian player to score 2 goals in a <a href="https://twitter.com/hashtag/UCL?src=hash&ref_src=twsrc%5Etfw">#UCL</a> match ⚽️⚽️ <a href="https://t.co/VUyYpQ1Xop">pic.twitter.com/VUyYpQ1Xop</a></p>— UEFA Champions League (@ChampionsLeague) <a href="https://twitter.com/ChampionsLeague/status/1095439514338816000?ref_src=twsrc%5Etfw">February 12, 2019</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>এর ফলে চ্যাম্পিয়ন্স লিগে কনিষ্ঠতম ইতালিয় ফুটবলার হিসেবে এক ম্যাচে জোড়া গোল করলেন জানিওলো।
তবে রোম থেকে একেবারে খালি হাতে ফিরছে না পোর্তো। জানিওলোর দ্বিতীয় গোলের পর ৭৯ মিনিটে পর্তুগিজ ক্লাবটির হয়ে একটি গোল শোধ দেন অ্যাড্রিয়ান লোপেজ।
<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">All of us before watching Zaniolo play <br>versus <br>after watching him play <a href="https://t.co/d00xTcp4Iy">pic.twitter.com/d00xTcp4Iy</a></p>— AS Roma English (@ASRomaEN) <a href="https://twitter.com/ASRomaEN/status/1095444631507079168?ref_src=twsrc%5Etfw">February 12, 2019</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>আগামী ৬ মার্চ ফিরতি লেগের ম্যাচে দুই দল মুখোমুখি হবে পোর্তোর ঘরের মাঠে। সেই ম্যাচের আগে এই অ্যাওয়ে গোল হাতে থাকায় অনেকা সুবিধা হল পোর্তোর। ফিরতি লেগে ১-০ গোলে রোমাকে হারালেই পরের রাউন্ডে ওঠার সুযোগ পাবে তারা।