রোনাল্ডোর হ্যাটট্রিকে দুরন্ত প্রত্যাবর্তন! একার কাঁধে জুভেন্টাসকে শেষ আটে তুললেন সিআরসেভেন
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর প্রথম লেগের ম্যাচে মাদ্রিদে জুভেন্টাসকে ২-০ গোলে হারিয়ে কোয়ারটার ফাইনালের দিকে এক পা বাড়িয়ে রেখেছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। কিন্তু ইতালির দলে একজন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আছেন। বুধবার (১৩ মার্চ) ভোরে ফিরতি লেগে দুর্দান্ত হ্য়াটট্রিকে দলকে শেষ আটে নিয়ে গেলেন সিআরসেভেন।

ম্যাচের একেবারে শুরুতে ৪ মিনিটের মাথাতেই অ্য়াটলেটিকোর জালে বল জড়িয়ে দিয়েছিল জুভেন্টাস। কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সিদ্ধান্তে সেই গোল বাতিল হয়। কিন্তু ২৭ মিনিটে হেডে গোল করে জুভেনসকে স্বপ্ন দেখাতে শুরু করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">🔥 <a href="https://twitter.com/Cristiano?ref_src=twsrc%5Etfw">@Cristiano</a> raises the roof!!!! 📢⚪️⚫️<a href="https://twitter.com/hashtag/JuveAtleti?src=hash&ref_src=twsrc%5Etfw">#JuveAtleti</a> <a href="https://twitter.com/hashtag/UCL?src=hash&ref_src=twsrc%5Etfw">#UCL</a> <a href="https://twitter.com/hashtag/ForzaJuve?src=hash&ref_src=twsrc%5Etfw">#ForzaJuve</a> <a href="https://t.co/s2sUMQi5Yl">pic.twitter.com/s2sUMQi5Yl</a></p>— JuventusFC (@juventusfcen) <a href="https://twitter.com/juventusfcen/status/1105569840520183809?ref_src=twsrc%5Etfw">March 12, 2019</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>সেই স্বপ্নের সওদাগরই ৪৯ মিনিটে ফের আরেকটি হেড গোলে এগ্রিগেট ২-২ করে দেন। এরপর ম্যাচের শেষ দিকে দারুণভাবে অ্যাটলেটিকো বক্সে ঢুকে পড়েছিলেন ফেজেরিকো বের্নার্ডদেশচি। ফাউল না করে তাঁকে আটকাতে পারেননি অ্যাঞ্জেল কোরিয়া। ফলে জুভেন্টাস পেনাল্টি পায়। ৮৬ মিবিটের ওই পেনাল্টি গোলেই তুরিনের দলটিকে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে তুললেন সিআরসেভেন।