For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্যার অ্যালেক্সের কাছে কী দাবি ছিল রোনাল্ডোর, জানা গেল ম্য়ান ইউ-জুভেন্টাস ম্যাচের আগেই

জুভেন্টাস বনাম ম্যাঞ্চেস্টার ইউনাইটেড চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের আগে মাইক ফেলান জানিয়েছেন, স্যার অ্যালেক্স ফার্গুসনের কাছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তাঁকে বিশ্বের সেরা খেলোয়াড়ে পরিণত করার দাবি করেছিলেন।

Google Oneindia Bengali News

মঙ্গলবার রাতেই চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে জুভেন্টাসের ঘরের মাঠে তাদের মোকাবিলা করতে নামছে ম্যানচেস্টার ইউনাইটেড। এই ম্যাচে রেড ডেভিলরা আরও একবার নামবে তাঁদের ক্লাবের আইকনিক ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিরুদ্ধে।

তার আগেই জানা গেল ম্যান ইউতে থাকাকালীন স্যার অ্যালেক্স ফার্গুসনের কাছে কী আবদার করতেন রোনাল্ডো। ফাঁস করলেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ মাইক ফেলান।

ব্যাপম কাণ্ড

ব্যাপম কাণ্ড

ব্যাপমকাণ্ডে ফের রহস্যমৃত্য। মৃত পুলিশ কনস্টেবল রমাকান্ত পাণ্ডে। ব্যাপমকাণ্ডে জড়িত থাকার সন্দেহে সম্প্রতি তাকে জেরা করেছিল এসটিএফ। টিকমগড় থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ব্যপমকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৪৮ হল।

ওল্ড ট্রাফোর্ডে শুরু

ওল্ড ট্রাফোর্ডে শুরু

এখন ৩৩ বছর বয়স রোনাল্ডোর। ২০০৩ সালের গ্রীষ্মে তিনি যখন ওল্ড ট্রাফোর্ডে এসেছিলেন, তখন তিনি ছিলেন নেহাতই এক প্রতিভাবান ফুটবলার। সেরা ফুটবলারদের দ্বন্দ্বে তাঁর নাম ধারে কাছেও ছিল না। তাকে স্যার আলেক্স নিয়ে এসেছিলেন ডেভিড বেকহ্যামের পরিবর্ত হিসেবে। কিন্তু শুরুতে একমাত্র স্যার অ্যালেক্স ছাড়া আর কেউই বোধহয় আন্দাজ করতে পারেননি তিনি শেষ পর্যন্ত কোথায় পৌঁছতে পারেন।

অসমের বন্যা পরিস্থিতি

অসমের বন্যা পরিস্থিতি

লক্ষ্মীপুর : গত ২৪ ঘন্টায় বেশ কিছু জেলায় ভারি বৃষ্টির ফলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে অসমে।

৩টি প্রিমিয়ার লিগ ১টি চ্যাম্পিয়ন্স লিগ

৩টি প্রিমিয়ার লিগ ১টি চ্যাম্পিয়ন্স লিগ

শুরুর দিনগুলোয় তাঁর খেলায় স্কিলের ঝলক ছিল, স্টাইলের চটক ছিল, কিন্তু বেকস্-এর সঙ্গে তুলনা কার মতো কিছু দেখা যায়নি। কিন্তু এরপর ধীরে ধীরে তিনি আজকের দিনের গোল-গেটারে পরিণত হন। ধারাবাহিক পারফরম্যান্সের জোরে তিনি ম্যান ইউকে তিন-তিনটি প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন করেছিলেন। দিয়েছিলেন উয়েফা চ্যম্পিয়ন্স ট্রফিও।

দগ্ধ মহিলা

দগ্ধ মহিলা

বারাবাঁকি : উত্তরপ্রদেশের দুই পুলিশ এক অঙ্গনওয়াড়ি মহিলা কর্মচারীর গায়ে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। সোমবার রাতেই মৃত্যু হয় ওই মহিলার।

আদর্শ রঙ্গমঞ্চ

আদর্শ রঙ্গমঞ্চ

ম্যানচেস্টার ইউনাইটেডে থাকাকালীন সেখানকার কোচ মাইক ফেলানের অধীনে অনেকদিন অনুশীলন করেছিলেন রোনাল্ডো। ফেলান জানিয়েছেন, 'রোনাল্ডো কঠিন অনুশীলন করত। খেলার পিছনে অসম্ভব খাটতো। ওর মতো ভাল খেলার অচ্ছে আমি কারোর মধ্যে দেখিনি। ও বুঝেছিল যে পরিচিতি ওর দরকার ছিল তা ইউনাইটেডে পেয়ে গিয়েছে ও। বুঝেছিল ওর খেল দেখাবার আদর্শ রঙ্গমঞ্চ মিলে গিয়েছে। '

জিম্বাবোয়ে সফর

জিম্বাবোয়ে সফর

মুম্বই : জিম্বাবোয়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছে ভারতীয় ক্রিকেট দল।

ফার্গুসনের কাছে আবদার

ফার্গুসনের কাছে আবদার

স্যার অ্যালেক্স ফার্গুসনই এফসি পোর্তো থেকে রোনাল্ডোকে ম্যানচেস্টারে নিয়ে এসেছিলেন। আদর্শ মঞ্চ পেয়ে নাকি রোনাল্ডোর চাহিদা আরও বেড়ে গিয়েছিল বলে জানিয়েছেন কোচ ফেলান। তিনি বলেছেন, 'ও বিশ্বের সেরা খেলোয়াড় হতে চাইত'। ফার্গুসনের কাছে গিয়ে তিনি নাকি রীতিমতো দাবি করতেন তাঁকে বিশ্বের সেরা ফুটবলার হিসেবে তৈরি করার জন্য।

মঞ্চ পতন

মঞ্চ পতন

সোমবার অসমের ডিব্রুগড়ে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের অনুষ্ঠান চলাকালীন মঞ্চ ভেঙে পড়ে। সোনোয়ালের কোনও আঘাত লাগেনি।

রোনাল্ডোর ম্যানচেস্টার প্রীতি

রোনাল্ডোর ম্যানচেস্টার প্রীতি

ম্যান ইউয়ের সদস্য সমর্থক থেকে কোচিং স্টাফদের মনেও যেমন রয়ে গিয়েছেন রোনাল্ডো, তেমন রোনাল্ডোর মনেও বরাবর বিশেষ জায়গায় থেকেছে ওল্ড ট্রাফোর্ড। ২০১৭ সালে একবার রিয়াল মাদ্রিদের সমর্থকদের বিদ্রুপের শিকার হয়ে রোনাল্ডো বলেছিলেন তিনি ম্যান ইউয়ের দিনগুলিকে মিস করেন। তিনি বলেছিলেন, 'আমি ম্যানচেস্টার ইউনাইটেডে অনেকদিন খেলেছি। সেখানে কখনও সমর্থকরা আমায় বিদ্রুপ করেননি। সম্ভবত ইংরেজ সমর্থকদের মানসিকতা আলাদা। ইংল্যান্ডের স্মৃতি ভোলার নয়'

বিস্ফোরক অমর্ত্য সেন

বিস্ফোরক অমর্ত্য সেন

মোদী সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তাঁর অভিযোগ, নালন্দা বিশ্ববিদ্যালয়ের আচার্য পদ ছাড়ার জন্য তাঁকে বাধ্য করা হয়েছিল। মোদী সরকার শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ন্ত্রণ কায়েম করতে চাইছে বলেও অভিযোগ অমর্ত্য সেনের।

বিমানে বোমাতঙ্ক

বিমানে বোমাতঙ্ক

বোমাতঙ্কের জেরে এদিন দুপুরে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করল তুরস্ক এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান। ব্যাঙ্কক থেকে ইস্তানবুল যাচ্ছিল বিমানটি।

বিতর্কিত মন্তব্য গৌড়ার

বিতর্কিত মন্তব্য গৌড়ার

মধ্যপ্রদেশে হওয়া ব্যপক কাণ্ডকে 'তুচ্ছ ঘটনা' বলে বিতর্ক বাড়ালেন কেন্দ্রীয় আইনমন্ত্রী সদানন্দ গৌড়া।

স্বামী হত্যায় স্ত্রীর যাবজ্জীবন

স্বামী হত্যায় স্ত্রীর যাবজ্জীবন

স্বামীকে খুন করার অপরাধে স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল উত্তরপ্রদেশের একটি আদালত। ২০১২ সালের মার্চ মাসে বর্ষা নামের ওই মহিলা নিজের স্বামীকে খুন করে বাথরুমে পুঁতে রেখেছিল। প্রথমে স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে অজ্ঞান করে দিয়ে, তারপর ভারী কোনও বস্তু দিয়ে আঘাত করে স্বামীকে হত্যা করে সে।

বিতর্কিত মন্তব্য মমতার

বিতর্কিত মন্তব্য মমতার

বীরভূমে গিয়ে এদিন বিজেপিকে একহাত নিতে গিয়ে বিতর্কিত মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি সেখানে বোমা-অস্ত্র-ভাড়াতে গুন্ডা আমদানি করছে জানিয়ে তিনি বলেন, "পাঁড়ুইকে সিঙ্গুর-নন্দীগ্রাম হতে দেব না।"

বস্তুত এতে নিজেরই সমালোচনা করলেন মমতা, বলছেন বিরোধীরা। কারণ সিঙ্গুর-নন্দীগ্রামে হিংসাত্মক জমি আন্দোলন তাঁর নেতৃত্বেই হয়েছিল বলে অভিযোগ করে এসেছে বিরোধীরা।

স্ট্যামফোর্ড ব্রিজে আগের ম্যাচেই চেলসির বিরুদ্ধে ২-২ ফলে ড্র করেছে রেড ডেভিলসরা। অন্যদিকে শনিবার জুভেন্টাসের হয়ে রোনাল্ডো গোল করলেও তাঁর দলও জেনোয়ার বিরুদ্ধে ১-১ ড্র করেছে। এই পরিস্থিতিতে মুখোমুখি হচ্ছে দুই দল।

English summary
vMike Phelan has revealed that Cristiano Ronaldo demanded Sir Alex Ferguson to transform him into the world’s best player.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X