For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে শক্তিতে এগিয়ে বায়ার্ন মিউনিখ, পরিসংখ্যানে এগিয়ে পিএসজি

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে শক্তিতে এগিয়ে বায়ার্ন মিউনিখ, পরিসংখ্যানে এগিয়ে পিএসজি

  • |
Google Oneindia Bengali News

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে স্বপ্নের ম্যাচ, রবিবার ভারতীয় সময় গভীর রাতে (১২.৩০ মিনিটে) বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে খেলতে নামবে পিএসজি। ম্যাচ ঘিরে ফুটবল ফ্যানেদের মধ্যে উত্তেজনার পারদ তুঙ্গে।

পশুহত্যা রুখতে রুদ্ধদ্বার বৈঠক

পশুহত্যা রুখতে রুদ্ধদ্বার বৈঠক

গত ২১ মার্চ একটি রুদ্ধদ্বার বৈঠকে পশপহত্যা সংক্রান্ত আইন নিয়ে বৈঠক হয় বলে জানা গিয়েছে। যেখআনে পরিবেশবিদ থেকে নগরোন্নয়ন দফতরের বহু সরকারি আধিকারিক উপস্থিত ছিলেন। তারপর থেকেই মনে করা হচ্ছে বিষয়টি নিয়ে কড়া হতে চলেছে উত্তরপ্রদেশ সরকার।

এই প্রথম ফাইনালে পিএসজি

এই প্রথম ফাইনালে পিএসজি

চ্যাম্পিয়নস লিগে টানা সাত মৌসুম নক আউট পর্ব থেকে বিদায়। কোয়ার্টার ফাইনাল থেকে প্রথম চারবার, পরের তিনবার দ্বিতীয় রাউন্ড থেকে। পিএসজি এতদিন ব্যর্থতার বৃত্তে থেকে ঘুরে দাঁড়াতে পেরেছে।

আইন কী বলছে ?

আইন কী বলছে ?

এখনও পর্যন্ত দেশে আইপিসি বা সিআরপিসি-এর আওতায় অবৈধ পশুহত্যাকে রাখা হয়না, ভারতীয় আইন অনুযায়ী। এই ধরণের ঘটনাকে 'প্রিভেনশন অব ক্রয়েলটি টু অ্যানিম্যালস অ্যাক্ট,১৯৬০' বা পশুদের ওপর অত্যাচার রোধ সংক্রান্ত আইনের অন্তর্গত রাখা হয়েছে। যে আইনে পশুদের ওপর অত্যাচারের জন্য ৫০ টাকা জরিমানা ধার্য করা আছে।

এই প্রথম ফাইনালে পিএসজি

এই প্রথম ফাইনালে পিএসজি

চ্যাম্পিয়নস লিগে টানা সাত মৌসুম নক আউট পর্ব থেকে বিদায়। কোয়ার্টার ফাইনাল থেকে প্রথম চারবার, পরের তিনবার দ্বিতীয় রাউন্ড থেকে। পিএসজি এতদিন ব্যর্থতার বৃত্তে থেকে ঘুরে দাঁড়াতে পেরেছে।

পুরসভা গুলির কী বক্তব্য?

পুরসভা গুলির কী বক্তব্য?

বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে পশুহত্যা নিয়ে যেভাবে উদ্যোগী হয়েছে, তাতে আখেরে লাভ হবে বলে মনে করছে উত্তরপ্রদেশের পুরসভাগুলি। এর ফলে অবৈধভাবে পশুহত্যাকারীদের ধরা যাবে বলে মনে করা হচ্ছে।

ক্লাব প্রতিষ্ঠার পঞ্চাশ বছরে কী ইতিহাস লিখতে পারবে পিএসজি

ক্লাব প্রতিষ্ঠার পঞ্চাশ বছরে কী ইতিহাস লিখতে পারবে পিএসজি

বিশ্বজুড়ে ফ্যানেদের মনে ঠিক এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। ক্লাব প্রতিষ্ঠার পঞ্চাশতম বর্ষে এসে নেইমার-এমবাপ্পেরা ক্লাবকে চ্যাম্পিয়ন করলে নতুন ইতিহাস লিখতে পারে প্যারিস সেন্ট জার্মেইন।

ভারতে প্রথম পদক্ষেপ উত্তরপ্রদেশে

ভারতে প্রথম পদক্ষেপ উত্তরপ্রদেশে

উত্তরপ্রদেশের পশুচিকিৎসার সঙ্গে যুক্ত অনেকেই এই ধরনের আইন আসলে তাকে স্বাগত জানাতে প্রস্তুত। সেরাজ্যের পশুচিকিৎসা দফতরের এক আধিকারিক জানান, যে এই আইন আসলে, ভারতের মধ্যে প্রথম রাজ্য হবে উত্তরপ্রদেশ যেখানে অবৈধ পশুহত্যার কড়া শাস্তি প্রযোজ্য হবে।

কোন পথে সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ

কোন পথে সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ

অন্যদিকে বুধবার রাতে লিয়কে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছছে বায়ার্ন মিউনিখ। চলতি চ্যাম্পিয়ন্স লিগে টানা দশ ম্যাচে অপরাজাতি জার্মান দল।

ব্যবস্থা নেওয়া শুরু

ব্যবস্থা নেওয়া শুরু

বুধাবর উত্তরপ্রদেশে বহু অবৈধ কসাই খানেকে বন্ধ করে দেওয়ার অভিযান শুরু করে প্রশাসন। মিরাটে মাংস প্রস্তুতকারক সংস্থার ৭টি ইউনিট বন্ধ করা হয়। উল্লেখ্য এই কারখানা বিসএসপি নেতা ইয়াকুব কুরেশির বলে জানা যায়। এছাড়াও আলিগড়ে ৩ টি কসাই খানা বন্ধ করে দেওয়া হ। পাশপাশি মথুরাতে তালা ঝোলানো হয় ১৬ টি মাংসের দোকানে।

বায়ার্নের সামনে এলিট ক্লাবে প্রবেশের সুযোগ

বায়ার্নের সামনে এলিট ক্লাবে প্রবেশের সুযোগ

ফাইনালে শক্ত গাঁট পিএসজিকে হারাতে পারলে বায়র্ন মিউনিখ সামনে চুতর্থ ক্লাব হিসেবে ষষ্ঠবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেতে পারে। এর আগে ৬ বা তার বেশিবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে মাত্র ৩টি ক্লাব। সেই তালিকায় রিয়াল মাদ্রিদ, এসি মিলান ও লিভারপুলের নাম রয়েছে।

চ্যাম্পিয়ন্স লিগে দুই দলের হেড টু হেড

চ্যাম্পিয়ন্স লিগে দুই দলের হেড টু হেড

ইউরোপ সেরার মঞ্চে দুই দল এখনও পর্যন্ত ৮ বার মুখোমুখি হয়েছে। যার মধ্যে বায়ার্ন মিউনিখ ৩ বার ও পিএসজি ৫ বার জয়ী হয়।

 দুবাই উড়ে যাওয়ার আগে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের নিয়ে ফ্র্যাঞ্চাইজিদের জন্য কোন সুখবর দুবাই উড়ে যাওয়ার আগে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের নিয়ে ফ্র্যাঞ্চাইজিদের জন্য কোন সুখবর

English summary
champions league final 2020: bayern munich vs psg, head to head statistics
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X