লিয়কে উড়িয়ে ফাইনালে বায়ার্ন, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে স্বপ্নের ম্যাচে পিএসজির মুখোমুখি মুলাররা
চ্যাম্পিয়ন্স লিগে অপ্রতিরোধ্য বায়ার্ন মিউনিখ। কোয়ার্টার ফাইনালে বার্সেলোনাকে ৮-২ গোলে ধ্বংস করার পর, সেমিফাইনালে এবার ফরাসি ক্লাব লিয়কে ৩-০ গোলে উড়িয়ে দিল হারান বায়ার্ন। ফাইনালের টিকিট পেল মুলার-পেরিসিচরা।

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে স্বপ্নের ম্যাচ
বায়ার্নের এই ম্যাচ জয় পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে স্বপ্নে ম্যাচ হতে চলেছে। জার্মানির ক্লাব লাইপজিগকে হারিয়ে আগেই ফাইনালের ছাড়পত্র পেয়েছে পিএসজি। রবিবাসরীয় স্বপ্নের ফাইনালে নেমার-এমবাপের সামনে জার্মানির বায়ার্ন। একদিকে নেইমার, এমবাপে- অন্যদিকে মুলার, লিওনডস্কিরা খেলতে চলেছেন।

৩-০ জয়
বার্সালোনা বিরুদ্ধে বায়ার্ন একপেশে জিতলেও সেমিফাইনালে লিয় কিন্তু দারুণ বেগ দেয়। জার্মানদের হয়ে প্রথমার্ধে দুটি গোল করেছেন সের্জ নাব্রি। যদিও ফ্রান্সের ক্লাবটি একাধিক বার গোল করার মতো জায়গায় পৌঁছে গিয়েও কাক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারেনি। খেলার চতুর্থ মিনিটে বায়ার্নের গোলকিপার ম্যানুয়েল ন্যুয়ারকে সামনে পেয়েও গোল করতে পারেননি মেম্ফিস ডিপাই। এরপরে ১৭ মিনিটে বায়ার্নের গোলরক্ষক ন্যুয়ারকে পরাস্ত হলে, লিয়র আক্রমণ বায়ার্নের গোলপোস্ট বাধা পায়। পরের মিনিটেই (১৮ মিনিটে) বায়ার্নকে দুর্দান্ত শটে এগিয়ে দেন নাব্রি। ডিফেন্স লাইনের চার ফুটবলারকে কাটিয়ে গোল করেন, এরপর ৩৩ মিনিটে নাব্রির দ্বিতীয় গোল।৮৮ মিনিটে কফিনে শেষ পেরেকটি পোঁতেন লিওনডস্কি।

বায়ার্নের নতুন রেকর্ড
এই নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে টানা ১০ ম্যাচ জিতে নতুন রেকর্ড গড়ল বায়ার্ন মিউনিখ। অন্য দিকে চলতি চ্যাম্পিয়ন্স লিগে ৯ ম্যাচে ১০টি গোল করে ফেললেল লিওনডস্কি।

ষষ্টবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জেতার লক্ষ্য
চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে ছ'বার বা তার বেশিবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে মাত্র ৩টি ক্লাব। সেই তালিকায় রিয়াল মাদ্রিদ, এসি মিলান ও লিভারপুলের নাম রয়েছে। এবার বায়র্ন মিউনিখের সামনে চুতর্থ ক্লাব হিসেবে ষষ্ঠবার চ্যাম্পিয়ন্স লিগ জেতার সুযোগ রয়েছে।

শক্ত গাঁট পিএসজি
ফাইনালে বায়ার্নের সামনে শক্ত গাঁট প্যারিস সেন্ট জার্মেইন। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে তারা প্রথমবার ফাইনাল খেলতে চলেছে। দলে নেইমার, এমবাপে, ডি মারিয়া, থিয়াগো সিলভাদের মতো তারকা রয়েছেন।

ভারতীয় সময় কখন ম্যাচ দেখবেন
রবিবার গভীর রাতে (ভারতীয় সময়ে সোমবার ১২.৩০ মিনিটে) পিএসজি বনাম বায়ার্ন মিউনিখ ম্যাচ রয়েছে।
করোনা আক্রান্ত প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ভেন্টিলেটরে, চিন্তার মেঘ