ঝলমলে মেসি, লিয়নকে ৫ গোলে উড়িয়ে শেষ আটে বার্সেলোনা! জিতল লিভারপুলও
বৃহস্পতিবার (১৪ মার্চ) উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ-১৬'র দ্বিতীয় লেগের ম্যাচে বার্সেলোনার ঘরের মাঠ ক্যাম্প নৌ-তে ফের ঝলমল করলেন মেসি। আর বার্সাও লিওনকে ৫-১ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়ে পা রাখল চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে। দিনের অপর ম্যাচে মিউনিখে লিভারপুলও বায়ার্ন মিউনিখকে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টারফাইনালে জায়গা পাকা করল। প্রথম লেগে দুটি ম্যাচই ছিল গোলশূন্য অমিমাংসিত।

ঘরের মাঠে এদিন ১৭ মিনিটের মাথায় বার্সার গোলের মুখ খোলেন লিওনেল মেসিই। প্রথম গোলটি আসে পেনাল্টি থেকে। এরপর প্রথমার্ধেই ব্যবধান বাড়ান ফিলিপে কুটিনহো (৩১')। দ্বিতীরার্ধে অবশ্য একটি গোল শোধ করে, লিওন-কে ম্য়াচে ফেরার আশা দেখান লুকাস তুসাত (৫৮')। তবে ২০ মিনিট বাদেই ফের বার্সালোনার হয়ে ব্যবধান বাড়ান সেই মেসি। খেলার শেষ দিকে ৮১ মিনিট ও ৮৬ মিনিটে বার্সার বাকি দুটি গোল করেন জেরার্ড পিকে ও পরিবর্ত হিসেবে নামা দেম্বেলে।
<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="fr" dir="ltr">🔵🔴 Leo Messi against Lyon = ⚽️⚽️🅰️🅰️<a href="https://twitter.com/hashtag/UCL?src=hash&ref_src=twsrc%5Etfw">#UCL</a> <a href="https://t.co/GMXC4MNLzp">pic.twitter.com/GMXC4MNLzp</a></p>— UEFA Champions League (@ChampionsLeague) <a href="https://twitter.com/ChampionsLeague/status/1105949646495641602?ref_src=twsrc%5Etfw">March 13, 2019</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>অপর ম্য়াচে লিভারপুলের জয়ের নায়ক সাদিও মানে। ম্য়াচের ২৬ মিনিটে লিভারপুলকে এগিয়ে দেন তিনি। কিন্তু ৩৯ মিনিটের মাথায় জোয়েল মাতিপের আত্মঘাতি গোলে ম্য়াচে সমতা ফিরেছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে সর্বস্ব নিয়ে ঝাঁপায় ইপিএল-এর ক্লাবটি। ৬৯ মিনিটে দলকে এগিয়ে দেন ভার্জিল ভ্যান জিক। ৮৪ মিনিটে আরও একটি গোল করে দলের জয় সুনিশ্চিত করেন মানে।
<blockquote class="twitter-tweet blockquote" data-conversation="none" data-lang="en"><p lang="en" dir="ltr">GOAL! THIS GUY CAN'T STOP SCORING! Beautiful Salah assist and a clinical Mane finish. 🙌<br><br>[1-3]<a href="https://twitter.com/hashtag/UCL?src=hash&ref_src=twsrc%5Etfw">#UCL</a> <a href="https://t.co/kENcnbizlF">pic.twitter.com/kENcnbizlF</a></p>— Liverpool FC (@LFC) <a href="https://twitter.com/LFC/status/1105947778117787648?ref_src=twsrc%5Etfw">March 13, 2019</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>