চ্যাম্পিয়ন্স লিগে স্বপ্নের ম্যাচ! সামনে এল শেষ আটের সূচী - কাদের বিরুদ্ধে কারা, দেখে নিন
কমতে কমতে চ্যাম্পিয়নস লিগ ২০১৮-১৯ এর দাবিদার শেষ আটে এসে ঠেকেছে। শেষ ষোলর লড়াইয়ে গত তিনবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে ছিটকে দিয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। আট দলের মধ্যে ৪টি দলই ইংলিশ প্রিমিয়ার লিগের - ম্য়াঞ্চেস্টার ইউনাইটেড, ম্য়াঞ্চেস্টার সিটি, লিভারপুল ও টটেনহাম। বাকি চার দল - বার্সেলোনা, জুভেন্টাস, আয়াক্স ও এফসি পোর্তো।
ফলে ফুটবল ভক্তরা নানা রকমের স্বপ্নের ম্য়াচের আশা করছিলেন। সিটি ও উইনাইটেড দুই দলই থাকায় সমর্থকরা ভেবেছিলেন চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে দেখা যেতে পারে ম্য়াঞ্চেস্টার ডার্বি। আবার মেসির বার্সেলোনার মুখোমুখি হতে পারে রোনাল্ডোর জুভেন্টাস, এমন জল্পনাও ছিল।
<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">📣 DRAW TIME! <br><br>🏆 Find out who your team will face 😬<br><br>📺 <a href="https://twitter.com/hashtag/UCLDraw?src=hash&ref_src=twsrc%5Etfw" rel="nofollow" rel="nofollow" rel="nofollow" rel="nofollow">#UCLdraw</a> LIVE 👇👇👇</p>— UEFA Champions League (@ChampionsLeague) <a href="https://twitter.com/ChampionsLeague/status/1106510562387742726?ref_src=twsrc%5Etfw">March 15, 2019</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>শুক্রবার সুইজারল্যান্ডের নিয়ন শহরে হল চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টারফাইনালের ড্র। জানা গেল সূচী। প্রথম লেগের ম্য়াচগুলি হবে ৯ এপ্রিল, দ্বিতীয় লেগ ১৬ এপ্রিল। দেখে নেওয়া যাক কোন দল কোন দলের মুখোমুখি হল।
|
আয়াক্স বনাম জুভেন্টাস
ডাচ ক্লাব আয়াক্সের বিরুদ্ধে খেলবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ইতালিয় ক্লাব জুভেন্টাস। আয়াক্সের ঘরের মাঠে হবে প্রথম লেগের ম্যাচ। তুরিনে দ্বিতীয় লেগ।
|
লিভারপুল বনাম এফসি পোর্তো
মহম্মদ সালাহের ক্লাব লিভারপুলের শেষ আটের প্রতিদ্বন্দ্বী পর্তুগিজ ক্লাব এফসি পোর্তো। প্রথম লেগে লিভারপুল হোমম্য়াচ খেলবে, দ্বিতীয় লেগে খেলা হবে পোর্তোর মাঠে।
|
টটেনহাম বনাম ম্যাঞ্চেস্টার সিটি
ম্যাঞ্চেস্টার ডার্বি না হলেও চ্যাম্পিয়ন্স লিগে ইপিএল ডার্বি দেখার সুযোগ হবে। প্রথম ম্যাচ হবে টটেনহামের ঘরের মাঠে। হ্যারি কেন-দের পরের লেগের ম্যাচ খেলতে হবে ম্যাঞ্চেস্টারে।
|
ম্যাঞ্চেস্টার ইউনাইটেড বনাম বার্সেলোনা
তবে কোয়ার্টারফাইনালের সবচেয়ে আকর্ষণীয় প্রতিদ্বন্দ্বিতা হতে চলেছে অবশ্যই ম্যাঞ্চেস্টার ইউনাইটেড বনাম বার্সেলোনা। গোটা বিশ্বে দুই ক্লাবেরই অসংখ্য সমর্থক। পর পর দুই রাতে একই শহরে খেলা হবে না বলে সূচী বদলে প্রথম লেগের ম্যাচটি দেওয়া হয়েছে ওল্ড ট্র্যফোর্ডে। পরের ম্যাচটি হবে ক্যাম্প নৌ-তে।