চ্যাম্পিয়ন্স লিগ ২০১৮-১৯: শেষ ষোলয় কোন কোন দল মুখোমুখি - জেনে নিন সম্পূর্ণ সূচি
শেষ হল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ২০১৮-১৯ -এর লিগ পর্বের খেলা। এইবার নকআউট। শেষ ষোলয় হোসে মোরিনহোর ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে মোকাবিলা করতে হবে ফরাসী নেইমার-কাভানি-এমবাপে-র প্যারি সাঁ জাঁ-র। ইপিএল-এর আরেক ক্লাব লিভারপুলকে খেলতে হবে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে।

খুড়িয়ে খুড়িয়ে দ্বিতীয় রাউন্ডে ওটা রিয়াল মাদ্রিদকে কাপ ধরে রাখতে গেলে এই রাউন্ডে টপকাতে হবে আয়াক্স-এর বাধা। মেসির বার্সেলোনার বিরুদ্ধে রয়েছে আরেক ফরাসী ক্লাব অলিম্পিক লিওঁ। গুয়ার্দিওলার ম্যান সিটির বিরুদ্ধে রয়েছে শালকে। আর জুভেন্টাসকে কাপ জেতাতে গেলে রোনাল্ডোকে হারাতে হবে ২০১৪ ও ১৬-এর রানার আপ অ্যাটলেটিকো মাদ্রিদকে।
যে দল গুলি লিগ পর্যায়ে দ্বিতীয় স্থানে থেকে এই রাউন্ডে উঠেছে তাদের হোম গ্রাউন্ডে খেলা হবে প্রথম লেগের। খেলাগুলি হবে ২০১৯ সালের ১২-১৩ ফেব্রুয়ারি ও ১৯-২০ ফেব্রুয়ারি। আর রিটার্ন লেগের ম্যাচগুলি হবে ২০১৯ সালের ৫-৬ মার্চ ও ১২-১৩ মার্চ।
কোন কোন দল মুখোমুখি সম্পূর্ণ তালিকা -
শালকে বনাম ম্যাঞ্চেস্টার সিটি
অ্যাটলেটিকো মাদ্রিদ বনাম জুভেন্টাস
ম্যাঞ্চেস্টার ইউনাইটেড বনাম প্যারি সাঁ জাঁ
টটেনহ্যাম বনাম বরুসিয়া ডর্টমুন্ড
অলিম্পিক লিওঁ বনাম বার্সেলোনা
রোমা বনাম পোর্তো
আয়াক্স বনাম রিয়াল মাদ্রিদ
লিভারপুল বনাম বায়ার্ন মিউনিখ
<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">Here's how the last 16 of the <a href="https://twitter.com/ChampionsLeague?ref_src=twsrc%5Etfw">@ChampionsLeague</a> looks after today's draw...<br><br>📲 <a href="https://t.co/S3HcDVn9SL">https://t.co/S3HcDVn9SL</a> <a href="https://t.co/UDZ0ud9k38">pic.twitter.com/UDZ0ud9k38</a></p>— Sky Sports Football (@SkyFootball) <a href="https://twitter.com/SkyFootball/status/1074625799934918658?ref_src=twsrc%5Etfw">December 17, 2018</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>