For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এখনই ফিফার সুপারিশ মানা সম্ভব নয় বলে জানাল এআইএফএফ

এখনই ফিফার সুপারিশ মানা সম্ভব নয় বলে জানাল এআইএফএফ

  • |
Google Oneindia Bengali News

আইএসএল ও আই লিগের সংযুক্তিকরণ নিয়ে ভারতের ক্লাবগুলির সঙ্গে ফুটবল ফেডারেশনের দ্বন্দ্ব চরমে উঠেছে। তা এতটাই যে সমস্যা সমাধানে এগিয়ে আসতে বাধ্য হয়েছে ফিফা। তা বলে বিশ্বের সর্বোচ্চ ফুটবল নিয়ামক সংস্থাকেও কথা শোনাতে ডরছে না অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন বা এআইএফএফ।

এর কারণও অবশ্য রয়েছে। আইএসএল-কে ভারতের এক নম্বর লিগ ঘোষণা করে এআইএফএফ। এই সিদ্ধান্তের বিরুদ্ধে ফিফার কাছে নালিশ জানায় আই লিগ খেলা মোহনবাগান, ইস্টবেঙ্গল, মিনার্ভা পাঞ্জাব, চার্চিল ব্রাদার্স, আইজল এফসি, গোকুলাম কেরালা।

এখনই ফিফার সুপারিশ মানা সম্ভব নয় বলে জানাল এআইএফএফ

এর প্রেক্ষিতে ভারতীয় ফুটবলে কী চলছে তা জানতে ফেডারেশনকে চিঠি লেখে ফিফা। ভারতের সর্বোচ্চ ফুটবল লিগ নিয়ে যে চাপানউতোর শুরু হয়েছে তা সমাধানে কী উদ্যোগ নেওয়া হয়েছে, এআইএফএফের কাছে জানতে চায় ফিফা। ভারতীয় ফুটবলের উন্নতিকল্পে তাদের ও এএফসি-র করা সুপারিশের কতটা কার্যকর হয়েছে, তাও ফেডারেশনের কাছে জানতে চায় সর্বোচ্চ সংস্থা।

তবে ফিফার সুপারিশ এখনই তাদের পক্ষে কার্যকর করা সম্ভব নয় বলে জানিয়েছে ভারতীয় ফুটবল সংস্থা। কারণ সেই সুপারিশের সঙ্গে ভারতীয় ফুটবলের গ্রাউন্ড রিয়ালিটির আকাশ-পাতাল পার্থক্য রয়েছে বলে এআইএফএফের তরফে দাবি করা হয়েছে। এমনকী ভারতীয় ফুটবলে অন্য রকম কিছু করতে হলে আরও কিছুটা সময় লাগবে বলেও ফেডারেশন জানিয়েছে।

এআইএফএফের সাধারণ সম্পাদক কুশল দাস বলেছেন, আগের থেকে অনেক বেশি পরিণত ভারতীয় ফুটবল। তবে এখনও কিছু জায়গায় খামতি রয়েই গেছে। সেই খামতিগুলি দূর করতে আরও কিছুটা সময় লাগবে বলে সাফ জানিয়েছেন কুশল দাস। বলেছেন, এর জন্য ফিফাকেও কিছুটা অপেক্ষা করতে হবে।

এআইএফএফ কর্তার কথায়, আইএসএল ও আই লিগের সংযুক্তিকরণ নিয়ে দেশের ক্লাবগুলির সঙ্গে আলোচনায় বসা হয়েছিল। ক্লাবগুলির কাছ থেকে দুই থেকে তিন বছরের সময়ও চাওয়া হয়েছে বলেও দাবি কুশল দাস। আইএসএলেও ভবিষ্যতে অবনমন চালু করার কথা ভাবা হচ্ছে বলেও ফিফাকে জানিয়েছে এআইএফএফ। কুশল দাসের বলেছেন, ক্লাবগুলির পার্টিশিপেসন ফি নিয়ে দোটনায় পড়েছে এআইএফএফ। আইএসএল ও আই লিগের সংযুক্তিকরণের পিছনে এটাও একটা কারণ বলে জানিয়েছেন এআইএফএফ।

English summary
Can not implement FIFA recommendations now, says AIFF
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X