For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Breaking News: কলকাতায় সাম্বা জ্বর! কিংবদন্তি কাফুর পদার্পণ, রয়েছে একঝাঁক কর্মসূচি

Google Oneindia Bengali News

কাতারে ফিফা বিশ্বকাপ শুরু ২০ নভেম্বর থেকে। তার আগেই সাম্বা জ্বরে আক্রান্ত কলকাতা। আজ সকালে শহরে পা রাখলেন কাফু। ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়ক। কাফুর নেতৃত্বেই ব্রাজিল শেষবার জিতেছিল বিশ্বকাপ। এবার সেই খরা কাটে কিনা সেদিকে তাকিয়ে সকলে। ৭ নভেম্বর অবধি কলকাতা ও জেলায় একাধিক কর্মসূচি রয়েছে কাফুর।

কলকাতায় কাফু

এর আগে দিয়েগো মারাদোনা, পেলে থেকে দুঙ্গা, ভালদেরামাকে কলকাতায় যিনি নিয়ে এসেছিলেন সেই শতদ্রু দত্তের উদ্যোগেই এবার কলকাতায় ব্রাজিলের হয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলা কাফু। ব্রাজিলের দুবারের বিশ্বকাপজয়ী দলের এই সদস্য কলকাতায় তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ও প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা যাচ্ছে। সৌরভ গঙ্গোপাধ্যায় কাতারে বিশ্বকাপ সেমিফাইনাল, ফাইনাল দেখতে যাবেন। তিনি দিয়েগো মারাদোনার ভক্ত হলেও ব্রাজিল তাঁর প্রিয় দল। ফলে কাফুর সঙ্গে মহারাজকীয় সাক্ষাৎ দেখার অপেক্ষায় রয়েছেন ক্রীড়াপ্রেমীরা।

বিকেলে সাংবাদিক বৈঠক

আজ বিকেলে নিউটাউনের এক হোটেলে সংবাদমাধ্যমের মুখোমুখি হবেন পরপর তিনটি বিশ্বকাপ ফাইনাল খেলার রেকর্ডধারী কাফু। কলকাতা পুলিশ ফ্রেন্ডশিপ কাপ সংক্রান্ত এই সাংবাদিক বৈঠকে কাফুর সঙ্গে হাজির থাকবেন বেঙ্গল পিয়ারলেস হাউজিং ডেভেলপমেন্ট কোম্পানির সিইও কেতন সেনগুপ্ত ও ক্রীড়া সংগঠক শতদ্রু দত্ত।

মহমেডান মাঠে ফুটবল পায়ে

কাফু শনিবার কলকাতা পুলিশ ফ্রেন্ডশিপ কাপের উদ্বোধন করবেন। কাফুকে কাল ফুটবল পায়েও দেখা যাবে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী উদযাপনে আয়োজিত একটি প্রদর্শনী ম্যাচে। সেই ম্যাচে খেলবেন বলে সম্মতি দিয়েছেন টেনিস তারকা লিয়েন্ডার পেজ, দীপেন্দু বিশ্বাস-সহ একঝাঁক ফুটবলার এবং সেলেবরাও এই প্রদর্শনী ম্যাচে অংশ নেবেন। মহমেডান স্পোর্টিং মাঠে ম্যাচটি শুরু বিকেল সাড়ে তিনটে থেকে।

কলকাতায় সাম্বা জ্বর

কাফু ব্রাজিল থেকে বিমান ধরার আগে বাংলায় বলেছিলেন, খেলা হবে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের জন্য তিনি ব্রাজিলের জার্সি নিয়ে এসেছেন। সৌরভ গঙ্গোপাধ্যায়কে বুট উপহার দেবেন। রবিবার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফুটবল ফ্যান কাপের অনুষ্ঠানে তিনি যোগ দেবেন। ২৪টি কলেজ এই ফুটল প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। ক্যান্সার আক্রান্ত শিশুদের সঙ্গেও সাক্ষাৎ করবেন ব্রাজিলের কিংবদন্তি। একটি ফুটবল ক্লিনিকেও তাঁর উপস্থিত থাকার কথা রয়েছে। কাফু বাইক চালাতে ভালোবাসেন। কলকাতায় তাঁর বাইক-প্রেমের ঝলক দেখা যেতে পারে। উত্তর ২৪ পরগনা ও হুগলি জেলার দুটি জায়গাতেও কাফু যাবেন বলে জানা গিয়েছে। সবমিলিয়ে কলকাতায় বিশ্বকাপের আগেই সাম্বা জ্বর।

(ছবি- শতদ্রু দত্তর ফেসবুক)

ফিফা বিশ্বকাপের জন্য প্রস্তুত কাতার, ফুটবলপ্রেমীদের স্বাগত জানাতে তৈরি প্রচুর হোটেলফিফা বিশ্বকাপের জন্য প্রস্তুত কাতার, ফুটবলপ্রেমীদের স্বাগত জানাতে তৈরি প্রচুর হোটেল

English summary
Cafu, Brazil's World Cup Winning Captain, Has Reached In Kolkata Ahead Of FIFA World Cup. He Will Inaugurate Kolkata Police Frienship Cup And Meet CM Mamata Banerjee And Sourav Ganguly.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X