For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নেইমারদের স্বপ্নের দৌড় আটকে গেল, জিতে এগোল উরুগুয়ে

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ড্র করল ব্রাজিল, জিতে দু নম্বরে উঠে এল উরুগুয়ে 

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

তিতের আমলের সোনার সময় হঠাৎ আটকে গেল। কলম্বিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অরর্জ পর্বের ম্যাচে আটকে গেল ব্রাজিল। ১-১ গোলে ড্র হল ম্যাচ।

[আরও পড়ুন: আরও একটা ড্র , বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে আরও বিপাকে আর্জেন্তিনা ][আরও পড়ুন: আরও একটা ড্র , বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে আরও বিপাকে আর্জেন্তিনা ]

নেইমারদের স্বপ্নের দৌড় আটকে গেল, জিতে এগোল উরুগুয়ে

দুঙ্গার হাতে পরে ব্রাজিলের যা হাঁড়ির হাল হয়েছিল তা সাম্বা ফ্যানদের মনে এখনও একইরকম দুঃখ জাগায়। তেমনিই তিতে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর থেকে দুরন্ত সময়ের মধ্যে দিয়ে চলছিলেন। নটা যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে জয়ের ছন্দে থাকা ব্রাজিল এদিন দশম ম্যাচে অবশ্য আটকে গেল।

এদিনের ম্যাচে দলে অবশ্য বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করেছিলেন তিতে। রাশিয়া বিশ্বকাপের টিকিট আগেই পেয়ে যাওয়ায় তিনি দেখে নিতে চাইছিলেন অনেক কিছুই। প্রথমার্ধের সংযুক্তি সময়ে গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন উইলিয়ান। ঘরের মাঠে পিছিয়ে পড়ে দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাড়ায় কলম্বিয়া। ফ্যালকাও, রডরিগেজেরা ঝাঁঝ শানিয়ে নেন। ৫৬ মিনিটে দলকে সমতায় ফেরান ফ্যালকাও।

এরপর অবশ্য দু পক্ষই চেষ্টা করলেও গোলের ব্যবধান বাড়াতে পারেনি। তবে এদিনের ড্রয়ের ফলে লাতিন আমেরিকার যোগ্যতা অর্জন পর্বের লড়াইতে তিন নম্বরে উঠে এল কলম্বিয়া।

নেইমারদের স্বপ্নের দৌড় আটকে গেল, জিতে এগোল উরুগুয়ে

এদিকে জমজমাট ফুটবল লড়াইতে প্যারাগুয়েকে ২-১ গোলে হারিয়ে টেবলের দু' নম্বরে উঠে এল উরুগুয়ে।
আর্জেন্তিনার বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছিল তারা। এদিনের ম্যাচে অবশ্য প্রথমার্ধে গোল মুখ খুলতে পারেনি কোনও পক্ষই। ৭৬ মিনিটে গোল করে উরুগুয়েকে এগিয়ে দেন ভালভারদে। এর মিনিট চারেকের মধ্যেই প্যারাগুয়ের গুয়াস্তাভো আত্মঘাতী গোল করে দেন। ৮৮ মিনিটে একটি গোল করে ব্যবাধান কমায় প্যারাগুয়ে।

English summary
Brazil held with a draw in world cup qualifier, Uruguay wins
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X