For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জীবন যুদ্ধে ৯০ মিনিট ফুটবল নাচিয়ে অতিরিক্ত সময়েও মাঠে থাকতে চান কিংবদন্তি পেলে

আইসিইউ থেকে বেরিয়ে জীবনের ৯০ মিনিট ও অতিরিক্ত সময় খেলতে চান ব্রাজিলের পেলে।

  • |
Google Oneindia Bengali News

বড় অস্ত্রোপচারের পর হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন সদ্য। পরিবারের সঙ্গে ফের মিলিত হতে পেরে উচ্ছ্বসিত পেলে জানিয়ে দিয়েছেন যে তিনি এখানেই থামতে চান না। জীবনের মাঠে গোটা ম্যাচ তো বটেই, সঙ্গে অতিরিক্ত সময়েও খেলতে চান বলে ফ্যানদের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে আশ্বস্ত করেছেন ফুটবল কিংবদন্তি।

জীবন যুদ্ধে ৯০ মিনিট ফুটবল নাচিয়ে অতিরিক্ত সময়েও মাঠে থাকতে চান কিংবদন্তি পেলে

সাও পাওলোর হাসপাতালের আইসিইউ থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছেন ৮০ বছরের পেলে। সেই খবর ফুটবল দুনিয়াকে আশ্বস্ত করেছে। এবার সোশ্যাল মিডিয়ায় বার্তা লিখে ফ্যানদের মনে বল জুগিয়েছেন পেলে নিজে। এই কঠিন সময়ে উদ্বিগ্ন হয়ে যে বা যারা তাঁর জন্য প্রার্থনা করেছেন, হাসপাতালের বেডে শুয়ে সবটাই তিনি অনুভব করেছেন বলে জানিয়েছেন পেলে। তাঁর সকল শুভানুধ্যায়ীদের ধন্যবাদও জানিয়েছেন পেলে। সকলকে নিজের ভালোবাসা জানিয়েছেন ব্রাজিলের ফুটবল কিংবদন্তি।

গত ৩১ অগাস্ট রুটিন মেনে কার্ডিওভাসকুলার ও অন্যান্য শারীরিক পরীক্ষা করতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন পেলে। চেক আপের সময়ে তাঁর কোলনে টিউমার ধরা পড়েছিল। প্যাথোলজিক্যাল টেস্টের পর এ ব্যাপারে চিকিৎসকদের সন্দেহের অবসান হয়েছিল। আরও কিছু পরীক্ষা নীরিক্ষার পর পেলের কোলনে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছিলেন সাও পাওলো হাসপাতালের ডাক্তাররা। গত ৪ সেপ্টেম্বর পেলের শরীর থেকে টিউমারটি কেটে বের করে আনা হয়েছিল। অস্ত্রোপচার সফল হয়েছে বলে কিংবদন্তি ফুটবলারের পরিবারের তরফে জানানো হয়েছে। নিজে বার্তা লিখেও সে কথা জানিয়েছিলেন ব্রাজিল ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক।

অস্ত্রোপচারের প্রাথমিকভাবে পেলেকে আইসিইউ থেকে বের করে আনা হলেও পরে একই বিভাগে ফের তাঁকে স্থানান্তরিত করা হয়েছিল। বুধবার পেলেকে হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয়। বাড়ি ফিরেই স্বমহিমায় অবতীর্ণ হয়ে ফ্যানদের আশ্বস্ত করেছেন ব্রাজিলের ফুটবল গ্রেট। সোশ্যাল মিডিয়ায় নিজের হাসিমুখের ছবি পোস্ট করে ফুটবল প্রেমীদের মনে বল জুগিয়েছেন ৮০ বছরের পেলে।

একমাত্র ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ জেতা পেলে কেরিয়ারে এক হাজারেরও বেশি গোল করেছেন। ব্রাজিলের হয়ে ৯১টি ম্যাচ খেলে ৭৭টি গোল করেছেন কিংবদন্তি। বেশ কয়েক বছর ধরেই বয়সজনিত অসুস্থতায় ভোগা ৮০ বছরের পেলের মেরুদণ্ডে অস্ত্রোপচার হয়েছিল ২০১৫ সালে। কিডনি ও প্রস্টেটের সমস্যা নিয়েও বেশ কয়েকবার হাসপাতাল ভর্তি হতে হয়েছিলেন কিংবদন্তি ফুটবলারকে। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের আগে হুইল চেয়ারে বসে থাকা পেলেকে দেখে উদ্বিগ্ন হয়েছিলেন ফুটবল প্রেমীরা। পেলের সুস্থতার খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ফুটবল প্রেমীরা।

English summary
Brazil football legend Pele ready to play 90 minutes and extra time of life
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X