ফিফা ক্রম তালিকার দ্বিতীয় স্থানে উঠে এল ব্রাজিল, প্রথম বেলজিয়াম
কোপা আমেরিকা জয়ের পুরস্কার পেল ব্রাজিল। ফিফা ক্রম তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এল সেলেকাওরা। বৃহস্পতিবার প্রকাশিত ফিফার ক্রম তালিকায় এক নম্বর স্থান ধরে রাখতে সক্ষম হয়েছে বেলজিয়াম।

মাত্র কয়েকদিন আগে শেষ হওয়া কোপা আমেরিকা টুর্নামেন্টের ফাইনালে পেরুকে ৩-১ গোলে হারান গ্যাব্রিয়াল জেসুস, ফিলিপে কুটিনহোর ব্রাজিল। তার আগে চির-শত্রু লিওনেল মেসির আর্জেন্তিনাকে সেমিফাইনালে ২-০ গোলে হারার সাম্বার দেশ। নেইমারহীন ব্রাজিলের এই পারফরম্যান্স সব মহলে প্রশংসা কুড়োয়।
ব্রাজিলকে ভালো খেলার স্বীকৃতি দিল এবার ফিফাও। চলতি বছরে ভালো খেলার সৌজন্যে ফিফা ক্রম তালিকায় তিন থেকে দুই নম্বর স্থানে উঠে এল পেলের দেশ। অন্যদিকে দুই থেকে তিন নম্বর স্থানে নেমে এসেছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। চার পাঁচ ও ছয় নম্বর স্থানে রয়েছে যথাক্রমে ইংল্যান্ড, উরুগুয়ে ও পর্তুগাল। মেসির আর্জেন্তিনা রয়েছে দশ নম্বর স্থানে। অন্যদিকে জার্মানি, ইতালির স্থান যথাক্রমে পনেরো ও ষোলো নম্বরে।
এক নজরে দেখে নেওয়া যাক ফিফার ক্রম তালিকা
১) বেলজিয়াম
২) ব্রাজিল (+১)
৩) ফ্রান্স (-১)
৪) ইংল্যান্ড
৫) উরুগুয়ে (+৩)
৬) পর্তুগাল (-১)
৭) ক্রোয়েশিয়া (-১)
৮) কলম্বিয়া (+৫)
৯) স্পেন (+২)
১০) আর্জেন্তিনা (+১)