For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাশিয়ার বিশ্বকাপ বিড জয় তবে সত্যই কলঙ্কযুক্ত, কী বলছেন অজি ফুটবল ফেডেরশনের প্রাক্তন সদস্য

অস্ট্রেলিয়ার এক রেডিওকে অজি ফুটবল ফেডরেশনের প্রাক্তন সদস্য মার্সিয়াদিস জানান, ২০১৮ বিড রাশিয়া জেতার পর তা নিয়ে তদন্ত করে দেখা প্রয়োজন ছিল।

Google Oneindia Bengali News

২০১৮ ফিফা বিশ্বকাপের বিড রাশিয়া জেতার পর থেকেই একের পর এক বিতর্ক সৃষ্টি হয়েছিল সেই বিডের সচ্ছতা ঘিরে। বহু সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছিল অসাধু উপায় সেই বিড জিতে নিয়েছে রাশিয়া। ২০১৫ সালে নির্বাসিত ফিফা প্রেসিডেন্ট শেপ ব্লাটরও স্বীকার করে নিয়েছিলেন ২০১৮ বিশ্বকাপ কোথায় হবে তা ভোট পক্রিয়ার আগেই ঠিক হয়ে গিয়েছিল।

রাশিয়ার বিশ্বকাপ বিড জয় তবে সত্যই কলঙ্কযুক্ত, কী বলছেন অজি ফুটবল ফেডেরশনের প্রাক্তন সদস্য

এবার সেই বিষয়কেই আরও পরিস্কার করে ফুটবল প্রেমীদের সামনে তুলে ধরলেন অস্ট্রেলিয়ার ফুটবল ফেডারেশনের প্রাক্তন সদস্য বোনিটা মার্সিয়াদিস। ২০১০ সালে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ বিডের জন্য যে দল ছিল সেই দলের অন্যতম সদস্য ছিলেন তিনি।

[আরও পড়ুন: কী ভাবে রুশ সুন্দরীদের সামলাবেন, মেসি-হিগুয়েনদের টিপস আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের][আরও পড়ুন: কী ভাবে রুশ সুন্দরীদের সামলাবেন, মেসি-হিগুয়েনদের টিপস আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের]

২০২২ বিশ্বকাপকে মাথায় রেখে ২০১৮ বিশ্বকাপের জন্য সেই সময় বিড করেনি অস্ট্রেলিয়া। কিন্তু শেষ পর্যন্ত কাতারের বিতর্কিত বিডের কাছে হারতে হয় অস্ট্রেলিয়াকে। এই নিয়ে পরবর্তী সময় জল ঘোলাও কম হয়নি।
অস্ট্রেলিয়ার এক রেডিওকে মার্সিয়াদিস জানান, কাতার ২০২২ বিশ্বকাপের বিড জেতার পর তাদের সেই বিডের স্বচ্ছতা নিয়ে অনেক তদন্ত করা হয়েছিল। কিন্তু রাশিয়ার ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই তেমনটা হয়নি। রাশিয়ার ক্ষেত্রেও একাধিক তদন্ত করে দেখা প্রয়োজন ছিল।

তিনি বলেন, 'কাতার জেতায় সুবিধা হয়েছে রাশিয়ারই। রাশিয়া ভাগ্যবান যে কাতার জিতেছে। কারণ দুই রাউন্ডের ভোটে বিশ্বকাপের বিড অর্জন করে রাশিয়া। কিন্তু কাতারের তা অর্জন করতে লাগে অপেক্ষা করতে হয় চার রাউন্ডের ভোট পর্যন্ত।'

পরে তদন্তের স্বার্থে রাশিয়ার থেকে যখন তাদের কম্পিউটারগুলি চাওয়া হয় তখন তাঁরা জানান, তারা লিজে নিয়েছিল কম্পিউটারগুলি এবং তা ফেরত দিয়ে দিয়েছে।

রাশিয়ানদের এই যুক্তিকেই আরও তাচ্ছিলের সঙ্গে উড়িয়ে দেন প্রাক্তন অজি আধিকারিক। তিনি বলেন, '১৯৫৯ সালে যে দেশ কুকুর পাঠিয়েছিল চাঁদে, তাঁরা জানে না যে কম্পিউটারের ব্যকআপ নিয়ে রাখতে হয়। এট এক জন ভিক্ষুকই শুধু বিশ্বাস করতে পারে।'

English summary
 Formerly the Head of Corporate and Public Affairs at Football Federation Australia, Bonita Mersiades says that Russia’s World Cup bid should have faced just as much scrutiny as Qatar.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X