For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভাইচুং ভুটিয়ার চাঞ্চল্যকর অভিযোগ এআইএফএফ সচিব নিয়োগ নিয়ে, কী বলছে ফেডারেশন?

  • |
Google Oneindia Bengali News

এআইএফএফের এগজিকিউটিভ কমিটির বৈঠক সোমবার কলকাতায় হবে। তার আগে ফেডারেশনের সচিব নিয়োগের বিষয়ে চাঞ্চল্যকর অভিযোগ করলেন ভাইচুং ভুটিয়া। একজন ভোটারকে বেতন পাওয়ার যোগ্য এমন পদে বসানো অবৈধ এবং তা সংশোধন করা উচিত বলে মন্তব্য পাহাড়ি বিছের। যদিও ফেডারেশনের সভাপতি পদে লড়ে হেরে যাওয়া ভাইচুংয়ের দাবিকে গুরুত্ব দিচ্ছে না ফেডারেশন।

ভাইচুংয়ের অভিযোগ

ভাইচুংয়ের অভিযোগ

কল্যাণ চৌবে ফেডারেশন সভাপতি নির্বাচিত হয়েছেন ভাইচুংকে ৩৩-১ ভোটে পরাস্ত করে। এরপরই ফেডারেশন সচিব করা হয় শাজি প্রভাকরণকে। তাঁকে নিয়ে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে দেখাও করে এসেছেন কল্যাণ। ফেডারেশনের সচিব বেতন পান। আর এখানেই আপত্তি তুলেছেন ভাইচুং। একজন ভোটারকে এই পদে বসানোর দৃষ্টান্তকে ভুল বলেও চিহ্নিত করেছেন তিনি। বিষয়টি সোমবার ফেডারেশনের কর্মসমিতির বৈঠকে অ্যাজেন্ডা করার দাবিও জানান ভাইচুং।

সচিব নিয়োগ নিয়ে প্রশ্ন

সচিব নিয়োগ নিয়ে প্রশ্ন

ফেডারেশন সচিবের দায়িত্ব নেওয়ার পরের দিনই প্রভাকরণ ফুটবল দিল্লির সভাপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন গত ৬ সেপ্টেম্বর। ভাইচুং সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, প্রভাকরণ ফেডারেশনের একজন ভোটার এবং ফুটবল দিল্লির সভাপতির পদে ছিলেন। তাঁকে সচিব পদে বসানো ঠিক হয়নি, কারণ এই পদটিতে যিনি থাকেন তিনি বেতন পান। যদি তিনি সাম্মানিক এই পদে থাকতেন তাহলে আপত্তি ছিল না। কিন্তু এই বিষয়টি সংশোধন করা না হলে পরবর্তীকালে বেতন পাওয়ার যোগ্য কোনও পদে বসার জন্য যে কেউ দর কষাকষি চালাতে পারেন। এর আগে অবধি কোনও রাজ্য ফুটবল সংস্থার সভাপতি বা কোনও ভোটার বেতন পাওয়ার যোগ্য কোনও পদে বসার জন্য আবেদন পর্যন্ত করেননি বলেও দাবি ভাইচুংয়ের।

প্রভাকরণের পাল্টা

যদিও ভাইচুংয়ের দর কষাকষির তত্ত্বকে খারিজ করে ফেডারেশন সচিব শাজি প্রভাকরণ বলেছেন, ভারতীয় ফুটবলের সেবা করার সদিচ্ছা নিয়েই আমি এই পদ গ্রহণ করেছি। কোনও আদান-প্রদানের বিষয় এর মধ্যে নেই। নির্বাচন প্রক্রিয়াতেও এমন কোনও শর্ত কেউ রাখেননি। ভাইচুং ভুটিয়া নিজেও এগজিকিউটিভ কমিটির একজন সদস্য। তিনি এ বিষয়ে তাঁক বক্তব্য তুলে ধরতেই পারেন। সোমবারের সভায় তিনি এই বিষয়টি তুললে নিশ্চিতভাবেই কর্মসমিতি কোনও সিদ্ধান্ত নেবে।

সোমবারের সভায় থাকবেন পাহাড়ি বিছে

সোমবারের সভায় থাকবেন পাহাড়ি বিছে

ভাইচুং ফেডারেশনের নবগঠিত কর্মসমিতির প্রথম বৈঠকে যোগ না দিলেও সোমবারের সভায় উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন। ভাইচুংয়ের কথায়, সুপ্রিম কোর্টের নির্দেশকে মান্যতা দিয়েই আমি এই বৈঠকে যোগ দেব। এ ব্যাপারে আইনজীবীদের সঙ্গে কথা বলেছি। সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেকই আমাকে এগজিকিউটিভ কমিটির সদস্য করা হয়েছে। ফলে আমি সভায় যোগ না দিলে তা খারাপ উদাহরণ হয়ে থাকবে। ভারতীয় ফুটবলের উন্নতিতে সবরকম সহযোগিতা করতে প্রস্তুত এবং তা চালিয়ে যাব। ফলে সোমবারের সভায় সচিব নিয়োগ ঘিরে ভাইচুংয়ের অভিযোগের প্রেক্ষিতে কোন পদক্ষেপ হয় সেদিকে তাকিয়ে সকলেই।

English summary
Bhaichung Bhutia Alleges Bargaining In AIFF Secretary General Appointment. Shaji Prabhakaran Rejects Bhutia's Claims.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X