
আইএসএলে পিছিয়ে পড়েও জয় বেঙ্গালুরু এফসির, ওডিশা বধ সেরে সুনীলরা এখন পাঁচে
আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচে পিছিয়ে পড়েও দারুণ জয় ছিনিয়ে নিল বেঙ্গালুরু এফসি। ব্যাম্বোলিমে আজ তারা ওডিশা এফসিকে হারাল ২-১ গোলে। এই জয়ের সুবাদে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে উঠে এলেন সুনীল ছেত্রীরা। প্রথমার্ধে খেলার পর ছিল ১-১। ৪৯ মিনিটে পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেন ক্লেইটন সিলভা।

প্লে অফে ওঠার নিরিখে আজ দুই দলের কাছেই ম্যাচটি ছিল অস্তিত্ব টিকিয়ে থাকার লড়াই। জয় ছিনিয়ে নেওয়ায় বেঙ্গালুরু এফসির প্রথম চারে যাওয়ার সম্ভাবনা ভালোভাবেই জিইয়ে রইল। ৮ মিনিটে সুযোগসন্ধানী নন্দকুমার সেকারের গোলে এগিয়ে যায় ওডিশা এফসি। রোশন নওরেমের মাপা কর্নারে মাথা ছুঁইয়ে ম্যাচে সমতা ফেরান দানিশ ফারুক। এরপর ইনজুরি টাইমে ফের ওডিশাকে এগিয়ে দেওয়ার সুবর্ণ সুযোগ নষ্ট করেন সেকার। ফলে প্রথমার্ধে খেলার ফলাফল ছিল ১-১।

দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় বেঙ্গালুরু এফসি। ৪৮ মিনিটের মাথায় লালরুয়াথারা বক্সের মধ্যে উদান্তা সিংকে অবৈধভাবে বাধা দেন। ফলে পেনাল্টি পেয়ে যায় বেঙ্গালুরু এফসি। তা থেকে বেঙ্গালুরু এফসির অধিনায়ক ক্লেইটন সিলভা জয়সূচক গোলটি করে যান। এরপর কিছুটা হতোদ্যম হয়ে পড়ে ওডিশা। ৭৫ মিনিটে ইসাক চাকচুয়াক একটি সুযোগ নষ্টের পর গোল করার সুবর্ণ সুযোগ নষ্ট করেন জাভিয়ার হার্নান্ডেজ, ম্যাচের ৮৪ মিনিটে।
Cleiton Silva puts @bengalurufc ahead with a 🆒 and composed penalty! 🎯⚽#BFCOFC #HeroISL #LetsFootball #BengaluruFC #CleitonSilva pic.twitter.com/UswQZYWAws
— Indian Super League (@IndSuperLeague) February 21, 2022
এই জয়ের সুবাদে ১৮ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে উঠে এলো। ১৮ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে সাতেই দাঁড়িয়ে রইল ওডিশা এফসি। কাল মুম্বই সিটি এফসির বিরুদ্ধে খেলা রয়েছে এসসি ইস্টবেঙ্গলের। এই ম্যাচে ঝুঁকি নিয়েই দল আক্রমণাত্মক ফুটবল খেলবে বলে ইঙ্গিত দিয়েছেন লাল হলুদের কোচ মারিও রিভেরা।