For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে দুরন্ত জয় ওড়িশা এফসির

সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে দুরন্ত জয় ওড়িশা এফসির

Google Oneindia Bengali News

দীর্ঘ আড়াই বছর পর আইএসএল ফিরেছে ওড়িশায়। কোভিডের কারণে বিগত দুই মরসুম গোয়ায় ভারতীয় ফুটবলের সর্বোচ্চ টুর্নামেন্ট আয়োজিত হওয়ার পর দলগুলি সুযোগ পেয়েছে নিজেদের শহরে এই মরসুম থেকে হোম ম্যাচগুলি খেলার।

সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে দুরন্ত জয় ওড়িশা এফসির

ঘরের মাঠে ফিরে পর পর দুই ম্যাচে দু'টি জয় তুলে নিল ওড়িশা এফসি। গত ম্যাচে কেরালা ব্লাস্টার্সকে ২-১ গোলে হারানোর পর কলিঙ্গ স্টেডিয়ামে চলতি মরসুমের দ্বিতীয় ম্যাচে বেঙ্গালুরু এফসি'কে ১-০ গোলে হারাল ওড়িশা। এই জয়ের ফলে ৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে রয়ছে জগন্নাথ দেবের শহরের দল।

এ দিন গোটা ম্যাচে কোনও দলই বল পজিশনের বিচারে খুব একটা এগিয়ে ছিল না। মাঝমাঠে কেন্দ্রিক হয়েছে খেলাটা। ওড়িশা এফসি'র দখলে বল পজিশনের ৪৮ শতাংশ ছিল এবং বেঙ্গালুরু এফসি'র দখলে ছিল ৫২ শতাংশ। তবে, কাজের কাজটা করে যায় ওড়িশাই। মোট ছ'টি শট অন টার্গেট রেখেছিল ওড়িশা, সেখানে বেঙ্গালুরু এফসি অন টার্গেট রাখে ২টি শট। ওড়িশার তুলনায় বেশি পাসও খেলে বেঙ্গালুরু। ৪৩১টি পাসের মধ্যে তারা নির্ভুল পাস খেলেছে ২৮৭টি। অন্য দিকে, ওড়িশা এফসি ৩৬৮টি পাসের মধ্যে নির্ভুল পাস খেলেছে ২৩৭টি।

ম্যাচের একমাত্র গোলটি করেন ওড়িশা এফসি'র নন্দকুমার সেকর। ৩৩ মিনিটে সাহিলের কর্নার থেকে বক্সের ডান প্রান্তের কোনাকুনি প্রতিপক্ষের গোল লক্ষ্য করে নেওয়া শট গুরপ্রীত সিম সান্ধুকে টপকে জড়িয়ে যায় জালে। প্রথমার্ধে আর কোনও উল্লেখযোগ্য সুযোগ দুই দল তৈরি করতে পারেনি। তবে, দ্বিতীয়ার্ধে পুরোটাই ছিল ওড়িশা এফসি'র দখলে। বেঙ্গালুরু এফসিকে কার্যত কোনঠাসা করে দেয় ওড়িশা। ম্যাচের শেষ ২০ মিনিট বেঙ্গালুরু এফসি'র গোলদূর্গে একের পর এক আঘাত হেনে গোললক্ষ্য বাড়ানোর চেষ্টা চালায় ওড়িশা এফসি। তবে, শেষ পর্যন্ত গুরপ্রীত সিং সান্ধুর সৌজন্যে গোল সংখ্যা বাড়েনি।

ওড়িশা এফসি ৯ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানে থাকলেও ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে বেঙ্গালুরু এফসি রইল ষষ্ঠ স্থানে। ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে এটিকে মোহনবাগান রয়েছে ৭ নম্বরে এবং ৩ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ইস্টবেঙ্গল রয়েছে আট নম্বরে।

English summary
Bengaluru FC beat Odisha FC by 1-0 goal, Nandhakumar Sekar scored the goal for Odisha FC.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X