For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Santosh Trophy: সন্তোষের মূলপর্ব পিছিয়ে গেলেও জোর কদমে প্রস্তুতি চলছে বাংলার শিবিরে

সন্তোষের মূলপর্ব পিছিয়ে গেলেও জোর কদমে প্রস্তুতি চলছে বাংলার শিবিরে

Google Oneindia Bengali News

কোভিডের কারণে পিছিয়ে গিয়েছে সন্তোষ ট্রফির মূল পর্ব। ফেব্রুয়ারির ২০ তারিখ থেকে কেরলের মালাপ্পুরামে ঘরোয়া ফুটবলের শীর্ষ টুর্নামেন্টটি আয়োজনের কথা থাকলেও তা পিছিয়ে গিয়েছে। আইএফএফ-এর পক্ষ থেকে বলা হয়েছে, আগামী মাসে পরিস্থিতির বিবেচনা করে নতুন সূচি ঘোষণা করা হবে।

Santosh Trophy: সন্তোষের মূলপর্ব পিছিয়ে গেলেও জোর কদমে প্রস্তুতি চলছে বাংলার শিবিরে

সন্তোষ ট্রফির মূল পর্ব পিছিয়ে গেলেও নিজেদের প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চান না বাংলা দলের কোচ রঞ্জন ভট্টাচার্য। বাঙালি কোচের নজরদারিতে সন্তোষ ট্রফির মূল পর্বের প্রস্তুতি শুরু বাংলা। উত্তর ২৪ পরগনার সোনারপুর জ্যোতির্ময় নলেজ কাম্পাসে চার দিনের আবাশিক শিবিরে যোগ দিয়েছে সন্তোষের জন্য নির্বাচিত বাংলার ফুটবলাররা।

শিবিরের প্রথম দিনে খেলোয়াড় দের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ সভাপতি তথা আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্ত, আইএফএ-এর সহ সভাপতি পার্থ সারথি গঙ্গোপাধ্যায়, সচিব জয়দীপ মুখার্জি, সহ সচিব রাকেশ ঝা। বাংলার কোচ জানিয়েছেন, এই শিবিরে দুই বেলাই অনুশীলন করবেন ফুটবলাররা।

বর্তমানে চারদিনের শিবির চললেও পরবর্তী প্রয়োজনে আরও আবাশিক শিবির করা হতে পারে। বাংলা দলের অন্যতম অস্ত্র সুুব্রত মুর্মু চোটের কারণে এতদিন অনুশীলনের বাইরে ছিলেন। তবে, চোট কাটিয়ে তিনিও এই আবাশিক শিবিরে যোগ দিয়েছে। রঞ্জন আশাবাদী মূল পর্বে সফল হওয়া নিয়ে। তিনি জানিয়েছেন, গ্রুপ বিন্য়াস বেশ ভাল হয়েছে। আর চ্যাম্পিয়ন হতে হলে হারাতে হবে কেরল, পঞ্জাবের মতো দলকে। কে সামনে রয়েছে তা নিয়ে তিনি ভাবতে রাজি নন। তিনি মনে করেন বাংলার ফুটবলাররা যে কোনও দলকে হারানোর ক্ষমতা রাখে।

বুধবার সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, "এআইএফএফ সন্তোষ ট্রফির মূলপর্ব যোগদানকারী প্রতিটা রাজ্য সংস্থার সঙ্গে আমরা কথা বলেছে, এবং এই প্রতিযোগীতা নিয়ে কেরল সরকারের সঙ্গেও কথা বলা হয়। তাদের পরামর্শ মতোই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আপাতত মূলপর্ব স্থগিত রাখার বিষয়ে। ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে একটি রিভিউ মিটিং-এর পরবর্তী নতুন সূচি জানানো হবে।"

উল্লেখ্য, সন্তোষ ট্রফি'র মূল পর্বে বাংলা দল পাবে না ২০২১ কলকাতা লিগের যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা রাহুল পাসওয়ানকে। জানুয়ারির ট্রান্সফার উইন্ডোয় প্রিমিয়ার লিগের দল বিএসএস স্পোর্টিং থেকে এসসি ইস্টবেঙ্গলে সই করেছেন পাসওয়ান। রঞ্জন ভট্টাচার্য তাঁকে প্রথমে ছাড়তে রাজি না হলেও তরুণ ফুটবলারের কেরিয়ারের কথা ভেবে তাঁকে শেষ পর্যন্ত ছাড়তে রাজি হয় আইএফএ।

English summary
Bengal Team started residential camp for santosh trophy 2022 at sonarpur. 27 footballers who are selected for santosh trophy joined the camp. This is a four days residential camp.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X