For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সন্তোষে হারের মধুর প্রতিশোধ, কেরলকে হারিয়ে ন্যাশনাল গেমসে সোনা বাংলার

সন্তোষে হারের মধুর প্রতিশোধ, কেরলকে হারিয়ে ন্যাশনাল গেমসে সোনা বাংলার

Google Oneindia Bengali News

দীর্ঘ এক দশক পর ন্যাশনাল গেমসে সোনা জিতল বাংলা। অধিনায়ক নর হরি শ্রেষ্ঠার হ্যাটট্রিকে ফাইনালে কেরলকে গোলের মালা পরিয়ে জাতীয় স্তরে ফের শ্রেষ্ঠ আসন নিল বাংলা। ন্যাশনাল গেমসের ৩৬তম সংস্করণে কেরলকে ৫-০ গোলে পরাজিত করল বাংলা। সন্তোষ ট্রফির হারের উপযুক্ত বদলা নিল বাংলা দল।

সন্তোষে হারের মধুর প্রতিশোধ, কেরলকে হারিয়ে ন্যাশনাল গেমসে সোনা বাংলার

বর্তমানে ভারতীয় ফুটবলকে যে তিনটি রাজ্য শাসন করছে তাদের মধ্যে অন্যতম কেরল। সন্তোষ ট্রফিতে এই রাজ্যের কাছে টাই ব্রেকারে ৫-৪ গোলে হেরেই স্বপ্নভঙ্গ হয়েছিল রঞ্জন ভট্টাচার্যের ছেলেদের। তবে, রঞ্জনের ছেলেরা যেই ভুলটা করেছিল সেই একই ভুলের পুনরাবৃত্তি করল না বিশ্বজিৎ ভট্টাচার্যের প্রশিক্ষণাধীন বাংলা দল। কেরলকে মাটি ধরিয়ে এই ম্যাচে প্রথম থেকেই আধিপত্য বিস্তার করে বাংলা। শুরু থেকেই বাংলার হাতে ছিল ম্যাচের রাশ।

ম্যাচের প্রথম সুযোগটা পেয়েছিল কেরলই। প্রথম কোয়ার্টারে কেরলের ভিগনেশের শট বাঁচান বাংলার গোলরক্ষক রাজা বর্মন, প্রতিআক্রমণে এসে ম্যাচের ১৫ মিনিটে বাংলার হয়ে প্রথম গোলটি করেন রবি হাঁসদা। ম্যাচের ৩০ মিনিটে নর হরি শ্রেষ্ঠার ফ্রি-কিক কেরলের ডিফেন্ডারের গায়ে লেগে ফিরে এলে রিবাউন্ড শটে প্রথম গোল করে বাংলাকে দুই গোলের লিড এনে দেন নর হরি শ্রেষ্ঠা। বাংলা তৃতীয় গোলটি পায় ৪৪ মিনিটে। নর হরি শ্রেষ্ঠা প্রথমার্ধ শেষের আগে নিজের দ্বিতীয় গোল করে বাংলাকে এগিয়ে দেন ৩-০ গোলে। এর আগে ৪১ মিনিটে রবি হাঁসদার হেড বাঁচান কেরলের গোলরক্ষক। দ্বিতীয়ার্ধের শুরুতে নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করেন শ্রেষ্ঠা। ৪৯ মিনিটের মাথায় তৃতীয় গোলটি করেন তিনি। ৮৪ মিনিটে অমিত চক্রবর্তী গোল করে কেরলের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন। নর হরির পাস থেকে অমিত চক্রবর্তী গোল করে বাংলার পক্ষে স্কোর লাইন করেন ৫-০।

ফিফা অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে জয় ব্রাজিলের, মরক্কোর গোলরক্ষকের বিশ্বমানের পারফরম্যান্সফিফা অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে জয় ব্রাজিলের, মরক্কোর গোলরক্ষকের বিশ্বমানের পারফরম্যান্স

English summary
Bengal beat Kerala to clinch the gold medal in National Games 2022. Bengal skipper Nara Hari Shrestha scored hat-trick in the final
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X